Bagnla Golpo - MRFI

Bagnla Golpo - MRFI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bagnla Golpo - MRFI, Digital creator, Habiganj.

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফু...
04/10/2024

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

-☺wife:-শুনছো আমার হা'র্ড'টা না খুব ব্যথা করছে! একটু উঠবে?-😎Husband:-ধুর!! এতো রাতে রাত জেগে কি বলো এগুলো? শুয়ে পড়ো😡! কট...
04/10/2024

-☺wife:-শুনছো আমার হা'র্ড'টা না খুব ব্যথা করছে! একটু উঠবে?

-😎Husband:-ধুর!! এতো রাতে রাত জেগে কি বলো এগুলো? শুয়ে পড়ো😡! কটা বাজে দেখেছো। কাল অফিস আছে আমার।

-☺W:-অ'স'হ্য বুকের ব্য'থা নিয়ে রাত টা কাটিয়ে দিলো!

-------- #সকালে......!!

☺-: মা শুনছেন?! আমার বুকটা কাল রাত থেকে প্রচুর ব্যথা করছে।

💜মা-: ঐ হবে গ্যাস্টিকে! যাও ঔষুধ খেয়ে কাপড়,বিছানা চাদর সব ধুয়ে আনো।।। যাও তো দেখি,অনেক বেলা হয়ে গেলো।

☺☺☺প্রচুর ব্যথা নিয়ে সব কাপড় ধুয়ে,
-মা আমি একটু doctor এর কাছে যাবো?

💜-:এই হচ্ছে তোমাদের মেয়ে ছেলেদের সমস্যা,কিছু হবে না ওমনি doctor. আমাদের কে দেখো,একা হাতে সব সংসার সামলেছি,জীবনে doctor কেমন চোখেও দেখিনি।😒

☺-:আসলে মা বুকটা খুব ব্যথা করছে। সহ্য হয়না আর।আমি কি আমার মা কে call দেবো? তিনি এসে নিয়ে যাবেন আমায়?!

💜-:এই তো আসল কথা।কি বাপু বাপের বাড়ি যাবে তো,তা তোমার স্বামীকে বললেই যেতে পারতে এতো নাটকের কি আছে??

☺-:মা আসলে খুব ব্যথা................

💜-:হয়েছে! call দাও। বলো আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো,বেড়াতে যাবো কদিনের জন্য!
আর শুনো পারলে বাপের বাড়ি থেকে আর ফিরে এসো না কোনো দিন।

☺-:থাক মা! আমার ব্যথাটা অনেক কমে গেছে।ভালো আছি এখন।(বিয়ের পর স্বামীর বাড়িটাই তো মেয়েদের শেষ ঠিকানা হয়)!

-----------২ দিন পর! #মেয়েটা যখন পৃথিবী ছেড়ে চলে গেলো!

💜-:দেখ বাপ! তোর বউ কে বার বার বলেছিলাম doctor এর কাছে যাও,doctor এর কাছে যাও, আমার কথা কানেই নেয় নি।এখন আর কেঁদে কি করবি।
ভূলে যা ওসব।

--------৪ মাস পর।
ছেলেটা, ও তার পরিবার একটা নতুন জীবন পায়।
নতুন বউকে নিয়ে তাদের সুখের সংসার!

দূরে একটা কবরস্থান থেকে মেয়েটার দীর্ঘ শাস কেউ শুনতে পায়না।☺

this is girls life.☺

নিয়মিত মজার মজার গল্প গুলো
পেতে ফলো করে রাখুন Bagnla Golpo - MRFI

-ব্লা*ড যদি বের হয় তখন?-আরে পা*গ*লী কিচ্ছু হবে না, প্রথম প্রথম একটু ক'ষ্ট সব মে'য়েরাই পায়!!-তবুও আমার ভয় করছে,,কায়েস মাধ...
04/10/2024

