Habib Al amin

Habib Al amin Assalamu Alaiqum, Here i will share my online knowledge, vlogs and travel videos etc with my all fan. Thanks for messaging me. I'll get back to you soon.

If you have any quairy
please join to our Group and Post your Specific issues to get response instantly. https://web.facebook.com/groups/250078950277425/

02/07/2025
09/06/2025

গণিতের চিহ্ন সমূহের চৌদ্দগুষ্টির ইংরেজি জেনে নাও
Follow: 👉🏿➡️
1. Add (অ্যাড) – যোগ করা
2. Addition (অ্যাডিশন) – যোগ
3. Plus (প্লাস) – যোগ
4. Sum (সাম) – যোগফল
5. Total (টোটাল) – মোট
6. Increase (ইনক্রিজ) – বৃদ্ধি
7 Altogether (অল টুগেদার) – সব মিলিয়ে
8. In all (ইন অল) – সব মিলিয়ে
9. Combine (কম্বাইন) – একত্র করা
10. Join (জয়েন) – যুক্ত করা
---
Subtraction & Related (বিয়োগ ও সম্পর্কিত)
11. Subtract (সাবস্ট্রাক্ট) – বিয়োগ করা
12. Subtraction (সাবস্ট্রাকশন) – বিয়োগ
13. Minus (মাইনাস) – বিয়োগ
14. Difference (ডিফারেন্স) – বিয়োগফল
15. Decrease (ডিক্রিজ) – হ্রাস
16. Take away (টেক অ্যাওয়ে) – কেটে নেওয়া
17. Left (লেফট) – অবশিষ্ট
18. Less (লেস) – কম
19. Deduct (ডিডাক্ট) – বাদ দেওয়া
20. Remain (রিমেইন) – অবশিষ্ট থাকা
---
Multiplication & Related (গুণ ও সম্পর্কিত)
21. Multiply (মাল্টিপ্লাই) – গুণ করা
22. Multiplication (মাল্টিপ্লিকেশন) – গুণ
23. Times (টাইমস) – গুণ
24. Product (প্রডাক্ট) – গুণফল
25. Double (ডাবল) – দ্বিগুণ
26. Triple (ট্রিপল) – তিনগুণ
27. Repeated addition (রিপিটেড অ্যাডিশন) – বারবার যোগ
28. Twice (টুইস) – দুইবার
29. Thrice (থ্রাইস) – তিনবার
30. Multiply by (মাল্টিপ্লাই বাই) – দ্বারা গুণ করা
---
Division & Related (ভাগ ও সম্পর্কিত)
31. Divide (ডিভাইড) – ভাগ করা
32. Division (ডিভিশন) – ভাগ
33. Quotient (কোশিয়েন্ট) – ভাগফল
34. Remainder (রিমেইন্ডার) – ভাগশেষ
35. Divide by (ডিভাইড বাই) – দ্বারা ভাগ করা
36. Shared equally (শেয়ার্ড ইকুয়ালি) – সমানভাবে ভাগ করা
37. Equal groups (ইকুয়াল গ্রুপস) – সমান ভাগ
38. Per (পার) – প্রতি
39. Each (ইচ) – প্রতি
40. Distribute (ডিস্ট্রিবিউট) – বণ্টন করা
---
General Math Words (সাধারণ গণিত শব্দ)
41. Number (নাম্বার) – সংখ্যা
42. Digit (ডিজিট) – অঙ্ক
43. Value (ভ্যালু) – মান
44. Count (কাউন্ট) – গণনা করা
45. Calculation (ক্যালকুলেশন) – হিসাব
46. Solve (সলভ) – সমাধান করা
47. Equation (ইকুয়েশন) – সমীকরণ
48. Formula (ফর্মুলা) – সূত্র
49. Operation (অপারেশন) – প্রক্রিয়া
50. Result (রিজাল্ট) – ফলাফল
---
Shapes (আকৃতি সংক্রান্ত)
51. Circle (সার্কল) – বৃত্ত
52. Triangle (ট্রায়াঙ্গল) – ত্রিভুজ
53. Square (স্কয়ার) – চতুর্ভুজ
54. Rectangle (রেকট্যাঙ্গল) – আয়ত
55. Oval (ওভাল) – ডিম্বাকৃতি
56. Polygon (পলিগন) – বহুভুজ
57. Angle (অ্যাঙ্গেল) – কোণ
58. Straight line (স্ট্রেইট লাইন) – সরল রেখা
59. Curve (কার্ভ) – বাঁকা রেখা
60. Point (পয়েন্ট) – বিন্দু
---
Measurement Words (পরিমাপ সম্পর্কিত)
61. Length (লেন্থ) – দৈর্ঘ্য
62. Width (উইডথ) – প্রস্থ
63. Height (হাইট) – উচ্চতা
64. Area (এরিয়া) – ক্ষেত্রফল
65. Volume (ভলিউম) – আয়তন
66. Weight (ওয়েট) – ওজন
67. Distance (ডিস্ট্যান্স) – দূরত্ব
68. Time (টাইম) – সময়
69. Speed (স্পিড) – গতি
70. Temperature (টেম্পারেচার) – তাপমাত্রা

