Light Of Islam

Light Of Islam ‘শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না’ (সুরা আরাফ : আয়াত ৫৬)

20/08/2025

. ইসলাম ও পরিবেশ সচেতনতা
🌱 পৃথিবী রক্ষা করা মুসলমানের দায়িত্ব।
হাদিসে এসেছে: “কিয়ামতের দিন উপস্থিত হলেও যদি তোমার হাতে একটি খেজুরের চারা থাকে, তবে সেটি রোপণ করো।” (মুসলিম) #ইসলাম #ইসলামেরআলো সবাই ফলো দিয়েন

নতুন পেইজ সবার সাপোর্ট আশা করছি।
19/08/2025

নতুন পেইজ সবার সাপোর্ট আশা করছি।

13/11/2024

👉সংখ্যাগরিষ্ঠতা ও জনপ্রিয়তার বিচারে বাংলাদেশে উলামা ও ইসলামপন্থিদের তুলনা অন্য কোনো গোষ্ঠীর সাথে করা সম্ভব নয়। কিন্তু যখনই সামাজিক ও রাজনৈতিক প্রভাবের প্রশ্ন আসে, কেন জানি ইসলামপন্থিরা বরাবরই ‘অন্যদের’ কাছে হেরে যান!

প্রবাদসম জনপ্রিয়তা থাকার পরও উলামা ও ইসলামপন্থিরা এ দেশের সমাজ ও রাজনীতির মূল প্রভাবক বা নিয়ন্তা নন। বাংলাদেশের সৃষ্টি এবং পরবর্তী পথচলা প্রসঙ্গে যে ‘বয়ান’ আছে, তা শতভাগ সেক্যুলারদের তৈরি করা; এবং এর বড় অংশ মিথ্যা ও একপেশে। তবুও দেশের ইসলামপন্থিরা এই ‘সেক্যুলার বাংলাদেশের গল্প’র ভেতরে নিজেদেরকে ‘ফিট’ করার অবিরাম চেষ্টা করেন। কিন্তু তা সফল হয় না। কারণ, অন্যের ঘরে আপনি আপনার বিছানা কীভাবে পাতাবেন?

বাংলাদেশ সেক্যুলারদের দেশ নয়; কোনোকালেই ছিল না। কিন্তু গুটিকয়েক মানুষের তৈরি করা মিথ্যা বয়ানের কারণে বাংলাদেশের গল্পকে ‘সেক্যুলার গল্প’ হিসেবে দেখানো হয়। পুরো বিশ্বে বাংলাদেশের মুসলমানদেরকে সেক্যুলারদের তৈরি করা বয়ানের আলোকেই বিচার করা হয়। এটি ভাঙ্গা জরুরি৷ নিজেদের বয়ান, নিজেদের গল্প তৈরি করা জরুরি। কারণ যে গল্প বলে, সে-ই সমাজকে শাসন করে।

দেশে এত এত ‘ইসলামী সমাবেশ’ হয়। আশা করি, এইসব জনসমুদ্র থেকে অন্তত কিছু মানুষ বের হবে। সেক্যুলারদের মিথ্যা গল্প ভেঙ্গে তাঁরা ইসলাম ও মুসলমানদের গল্প নির্মাণ করবে। বিশ্ব বাংলাদেশকে সেক্যুলারদের মিথ্যা বয়ান দিয়ে বিচার করবে না। বরং মুসলমানদের তৈরি করা গল্প-ই হবে আগামীর বাংলাদেশের গল্প।

26/08/2024

#ফুলতলী

24/08/2024

‘উজান থেকে নেমে আসা ঢল!’— দালালের দল! উজান থেকে নেমে আসা ঢল আবার কী রে? তোদের বাবারা কোনরকম পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে আমার দেশের মানুষ মারছে অথচ এমন ক্রান্তিলগ্নেও তোদের দালালি অব্যাহত!

