শব্দকথা—Shobdokotha

শব্দকথা—Shobdokotha Bangladesh

শব্দকথা24.com একটি সংবাদমাধ্যম। পাশাপাশি আমরা গুরুত্ব সহকারে বিনোদন, সাহিত্য, সংস্কৃতি, ফিচার ও সাক্ষাৎকার প্রকাশ করে থাকি। লেখা প্রকাশের জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।

27/09/2025

ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে মা/দ/কা/সক্ত, পাগল, ভবঘুরে মুক্ত উচ্ছেদ অভিযান

শরৎ এলে প্রকৃতি মনোরম শ্বেতশুভ্র স্নিগ্ধ কাশফুলের নান্দনিক সৌন্দর্যে উদ্ভাসিত হয়৷ নদীর তীরে কাশবনের অপরূপ শোভা দেখা যায়৷...
27/09/2025

শরৎ এলে প্রকৃতি মনোরম শ্বেতশুভ্র স্নিগ্ধ কাশফুলের নান্দনিক সৌন্দর্যে উদ্ভাসিত হয়৷ নদীর তীরে কাশবনের অপরূপ শোভা দেখা যায়৷ বিনোদনে ও ভ্রমণে কাশফুল অন্যতম অনুষঙ্গ হয়ে ঘুরেফিরে এসেছে৷

হারানো বিজ্ঞপ্তি 🥲হবিগঞ্জ জেলার রাজনগর এলাকার বাসিন্দা সৌরভ নামের একটি ছেলে জুম্মার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসেন...
26/09/2025

হারানো বিজ্ঞপ্তি 🥲

হবিগঞ্জ জেলার রাজনগর এলাকার বাসিন্দা সৌরভ নামের একটি ছেলে জুম্মার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন বা কোনো তথ্য পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—
📞 মোবাইল: ০১৭১৫৯৭৪১৯৪

বা‌নিয়াচং‌য়ে বজ্রপা‌তে এক যুবক নিহত!হ‌বিগ‌ঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের হলদারপুর গ্রা‌মের ওয়াহিদ মিয়ার মেয়ে...
26/09/2025

বা‌নিয়াচং‌য়ে বজ্রপা‌তে এক যুবক নিহত!
হ‌বিগ‌ঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের হলদারপুর গ্রা‌মের ওয়াহিদ মিয়ার মেয়ের জামাই মোঃ হারিছ মিয়া আজ সন্ধ্যায় হলদারপুর চরের বিলের পাশে বজ্রপাতে ঘটনাস্থ‌লেই মৃত্যুবরণ কর‌ছে বলে জানা যায়।

হবিগঞ্জ শহরের আমীর চান কমপ্লেক্সের সামনের রাস্তায় স্ট্রোক করে মারা যায় এই যুবক। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
25/09/2025

হবিগঞ্জ শহরের আমীর চান কমপ্লেক্সের সামনের রাস্তায় স্ট্রোক করে মারা যায় এই যুবক। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

24/09/2025

♥️♥️

হবিগঞ্জ শহরের বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ কালো কালি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই স্থানগুলোতে নতুন...
24/09/2025

হবিগঞ্জ শহরের বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ কালো কালি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই স্থানগুলোতে নতুন করে লেখা হয়েছে ‘জয় বাংলা’ ও ‘আবু জাহির এমপি’।

কে বা কারা এই কাজ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হঠাৎ এ ধরনের ঘটনার কারণে শহরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই হয়তো এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

24/09/2025

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যৌথবাহিনীর অভিযান শেষে ৩জন গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইনজুরির কারনে ভারতের বিপক্ষে খেলছে না লিটন। দলকে নেতৃত্ব দেবে জাকের আলী।
24/09/2025

ইনজুরির কারনে ভারতের বিপক্ষে খেলছে না লিটন। দলকে নেতৃত্ব দেবে জাকের আলী।

দুই শিশুসহ ৩জনের মরদেহ উদ্ধার! মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদ...
24/09/2025

দুই শিশুসহ ৩জনের মরদেহ উদ্ধার!

