19/08/2025
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডকুমেন্টারি বলা হয় মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে তাঁর নির্মিত 'স্টপ জেনোসাইড'কে।
যার প্রতিটি সেকেন্ডে মিশে আছে একটি জাতির চিহ্ন। একটি জাতির অসীম ত্যাগের ইতিহাস।
জীবন থেকে নেয়া, কাচের দেয়াল, কখনো আসেনি, কিংবা বেহুলা'র মতো অসামান্য চলচ্চিত্রের জন্ম তাঁর হাতে।
তাঁর নির্মিত 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্র দেখার পর সত্যজিৎ রায় বলেছিলেন "এক এক অনন্য প্রতিভা, চলচ্চিত্রে এক নতুন যাত্রার সূচনা হলো। এক দুর্দান্ত প্রতিভাবান চলচ্চিত্রকারের মাইফলক।"
অস্কার মঞ্চে দাঁড়িয়ে যার উড়ানোর কথা ছিলো বাংলাদেশের পতাকা, দুহাত ভরে যার অস্কার, পাম ডি'অর, গোল্ডেন লায়ন কিংবা গোল্ডেন বিয়ার যার পাওয়ার কথা ছিলো, তাঁকে বাঁচতে দেয়নি অশুভ শক্তি।
যার হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র নতুন যাত্রার স্বপ্ন দেখেছিলো তাঁর আর সুযোগ হয়নি।
মাত্র ৩৭ বছরের জীবনে চলচ্চিত্র তো বটেই; 'হাজার বছর ধরে', 'আরেক ফাল্গুন' এর মতো উপন্যাস, 'সময়ের প্রয়োজনে'র মতো বিখ্যাত গল্পের জন্ম যার হাতে হয়েছিলো তাঁকে নিয়ে কি আর বলার অপেক্ষা রাখে!
মাত্র ৩৭ বছরের জীবনেই এই কিংবদন্তি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। তাঁর অভাব কখনোই পূরণ হয়নি বাংলাদেশে, হবার ও নয়।
আজ কিংবদন্তি জহির রায়হানের জন্মদিন।
বিনম্র শ্রদ্ধা জানাই তাঁর প্রতি।
©️