Position & Direction (অবস্থান ও দিক)
71. Left (লেফট) – বাম
72. Right (রাইট) – ডান
73. Top (টপ) – উপর
74. Bottom (বটম) – নিচ
75. Front (ফ্রন্ট) – সামনে
76. Back (ব্যাক) – পেছনে
77. Up (আপ) – ওপরে
78. Down (ডাউন) – নিচে
79. Inside (ইনসাইড) – ভিতরে
80. Outside (আউটসাইড) – বাইরে
---
Comparison Words (তুলনামূলক শব্দ)
81. Greater than (গ্রেটার দ্যান) – বেশি
82. Less than (লেস দ্যান) – কম
83. Equal to (ইকুয়াল টু) – সমান
84. More (মোর) – আরও
85. Fewer (ফিউয়ার) – কম
86. Highest (হাইয়েস্ট) – সর্বোচ্চ
87. Lowest (লোয়েস্ট) – সর্বনিম্ন
88. Nearest (নিয়ারেস্ট) – সবচেয়ে কাছের
89. Farther (ফারদার) – আরও দূরে
90. Closest (ক্লোজেস্ট) – সবচেয়ে নিকটে

Others (অন্যান্য)
91. Even number (ইভেন নাম্বার) – জোড় সংখ্যা
92. Odd number (অড নাম্বার) – বিজোড় সংখ্যা
93. Prime number (প্রাইম নাম্বার) – মৌলিক সংখ্যা
94. Composite number (কম্পোজিট নাম্বার) – যৌগিক সংখ্যা
95. Factor (ফ্যাক্টর) – গুণনীয়ক
96. Multiple (মাল্টিপল) – গুণিতক
97. Decimal (ডেসিমাল) – দশমিক

Eid Mubarak ✨🌙
07/06/2025

Eid Mubarak ✨🌙

কোনো কাজ শেখার আগে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে এই জিনিসটা আমি কেন শিখবো? এটা শিখলে আমার কী লাভ হবে? তাহলে চলুন জেনে নিই...
04/06/2025

কোনো কাজ শেখার আগে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে এই জিনিসটা আমি কেন শিখবো? এটা শিখলে আমার কী লাভ হবে?

তাহলে চলুন জেনে নিই সেলাইয়ের কাজ শিখলে আপনার কী কী উপকার হতে পারে।

১। গাইরত-বোধ:

একজন দ্বীনদার পর্দানশীন বোন হিসেবে আপনি কখনোই চাইবেন না আপনার শরীরের পরিমাপ বাইরের কেউ জানুক। মহিলা দর্জি সবসময় সবজায়গায় পাওয়া যায় না। বাধ্য হয়ে আমাদের পুরুষ দর্জির কাছে কাপড় বানাতে দিতে হয়। কিন্তু আপনি নিজেই যদি সেলাইয়ের কাজ পারেন তাহলে নিজের ও পরিবারের নারী সদস্যদের জন্য পোশাক তৈরিতে বাইরের পুরুষের প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ।

২। স্বনির্ভরতা:

আপনি যদি সেলাই কাজ জানেন তাহলে ছোট খাটো ড্রেস বানানোর জন্য বাইরের দর্জির দোকানে যেতে হবেনা। আপনার এবং আপনার পরিবারের সকলের পোশাক ঘরে বসেই তৈরী করতে পারবেন।

৩। সময় বাচানো:

বাইরের দোকানে গিয়ে পোশাক বানাতে দিলে স্বাভাবিক ভাবেই ৩/৪ দিন বা ১ সপ্তাহের মতো সময় লেগে যায়। অনেক সময় জরুরী অবস্থায় সময় সংক্ষিপ্ততার কারণে আমরা দোকান থেকে ইচ্ছেমত পোশাক বানাতে ও পারিনা। এই সমস্যাটার সমাধান আপনি নিজেই করতে পারবেন যদি আপনি নিজেই সেলাইয়ের কাজ শিখে নিতে পারেন।