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

শ্রীমঙ্গলে উদ্ধার হয়েছে বিশাল আকৃতির অজগর সাপ!
23/09/2025

শ্রীমঙ্গলে উদ্ধার হয়েছে বিশাল আকৃতির অজগর সাপ!

তাহসান গান-বাজনা ছেড়ে দিচ্ছেন- দাঁড়ি রেখে নাচানাচি করে গান গাইতে ভালো লাগে না, মেয়ে বড় হয়েছে- এই টাইপ কথা বলেছেন। এখন পু...
22/09/2025

তাহসান গান-বাজনা ছেড়ে দিচ্ছেন-
দাঁড়ি রেখে নাচানাচি করে গান গাইতে ভালো লাগে না, মেয়ে বড় হয়েছে- এই টাইপ কথা বলেছেন।
এখন পুরা নেটিজেনরা (তাহসানকে ধুয়ে দিচ্ছেন)। এতদিন গান বাজনা করে এখন গান-বাজনা হারাম এই জাতীয় বক্তব্য দিয়েছেন কি?- তাহসান কিন্তু কোথাও বলেন নাই- মিডিয়া ছেড়ে দেব। নেচে নেচে গান গাইতে ভালো লাগে না বলেছেন। কনসার্ট করবেন না, মিউজিক ক্যারিয়ার গুটিয়ে নেবেন, কিন্তু টিভি শো ছেড়ে দেবেন বলেছেন কি? হয়তো অনেক টিভি প্রগ্রাম করবেন- কিংবা মক্কা গিয়ে হজ করে আসবেন- যেইটাই বলেন না কেন- একজন মানুষ হিসেবে তিনি যেকোনো কিছু বলতে বা করতে পারেন- এটা তার বেসিক রাইট।
সম্প্রতি একজন নায়ককে দেখলাম টিভি মিডিয়া ছেড়ে দিয়েছেন- পূর্ণাঙ্গ ইসলামিক জীবন যাপন করছেন। তাকেও নেটিজেনরা ধুয়ে দিয়েছেন।
মানুষের কোন মোমেন্টে এসে কী করতে ইচ্ছা করবে, বা পাবলিকরা কী করবেন- সেটি কী অতি প্রগতিশীল তথা প্রতিক্রিয়াশীলদের জিজ্ঞাসা করে করবেন? মানুষের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা চাওয়া পাওয়া কিছু থাকবেন না...
তাহসান কনসার্ট করবেন না, নেচে গান গাইতে ভালো লাগে না বলে- তার বিচি নাই, তার চরিত্র কেমন সব উদ্ধার করে ফেলতেছেন- এই তাহসান যখন ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন- যেই প্রতিষ্ঠান কোটি কোটি টাকা মেরে দিয়েছে মানুষের তখন নসিয়ত দেন নাই কেন?
তাহসানের দিনের পর দিন বিজ্ঞাপণ দেখেই তো মানুষ ইভ্যালিতে গেছে- আর সর্বস্ব খুইয়েছে- তাহলে তখন আপনারা একটা কথা বলেন নাই কেন। একটা লোক জালিয়াতদের দোসর হইলে আপনাদের তথা প্রগত্তিশীলদের বালডাও ছেড়ে না, দাড়ি রাখছে- কনসার্ট করবে না চুলকানি শুরু হয়ে গেছে।
নানীর তরকারি জায়গায় জায়গায় ঝাল- চরিত্রটা বাদ দেন... এই দেশে অতি ধার্মিকদেরও দেখছি- বোনরে সম্পত্তি দেয় না, এতিমের হক মেরে খায়, অতি প্রগতিশীলদেরও দেখছি- গার্লফ্রেন্ডের বাপরে দেখাইতে জুম্মাবারে মসজিদে যায়... পকেটে মেসওয়াক নিয়া ঘুরে... আগাগোড়া একটা ভণ্ড নেটিজেন জাতি...
—সংগৃহীত

Address

Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when শব্দকথা—Shobdokotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দকথা—Shobdokotha:

Share