22/09/2025
তাহসান গান-বাজনা ছেড়ে দিচ্ছেন-
দাঁড়ি রেখে নাচানাচি করে গান গাইতে ভালো লাগে না, মেয়ে বড় হয়েছে- এই টাইপ কথা বলেছেন।
এখন পুরা নেটিজেনরা (তাহসানকে ধুয়ে দিচ্ছেন)। এতদিন গান বাজনা করে এখন গান-বাজনা হারাম এই জাতীয় বক্তব্য দিয়েছেন কি?- তাহসান কিন্তু কোথাও বলেন নাই- মিডিয়া ছেড়ে দেব। নেচে নেচে গান গাইতে ভালো লাগে না বলেছেন। কনসার্ট করবেন না, মিউজিক ক্যারিয়ার গুটিয়ে নেবেন, কিন্তু টিভি শো ছেড়ে দেবেন বলেছেন কি? হয়তো অনেক টিভি প্রগ্রাম করবেন- কিংবা মক্কা গিয়ে হজ করে আসবেন- যেইটাই বলেন না কেন- একজন মানুষ হিসেবে তিনি যেকোনো কিছু বলতে বা করতে পারেন- এটা তার বেসিক রাইট।
সম্প্রতি একজন নায়ককে দেখলাম টিভি মিডিয়া ছেড়ে দিয়েছেন- পূর্ণাঙ্গ ইসলামিক জীবন যাপন করছেন। তাকেও নেটিজেনরা ধুয়ে দিয়েছেন।
মানুষের কোন মোমেন্টে এসে কী করতে ইচ্ছা করবে, বা পাবলিকরা কী করবেন- সেটি কী অতি প্রগতিশীল তথা প্রতিক্রিয়াশীলদের জিজ্ঞাসা করে করবেন? মানুষের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা চাওয়া পাওয়া কিছু থাকবেন না...
তাহসান কনসার্ট করবেন না, নেচে গান গাইতে ভালো লাগে না বলে- তার বিচি নাই, তার চরিত্র কেমন সব উদ্ধার করে ফেলতেছেন- এই তাহসান যখন ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন- যেই প্রতিষ্ঠান কোটি কোটি টাকা মেরে দিয়েছে মানুষের তখন নসিয়ত দেন নাই কেন?
তাহসানের দিনের পর দিন বিজ্ঞাপণ দেখেই তো মানুষ ইভ্যালিতে গেছে- আর সর্বস্ব খুইয়েছে- তাহলে তখন আপনারা একটা কথা বলেন নাই কেন। একটা লোক জালিয়াতদের দোসর হইলে আপনাদের তথা প্রগত্তিশীলদের বালডাও ছেড়ে না, দাড়ি রাখছে- কনসার্ট করবে না চুলকানি শুরু হয়ে গেছে।
নানীর তরকারি জায়গায় জায়গায় ঝাল- চরিত্রটা বাদ দেন... এই দেশে অতি ধার্মিকদেরও দেখছি- বোনরে সম্পত্তি দেয় না, এতিমের হক মেরে খায়, অতি প্রগতিশীলদেরও দেখছি- গার্লফ্রেন্ডের বাপরে দেখাইতে জুম্মাবারে মসজিদে যায়... পকেটে মেসওয়াক নিয়া ঘুরে... আগাগোড়া একটা ভণ্ড নেটিজেন জাতি...
—সংগৃহীত