৪। টাকার অপচয় রোধ:

বস্ত্র বা পোশাক পড়া আমাদের মৌলিক অধিকারের একটি। আর তাই পোশাকের গুরুত্বও অপরিসীম। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই পোশাক বানানোর জন্য প্রতি মাসে, প্রতি বছরে আপনি কত টাকা দর্জি কে দিচ্ছেন? পুরো একটি মাসের বা বছরের হিসেব করে দেখুন তাহলেই বুঝতে পারবেন।

৫। অর্থ উপার্জন:

বর্তমান সময়ে পোশাক শিল্প বাংলাদেশের বড় একটি অর্থনৈতিক খাত। আপনি যদি সেলাই/দর্জি কাজ পারেন তাহলে পাড়া প্রতিবেশির পোশাক বানিয়ে, নিজে একটি ছোটখাটো দোকান খুলে উদ্যোক্তা হিসেবে আপনার পরিবার কে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারবেন।

৬। বেকার সমস্যার সমাধান:

বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে পড়ালেখা করেও তাদের পরিবারের জন্যই কিছু করতে পারছে না। আপনি যদি সেলাইয়ের কাজ শিখেন তাহলে অন্তত সাময়িকভাবে হলেও নিজের ও আরো কয়েকজনের বেকার সমস্যার সমাধান করতে পারবেন।

৭। আত্মতৃপ্তি:

নিজের কাজ নিজে করার মাঝে আমরা একটা আনন্দ খুঁজে পাই। আর তাই আপনার নিজের পোশাক তথা আপানার পুরো পরিবারের পোশাক যদি আপনিই তৈরী করে নিতে পারেন তার চেয়ে আত্মতৃপ্তির আর কি হতে পারে?

লিখা: হাবিবুন নাহার মিমি

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো: নিজের কাজ নিজে করুন।✅ জমি নিয়ে গুর...
26/05/2025

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো: নিজের কাজ নিজে করুন।

✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

✅ নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

✅ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

✅ সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

✅ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন।

প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি বা পরিবারের সদস্যদের জন্য সরকার কর্তৃক আর্থিক ক্ষতিপূরণ প...
25/05/2025

প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম।

সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি বা পরিবারের সদস্যদের জন্য সরকার কর্তৃক আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে।

দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে কারও মৃত্যু হলে আর্থিক সহায়তার পরিমাণ হবে এককালীন অন্যূন ৫ লাখ টাকা। দুর্ঘটনাকবলিত ব্যক্তির গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্যূন ৩ লাখ টাকা।

গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্যূন ৩ লাখ টাকা। গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্যূন ১ লাখ টাকা।

ক্ষতিপূরণ পাওয়ার জন্য দুর্ঘটনা ঘটার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা বিআরটিএ অফিসে জমা দিতে হবে। তদন্ত ও যাচাই প্রক্রিয়া শেষে গৃহীত আবেদন সঠিক পাওয়া গেলে সুপারিশ সহকারে ঢাকায় প্রেরণ করা হবে।

শেয়ার করুন। নিজে জানুন, অপরকে জানান।

25/05/2025

তৌহিদি জনতা ছাড়া ৩৬ জুলাই কখনো আসতো না।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের অবদান ছিল অবিস্মরণীয়। যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় তারা সামনে থেকে নেতৃত্ব দেয়, প্রতিরোধ গড়ে তোলে। শহীদ হয় প্রায় ৮০ জন মাদ্রাসাছাত্র। অথচ আজ তাদের ‘তৌহিদি জনতা’ বলে উপহাস করা হয়, ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলে।

কিন্তু সত্য এটাই—তাদের সাহস, আত্মত্যাগ আর অদম্য মনোভাব ছাড়া ৩৬ জুলাইয়ের মতো ঐতিহাসিক দিন কখনো সম্ভব হতো না। এই ছেলে গুলো রাজপথে যখন নামে তখন তারা মৃত্য কে ভয় পায় না। কারণ তারা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা।

তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ইতিহাস একদিন তাদের যথাযথ সম্মান ফিরিয়ে দেবে।

PUNAB

Address

Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when Habib Al amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib Al amin:

Share