Tufazzul

Tufazzul দেশ থেকে কালো শক্তি দূর হউক
দেশের নাগরিক আলোকিত....
(7)

লাস্ট ২৮ দিনে ❤️❤️আপনাদের ভালোবাসা ❤️
12/09/2025

লাস্ট ২৮ দিনে ❤️❤️আপনাদের ভালোবাসা ❤️

বিকাল বেলা❤️
12/09/2025

বিকাল বেলা❤️

লস প্রজেক্ট পাম্পে তেল তুলতে গিয়ে পাম্পের লোক বললো ভাই গাড়ি সাইড করেন, আমি বললাম কি সমস্যা ভাই, পাম্পের লোক বললো টাকা টা...
12/09/2025

লস প্রজেক্ট
পাম্পে তেল তুলতে গিয়ে পাম্পের লোক বললো ভাই গাড়ি সাইড করেন, আমি বললাম কি সমস্যা ভাই, পাম্পের লোক বললো টাকা টা নকল। আমি অবাক হয়ে বললাম নকল মানে ভালো করে দেখেন, পাম্পের লোক বললো আপনি দেখেন, আমি টাকা টা ভালোভাবে দেখছিলাম আর ভাবছিলাম এই টাকা টা দিলো কে আমাকে। পরে পাম্প এর লোক টাকা টা নিয়ে পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র করে দিল।

এই জাল টাকা যারা বানাচ্ছে আর যারা সাপ্লাই দিচ্ছে তাদেরকে ধরে পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র করে আইনের হাতে তুলে দিতে হবে , আজ আমার ১০০০ টাকায় লস।

সুনামগঞ্জের মানুষদের কে সাবধান থাকার অনুরোধ কারণ রাতে মাঝে মাঝেই দেখা যাচ্ছে এখনতথ্য সংগ্রহীত ✅
12/09/2025

সুনামগঞ্জের মানুষদের কে সাবধান থাকার অনুরোধ কারণ রাতে মাঝে মাঝেই দেখা যাচ্ছে এখন
তথ্য সংগ্রহীত ✅

ভালো লাগলো ❤️‍🔥ডাকসুর সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম..এমনকি কা-ন্না ভেজা চোখে তারা ...
11/09/2025

ভালো লাগলো ❤️‍🔥
ডাকসুর সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম..এমনকি কা-ন্না ভেজা চোখে তারা নূর ভাইয়ের জন্য দোয়াও করেন..

এই রকম রাজনৈতিক সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সারা দেশে 🙂

আহারে  বেচারা💔💔পিতার ২য় বিয়ে নিয়ে ছেলের সাথে ঝ-গ-ড়া..বাবার ছু-রি-কা-ঘা-তে প্রাণ গেল ছেলের..চট্টগ্রামের মিরসরাইয়ে পিতার হ...
11/09/2025

আহারে বেচারা💔💔
পিতার ২য় বিয়ে নিয়ে ছেলের সাথে ঝ-গ-ড়া..বাবার ছু-রি-কা-ঘা-তে প্রাণ গেল ছেলের..

চট্টগ্রামের মিরসরাইয়ে পিতার হাতে একমাত্র ছেলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ ছু-রি-কা-ঘা-তে নি-হ-ত হয়..আজকে মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের শেখ আকনের বাড়িতে এই ঘটনা ঘটে..একমাত্র ছেলেকে হারিয়ে মা ও খালা গভীর শো-কে আচ্ছন্ন হয়ে পড়ে 🙂

হে আল্লাহগ্ৰামে গ্ৰামে ভিক্ষা করে ফেরার পথে ভিক্ষুকের মৃত্যুআল্লাহ উনাকে জান্নাত নসিব করুন আমিন.. 😭🤲
09/09/2025

হে আল্লাহ
গ্ৰামে গ্ৰামে ভিক্ষা করে ফেরার পথে ভিক্ষুকের মৃত্যু
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন আমিন.. 😭🤲

09/09/2025

আবিদ নাকি সাদিক

পোস্ট নং ১৪কুমিল্লায়..মা-মেয়ের রহস্য জনক মৃ-ত্যু..মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিন্তি..তার ৩য় বর্ষের শেষ সেমিস্ট...
09/09/2025

পোস্ট নং ১৪

কুমিল্লায়..মা-মেয়ের রহস্য জনক মৃ-ত্যু..

মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিন্তি..তার ৩য় বর্ষের শেষ সেমিস্টার পরীক্ষা ছিল আজ..
গতরাতে কুমিল্লা নগরীর কালিয়াজড়ির একটি ভাড়া বাসায় মাসহ খু-ন হন এই শিক্ষার্থী..
ডাবল মা-র্ডা-র নিয়ে সৃষ্টি হচ্ছে নানা রহস্য..
বাড়িটির ২য় তলার ১টি ফ্লাটে ভাড়া থাকতেন এই পরিবারটি..

তারা ছাড়া ভবনে আর কেউ বসবাস করতো না..
সুমাইয়া আফরিন রিন্তি(২৩) ও তার মা তাহমিনা বেগম ফাতেমা(৫২) নি-হ-তে-র ঘটনায় একজন ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় ডুকতে এবং বের হয়ে যেতে..পুলিশ তাকে খুঁজছে..

সে সকাল ৮.০৮মিনিটে বাড়িতে ঢুকে এরপর ১১.৩৪ এ বের হয়ে আবার বাড়িটিতে প্রবেশ করে..কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত তাকে আর বের হতে দেখা যায়নি..এরপর সিসিটিভি ব-ন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ 🙂

বাংলাদেশ বিশ্বকে শিখিয়েছেকিছুক্ষণ আগে নেপাল পার্লামেন্টের দ-খ-ল নিলো ছাত্র-জনতা..বাংলাদেশের বা-রু-দ ছড়িয়ে পরেছে বিশ্বজুড়...
08/09/2025

বাংলাদেশ বিশ্বকে শিখিয়েছে
কিছুক্ষণ আগে নেপাল পার্লামেন্টের দ-খ-ল নিলো ছাত্র-জনতা..বাংলাদেশের বা-রু-দ ছড়িয়ে পরেছে বিশ্বজুড়ে 🙂

পোস্ট নাম্বার ১৩আপনে কিছু লিখা থাকলে পাঠান পেইজ এ পোস্ট করবোএকটা মানুষ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে।প্রতিষ্ঠিত হওয়া...
08/09/2025

পোস্ট নাম্বার ১৩
আপনে কিছু লিখা থাকলে পাঠান পেইজ এ পোস্ট করবো
একটা মানুষ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে।

প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা আমার জন্য বউ দেখা শুরু করে, অনেক বোঝালাম কিন্তু কোন লাভ হয়নি।

সিদ্ধান্ত নিলাম বাসা থেকে বেরিয়ে যাব, তখন বাবা বল্লেন,
আমি তোকে জন্ম দিয়েছি, ৩০ টা বছর খাইয়ে পরিয়ে বড় করেছি আর তুই একটা মেয়ের জন্য আমাদের ছেড়ে যাবি।

আমি নরম স্বরে বল্লাম, বাবা আমি তোমার একমাত্র সন্তান, তুমি বাবা হিসেবে এটা তোমার দায়িত্ব ছিলো, আমিও সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করবো, কিন্তু যেই মানুষটা দীর্ঘ সাতটা বছর আমার জন্য অপেক্ষা করেছে, অনেক ভালো ভালো বিয়ের ঘর ফিরিয়ে দিয়েছে সেই মানুষটাকে আমি ফিরিয়ে দিতে পারবো না।
আমায় মাফ করে দিও।

আলহামদুলিল্লাহ গত মাসে আমার বিয়ে হয় অপেক্ষায় থাকা মানুষটার সাথেই 🌸

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tufazzul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share