Ahmed josim

27/06/2024
03/06/2024

আগামী ১৭ই জুন
রোজ সোমবার পবিত্র
ঈদ উল- আযহা।
আলহামদুলিল্লাহ❤

02/06/2024

সম্রাট আওরঙ্গজেবের
শেষ পরিণতি!

সম্রাট আওরঙ্গজেব টানা ৪৯ বছর ভারতবর্ষ শাসন করেছেন। তখন তাঁর সাম্রাজ্যের ছিল ৪০ লক্ষ বর্গ কিলোমিটার আয়তন। অর্থাৎ ভারতবর্ষের প্রায় সম্পূর্ণটাই ছিল তার রাজ্যের অন্তর্ভূক্ত। প্রজারা ছিল ১৫ কোটি ৮০ লাখের অধিক।

এসময় আওরাঙ্গজেবের রাজত্বে বছরে রাজস্ব আদায় করতেন ৪৫০ মিলিয়ন ইউ এস ডলার। তখন ফ্রান্সের সম্রাট ছিলেন চতুর্দশ লুই। লুইয়ের চেয়ে দশগুণ বেশি রাজস্ব আদায় বেশি আওরঙ্গজেবের রাজ্যে

সেসময় ভারতবর্ষের অর্থনীতি ছিল পৃথিবীর সবচেয়ে বড়। আওরঙ্গজেব ১৭০০ সালে ভারতবর্ষের অর্থনীতিকে ৯০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেন। ভারতবর্ষের জিডিপি ছিল পৃথিবীর জিডিপির চার ভাগের এক ভাগ।

১৭০৭ সালে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সম্রাট আওরঙ্গজেব নিজের ৮৮ বছর বয়সে একটা উইল তৈরি করেন।
অথচ মৃত্যুর পরে দেখা গেল তাঁর উইলে- ১৪ রুপি আর নিজ হাতে বোনা কিছু টুপি আছে। এগুলো বিক্রি করে নিজের জানাযা-দাফন ও অন্যান্য খরচ করতে বলেছেন। সম্রাট সারাজীবন কুরআন শরীফ নকল করে ৩০০ রূপি জমিয়েছেন। যা গরীবদের মধ্যে দান করে দিতে বলেন।

দরবার আর রাজকোষাগারে খবর নিয়ে জানা গেল- এই উইলের বাইরে সম্রাটের কোথাও কোনো সম্পদ নেই।

- সংগৃহীত

which team will champion.?
26/05/2024

which team will champion.?

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed josim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share