শব্দকথা—Shobdokotha

শব্দকথা—Shobdokotha Bangladesh

শব্দকথা24.com একটি সংবাদমাধ্যম। পাশাপাশি আমরা গুরুত্ব সহকারে বিনোদন, সাহিত্য, সংস্কৃতি, ফিচার ও সাক্ষাৎকার প্রকাশ করে থাকি। লেখা প্রকাশের জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।

23/07/2025

মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে

আওয়ামী লীগের এক সময়ের ঘাঁটি গোপালগঞ্জ খ্যাত  হবিগঞ্জে আগামীকাল আসবেন উদীয়মান জননেতা, এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় ...
23/07/2025

আওয়ামী লীগের এক সময়ের ঘাঁটি গোপালগঞ্জ খ্যাত হবিগঞ্জে আগামীকাল আসবেন উদীয়মান জননেতা, এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানা যায়, এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বাংলা একাডেমি পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ৯৯তম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠানআজ ৮ই শ্রাবণ ১৪৩২/২৩শে জুলাই ২০২৫ বুধবা...
23/07/2025

বাংলা একাডেমি পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ৯৯তম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠান

আজ ৮ই শ্রাবণ ১৪৩২/২৩শে জুলাই ২০২৫ বুধবার সকাল ১১:০০টায় বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে একাডেমি পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ৯৯তম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা এবং জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জি. এম. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ উপবিভাগের উপপরিচালক মোসাম্মৎ শামীমা আক্তার।
অনুষ্ঠানে ১৫৬ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

বার্ন ইউনিটের সাহসী যোদ্ধা: হবিগঞ্জের ডা. তমালিকা দেব তিথিঅগ্নিদগ্ধ শিশুদের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে চলেছেন সময়ের ...
23/07/2025

বার্ন ইউনিটের সাহসী যোদ্ধা: হবিগঞ্জের ডা. তমালিকা দেব তিথি

অগ্নিদগ্ধ শিশুদের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে চলেছেন সময়ের সাহসী যোদ্ধা ডা. তমালিকা দেব তিথি।

গত ২১ জুলাই দুপুরে ঢাকার চানখারপুলের বার্ন ইউনিটে ভর্তি হন উত্তরা মাইলস্টোন কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৭০ জন শিশু। সেই মুহূর্ত থেকেই তাদের সেবায় দিনরাত এক করে কাজ করছেন ডা. তিথি। বলতে গেলে, খাওয়া, বিশ্রাম কিংবা নিজের ব্যক্তিগত প্রয়োজনের সবকিছু উপেক্ষা করে তিনি প্রতিটি শিশুর প্রাণ বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

ডা. তমালিকা দেব তিথি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের গর্বিত সন্তান। তিনি গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা হলিক্রস কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে পাঁচ বছর মেয়াদী এমএস কোর্সে অধ্যয়নরত।

মানবসেবায় তাঁর এই আত্মনিবেদিত ভূমিকা সত্যিই অনুকরণীয়। তাঁর মতো চিকিৎসকদের আত্মত্যাগেই এখনও জেগে আছে মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর আশার আলো।

বিয়ে হয়েছিলো মাত্র কদিন আগে। ২১ তারিখ ছিলো পাইলট তৌকিরের শেষ প্রশিক্ষণ ফ্লাইট। স্ত্রীকে বলেছিলেন, আজ ফ্লাইট শেষ করে দ্রু...
23/07/2025

বিয়ে হয়েছিলো মাত্র কদিন আগে। ২১ তারিখ ছিলো পাইলট তৌকিরের শেষ প্রশিক্ষণ ফ্লাইট। স্ত্রীকে বলেছিলেন, আজ ফ্লাইট শেষ করে দ্রুতই বাসায় ফিরবেন। কিন্তু তা আর হলো না। বিমান দুর্ঘটনায় ফিরলেন লা*শ হয়ে। পাইলট তৌকিরকে হারানোর অন্তহীন ব্যথা নিয়েই স্ত্রী, বাবা, মা পুরো পরিবারকে আজীবন হয়তো থাকতে হবে।

হবিগঞ্জে বিশিষ্ট আইনজীবী , রাজনীতিবিদ , ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহম...
23/07/2025

হবিগঞ্জে বিশিষ্ট আইনজীবী , রাজনীতিবিদ , ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহমদ

হবিগঞ্জে বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ , ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহমদ এর ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফ প্রাঙ্গনে নিজ বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে। কর্মসূচী মধ্যে দরবার শরীফে মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিশিষ্ট আইনজীবী , রাজনীতিবিদ , ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এডভোকেট আফছর আহমদ ১৯৯৪ সালে ১১ মে হবিগঞ্জ পৌর শহরে রাজনগর মাস্টার কোয়ার্টার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন । মৃত্যু কালে তিনি সহধর্মিণী, ২ ছেলে ও ৩ মেয়ে, নাত- নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয় মাওলানা ভাসানী ন্যাপ দিয়ে । পরবর্তী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল – বিএনপিতে যোগদান করেন এবং হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । সেই সময় তিনি জাতীয়তাবাদী বিএনপি দল থেকে ধানের শীষ নিয়ে চুনারুঘাট ও বাহুবল থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন ।

চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রাজ তার ফেসবুক পেইজে লিখেছেন, "শাওনকে না পেলে এতো বড় বিখ্যাত হতে পারতেন না হুমায়ুন আহমেদ।"...
23/07/2025

চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রাজ তার ফেসবুক পেইজে লিখেছেন, "শাওনকে না পেলে এতো বড় বিখ্যাত হতে পারতেন না হুমায়ুন আহমেদ।" প্রিয় পাঠক আপনাদের মতামত কী?

জেলার প্রাচীন সাহিত্য সংগঠন "হবিগঞ্জ সাহিত্য পরিষদ" এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
22/07/2025

জেলার প্রাচীন সাহিত্য সংগঠন "হবিগঞ্জ সাহিত্য পরিষদ" এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে শিক্ষার্থীদের বই-খাতা জুতা।ছবি: আল সাদি, (২২ জুলাই) মঙ্গলব...
22/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে শিক্ষার্থীদের বই-খাতা জুতা।

ছবি: আল সাদি, (২২ জুলাই) মঙ্গলবার

জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ, মফিজ উদ্দীন চৌধুরী দাখিল মাদ্রাসা ও হিফ্জ বিভাগের উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান...
22/07/2025

জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ, মফিজ উদ্দীন চৌধুরী দাখিল মাদ্রাসা ও হিফ্জ বিভাগের উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশ্যে খতমে কুরআন, খতমে শিফা, মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের অধ্যক্ষ রামিম ইমাম, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য রাষ্ট্রের কাছে আহবান জানিয়েছেন।

নিজের ৮০% দ*গ্ধ শরীর নিয়ে ২০ জন শিশুকে বাঁচিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনিও এইমাত্র না ফেরার দেশে চলে গেলেন৷
21/07/2025

নিজের ৮০% দ*গ্ধ শরীর নিয়ে ২০ জন শিশুকে বাঁচিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনিও এইমাত্র না ফেরার দেশে চলে গেলেন৷

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বি/ধ্ব/স্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মা/রা গেছেন।একটা...
21/07/2025

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বি/ধ্ব/স্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মা/রা গেছেন।

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

-ইলিয়াস হোসাইন, প্রবাসী সাংবাদিক

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শব্দকথা—Shobdokotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দকথা—Shobdokotha:

Share