শব্দকথা—Shobdokotha

শব্দকথা—Shobdokotha 🎀সংবাদ ও বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন ইনবক্সে🎀 Bangladesh

কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে খাসি সেং কুটস্নেম উৎসবমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে আগামী ২২ নভেম্ব...
14/11/2025

কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে খাসি সেং কুটস্নেম উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে আগামী ২২ নভেম্বর আয়োজন করা হয়েছে খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব “খাসি সেং কুটস্নেম ২০২৫”। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই দিনব্যাপী আয়োজনে অংশ নেবেন বিভিন্ন পুঞ্জির খাসিয়া পরিবার, সাংস্কৃতিক দল ও স্থানীয় তরুণ–তরুণীরা।

খাসি সেং কুটস্নেম খাসিয়া সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবকে ঘিরে তারা নিজেদের ইতিহাস, পোশাক, নৃত্য, গান ও রীতিনীতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলে। মূলত ঐতিহ্যকে স্মরণ এবং জাতিগত বন্ধন শক্ত করার উদ্দেশ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানটিতে থাকছে—
✔︎ খাসিয়া ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা
✔︎ রংমেলা
✔︎ ঐতিহ্যবাহী নৃত্য “জিং শাদ”
✔︎ খাসি লোকগীতি ও বাদ্যযন্ত্র পরিবেশনা
✔︎ সেলফ–হেল্প গেমস ও লেহকাই
✔︎ লাকি কুপন ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন

এই উৎসব আয়োজন করছে খাসি সোশ্যাল কাউন্সিল (KSC)। আয়োজকরা জানান, খাসি সেং কুটস্নেম শুধু একটি উৎসব নয়, বরং খাসি জনগোষ্ঠীর পরিচয়, ঐতিহ্য ও সামাজিক সংহতির প্রতীক।

উৎসব এ অংশগ্রহণ করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন⤵️

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত— নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় দেশ সেরা পুরস্কার বিজয়ী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কৃতি শিশুশি...
14/11/2025

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত— নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় দেশ সেরা পুরস্কার বিজয়ী
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কৃতি শিশুশিল্পী 'শুভমিতা তালুকদার'। সে রবীন্দ্র সংগীতে প্রথম, নজরুল সংগীতে দ্বিতীয় এবং দেশাত্ববোধক গানে পঞ্চম স্থান অর্জন করেছে। মোট ৫ পয়েন্ট নিয়ে 'খ' গ্রুপে দেশ সেরার গৌরব অর্জন করেছে। অভিনন্দন ও শুভকামনা 'শুভমিতা তালুকদার'।

14/11/2025

নতুন কুঁড়ির বিজয়ীরা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে উৎফুল্ল....

14/11/2025

বিএনপির নে‘ত্রী নিপুণ রায়ের নেতৃত্বে নারীদের অধিকার আদায়ে মৌন মি‘ছিল

আজমিরীগঞ্জ জলসুখা প্রাইমারী স্কুলের ছাত্রীদের শ্লী*লতাহানির অভিযোগে শিক্ষক শম্ভু দেবনাথ কারাগারে।
14/11/2025

আজমিরীগঞ্জ জলসুখা প্রাইমারী স্কুলের ছাত্রীদের শ্লী*লতাহানির অভিযোগে শিক্ষক শম্ভু দেবনাথ কারাগারে।

ব্রাইট একাডেমির উদ্যোগে 'ব্রাইট স্কলারশিপ" এর আয়োজন স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রাইট একাডেমির উদ্...
13/11/2025

ব্রাইট একাডেমির উদ্যোগে 'ব্রাইট স্কলারশিপ" এর আয়োজন

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রাইট একাডেমির উদ্যোগে শিক্ষাবৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) মহসিন শপিং সেন্টারস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্রাইট শিক্ষাবৃত্তির আহবায়ক সম্রাট সূত্রধর এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, সৈয়দ নজরুল হাসান, কাউন্সিলর শাহ সালাউদ্দিন টিটু, ফয়সল রহমান, মশিউর রহমান, ইকবাল হোসেন, হাসবী সাঈদ চৌধুরী ও মো. লুৎফুর রহমান প্রমুখ।

শিক্ষাবৃত্তিতে তিনটি শ্রেণীর অংশগ্রহণের সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর এর মধ্যে টাউন হল রোডস্থ ব্রাইট একাডেমির অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পরবর্তী ধাপে ১৩ ডিসেম্বর (শনিবার) বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগের প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন, “ব্রাইট একাডেমির এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা সৃষ্টি করবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

13/11/2025

সাতছড়ি জাতীয় উদ্যানকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

#সাতছড়ি_জাতীয়_উদ্যান #প্রকৃতি #পরিবেশ #বাংলাররূপ #শব্দকথা_ট্যুরিজম #শব্দকথা #চুনারুঘাট #হবিগঞ্জ

সিলেট নগরের সড়ক ও ফুটপাতে ফের ফিরতে শুরু করেছেন হকাররা। বিশেষত সন্ধ্যার পর বিভিন্ন সড়কে পণ্য নিয়ে বসতে দেখা যায় তাদের।ছব...
13/11/2025

সিলেট নগরের সড়ক ও ফুটপাতে ফের ফিরতে শুরু করেছেন হকাররা। বিশেষত সন্ধ্যার পর বিভিন্ন সড়কে পণ্য নিয়ে বসতে দেখা যায় তাদের।
ছবিগুলো আজ জিন্দাবাজার এলাকার।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহাম্মদ শফিকুল ইসলামের সাথে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা।
13/11/2025

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহাম্মদ শফিকুল ইসলামের সাথে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা।

13/11/2025

ঢাবির বাতাসে বাতাসে শিবির শিবির স্লো:গান....

13/11/2025

রাজধানীতে আওয়ামী লীগের খুঁজ নেই...

13/11/2025

রাজধানীর কারওয়ান বাজারে রিকশায় ক/ক:টে:ল নি/স্ক্রিয় করলো ডিএমপি স্পেশাল ইউনিট

#সংবাদ #আওয়ামী_লীগ #শব্দকথা

Address

Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when শব্দকথা—Shobdokotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দকথা—Shobdokotha:

Share