14/11/2025
কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে খাসি সেং কুটস্নেম উৎসব
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে আগামী ২২ নভেম্বর আয়োজন করা হয়েছে খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব “খাসি সেং কুটস্নেম ২০২৫”। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই দিনব্যাপী আয়োজনে অংশ নেবেন বিভিন্ন পুঞ্জির খাসিয়া পরিবার, সাংস্কৃতিক দল ও স্থানীয় তরুণ–তরুণীরা।
খাসি সেং কুটস্নেম খাসিয়া সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবকে ঘিরে তারা নিজেদের ইতিহাস, পোশাক, নৃত্য, গান ও রীতিনীতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলে। মূলত ঐতিহ্যকে স্মরণ এবং জাতিগত বন্ধন শক্ত করার উদ্দেশ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানটিতে থাকছে—
✔︎ খাসিয়া ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা
✔︎ রংমেলা
✔︎ ঐতিহ্যবাহী নৃত্য “জিং শাদ”
✔︎ খাসি লোকগীতি ও বাদ্যযন্ত্র পরিবেশনা
✔︎ সেলফ–হেল্প গেমস ও লেহকাই
✔︎ লাকি কুপন ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন
এই উৎসব আয়োজন করছে খাসি সোশ্যাল কাউন্সিল (KSC)। আয়োজকরা জানান, খাসি সেং কুটস্নেম শুধু একটি উৎসব নয়, বরং খাসি জনগোষ্ঠীর পরিচয়, ঐতিহ্য ও সামাজিক সংহতির প্রতীক।
উৎসব এ অংশগ্রহণ করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন⤵️