এ দেশের মিডিয়ায় ভারতীয় দালালদের অবস্থান বেশ পুরনো এবং শক্ত। সময় এসেছে এইসব মগজ বিকিয়ে দেয়া দালাল মিডিয়াগুলো চিহ্নিত করে বানের জলে ভাসিয়ে দেয়ার।

একটি তালিকা তৈরি করা হোক। মানুষ জেগে উঠেছে। এদের প্রতিহত করার এখনই সময়।

24/08/2024

‘গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচিত সরকারই উত্তম’ কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তবতা ভীন্ন। যারাই এ দেশের ক্ষমতায় এসেছে, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। ‘নির্বাচিত সরকার’ কথাটা শুনলেই আমার ভয় করে। যে দলই ক্ষমতায় আসে, সেটি কেবল একটা দলের সরকার হয়ে ওঠে। সাধারণ জনগণের সরকার হয়ে উঠে না। দেশের বড় দুই রাজনৈতিক দলই মুদ্রার এপিঠ ওপিঠ। যদিও শেখ হাসিনার সরকার জুলুমের এক নিকৃষ্ট ইতিহাস রেখে বিদায় হয়েছে।

রাষ্ট্রনীতি বা রাজনীতি অতো বুঝি না। তবে বড় হবার পর থেকেই দেখছি, এক চোর যায় আর আরেক চোর আসে। সেদিন পত্রিকায় দেখলাম আগে যেখানে চাঁদাবাজি করতো আওয়ামী লীগ, সেই জায়গাটা এখন দখলে নিয়েছে বিএনপি। মোট কথা এই দেশে নির্বাচিত দলীয় সরকার বলতে আমি একটা চোরের গোষ্ঠী বুঝি। কেউ একটু কম চুরি করে আর কেউ বেশি, এই যা তফাৎ।

দেশের প্রায় সবগুলো ডিপার্টমেন্টই ধ্বংস হয়ে গেছে। আগা থেকে গোড়া পর্যন্ত রাষ্ট্রের সংস্কার দরকার। কেউ যদি বলে যে নির্বাচন হোক, নির্বাচিত সরকার এসে সেইসব সংস্কার করবে, আমার কাছে তা এক নির্দয় মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্রের উল্লেখযোগ্য সংস্কারগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই করে যেতে হবে। যখনই বন্যা হয়, নদী খনন থেকে শুরু করে বন্যা মোকাবেলায় কী কী করণীয় তা নিয়ে টক শো গরম হয়। বিস্তর আলোচনা হয়। বন্যা শেষ, ব্যস, যেই লাউ সেই কদু। এইভাবে আর কত? আর কত সহস্র মানুষ ভেসে যাবে বানের জলে! বন্যা মোকাবেলায় যা যা করণীয়, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তার সবটুকু করুক। ভারত যা করছে, আন্তর্জাতিক আইনে তা অপরাধ। এ ক্ষেত্রে যা যা করণীয় সরকার তা করুক। মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে এর প্রতিবাদ করুক। আমাদের মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতিই ভারতের বাড়াবাড়ির অন্যতম প্রধান কারণ। নদীখননসহ অন্যান্য আরও যা কিছু করা দরকার, সব কিছুই সম্পন্ন হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তাতে যত বছর সময় লাগে লাগুক। আমরা আর ভাসতে চাই না। চোখের সামনে ভেসে যাচ্ছে সন্তান, মা বাবা ভাই বোন, এমন করুণ দৃশ্য আমরা আর দেখতে চাই না।

তারপর না হয় নির্বাচন হবে, আমরা আবার চলে যাবো কোন ‘নির্বাচিত চোরের’ অধীনে। যেহেতু গণতান্ত্রিক দেশ, নির্বাচন তো হতেই হবে!

লেখক:কবি মুজাহিদুল ইসলাম (বুলবুল) Mujahid Bulbul

Address

Lakhai Upazila
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share