-ব্লা*ড যদি বের হয় তখন?
-আরে পা*গ*লী কিচ্ছু হবে না, প্রথম প্রথম একটু ক'ষ্ট সব মে'য়েরাই পায়!!
-তবুও আমার ভয় করছে,,
কায়েস মাধবীলতাকে বু'কে টেনে নিয়ে দু'গালে হাত রেখে কপালে চু*মু দিলো।ভয়ে মেয়েটার শ'রীল "ঠক ঠক" করে কাপছে।কায়েস মৃ'দু হেসে বলল....
-ভয় করছে তোমার?
-হুমমম প্রচন্ড ভয় করছে, বিয়ের আগে এস'ব না ক'রলেই নায় কি?
-পা'গলী মেয়ে! করবো তো বিয়ে।আর মাত্র ১ মাস পরেই বিয়ে ক'রব.,
-এই এক মাসও অপেক্ষা করতে পারবা না!
-প্লীজ মাধবী! না, করো না..
মাধবীলতা আর না করেনি, প্রচন্ড ভয়ে কায়েসের হাতটা শ'ক্ত করে চেপে ধরে ছিলো।একটা দামি কামরা বুকিং করলো তাদের দুজনের জন্য।
কায়েস হাসতে হাসতে রুমের ছিটকেরি লাগিয়ে।নরম গদির বি'ছানায় বসে আছে মাধবীলতা মেয়েটা।ভ'য়ে মেয়েটার কালো ফ্যা'কাশে হয়ে গেছে।কায়েস পাশে বসে হাতের উপর হাত রেখে বলল...
-শোন!
-হুম বলো?
-বিয়ের পর আমাদের একটা বা'চ্চা হবে তখন এসব ক'ষ্ট আর মনে পরবে না।
-হুমমম
(মাথা ঝাকিয়ে হুম জবাব দিলো)
-আচ্ছা যাও, ড্রেস চেন্জ করে আসো।আমি তোমার জন্য অপেক্ষা করছি বসে...
তোয়ালে নিচ দিকে টানতে টানতে রুমে ঢুকলো।কায়েসের শ'রী'রে শুধু একটা শ'র্ট প্যা'ন্ট।মাধবীলতা আচর্য হয়ে বলল..
-কোনো সে'ভটি ব্যবহার করবে না!
-আরে বোঁকা! এখন সে'ভটি লাগবে না।তোমার বা'চ্চা নেওয়ার বয়স এখনও হয়নি, চিন্তার কিছুই নেয়..
-তবুও সে'ভটি নিলে ভালো হতো?
-লাগবে না বললাম তো!!
-রাগছো কেন?
-কই রাগলাম।বিছানায় আসো!
-তাহলে এমন কথা বলতেছো কেন?
মাঝ রাতে মাধবীলতা তোয়ালে বু'কে জো'রিয়ে, গোসল করতে চলে গেলো।গোসল করতে করতে ভাবছিলো বিয়ের আগেই কি এ'স'ব করা ঠিক হলো?
না, না কায়েস তো আমার ভবিষ্যৎ স্বামী হবে।কায়েসের অ'ধি'কার আছে আমার শ'রী'রে।
চুল গুলো মাথা নিচু করে মুছতে মুছতে কায়েসের দিকে তাকলো ছেলেটা ঘুমন্ত অবস্তায় কত সুন্দর নিষ্পাপ লাগছে।
কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটাই আমাকে জা*নো'য়া*রের খু'বলে খাচ্ছিলো।ভালোবাসলে কেউ এরকম ভাবে তার গা'লফ্রেন্ডকে ব্য'বহার করে কি'না জানিনা, তবে তার চোখে নিজেকে খুঁজে পায়।
ধ*র্ষ*ণ করলো নাকি উ'পভো'গ করলো বোঝা কঠিন।আয়নার সামনে দাড়িয়ে নিজেকে বিশ্বাস হচ্ছিলো না কিছুক্ষণ আগে ব'য়ফ্রেন্ড তাকে কি ক্ষ'তি করেছে।
ঠোঁটটা কা'মরে র*ক্তার*ক্তি অবস্তা করে দিছে।
গালেও দাঁ'ত দিয়ে কা'ম*রের দাঁগ পরে গেছে।
বিছানার কোণে বসে কায়েসকে ধা'ক্কা দিয়ে ডাকার চেষ্টা করছে, ঘুমের ঘোড়ে কায়েস বিরক্ত নিয়ে বলল...
-কি হয়েছে নিজেও ঘুমাবে না অন্যকেও ঘুমাতে দিচ্ছো না!
-আমার বাসায় যেতে হবে, আম্মু আব্বু চিন্তা করছে হয়তো!
-একদিন বাসায় না গেলে কিছুই হবে না।আ'সো ঘুমাও..
-না, কায়েস আমার সারা শ'রী'ল প্রচন্ড ব্যা*থা করছে।চলো না একটু আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে.?
-বসো আমি শা'র্ট প্যা'ন্ট পরে রেডি হয়ে আসতেছি!!
বিরক্তিকর চেহারা নিয়ে কায়েস বের হলো।রাস্তা দিয়ে খুরিয়ে খুরিয়ে হেঁটে যাচ্ছে মাধবীলতা।
কায়েস রাগ দেখিয়ে বলল.....
-অভিনয় করে হাঁটতে হবে না স্বাভাবিক ভাবে হেঁ'টে চলো!
-সত্যি আমার হাঁ'টতে অসুবিধা হচ্ছে, পা'জাক'লা করে নাও না, হাঁ'টতে পারছি না তো!
-এভাবে গেলে চলো না গেলে এখানেই রাত কা*টাও"!
মাধবীলতা যদি ছেলে হতো অবস্যই রাতটা রাস্তাতেই কা'টে দিতো।কায়েসের ব্যবহারও কেমন জানি খা'রাপ হয়ে যাচ্ছে!
প্রথম রু*মডে*টেই যদি আগ্রহ কমে যায় তাহলে আমার চ'রিত্রর কা'লো দাঁগ কোন দিনও মেশাতে পারব না।
বাসার কাছে আসতেই কোন কিছু না বলে, সি'গা'রেট ধরিয়ে টানতে টানতে চলে যাচ্ছে কায়েস।
কায়েসের এমন ব্যবহারে মাধবীলতা অন্যমনস্ক হতে লাগলো।এত অবহেলা কেন করছে আমার প্রতি?
কায়েসের চা*হি*দা মি'টে গেছে বলে কি আমাকে অবহেলা করছে।দরজায় কলিংবেল দিতে হলো না।
হালকা ধাক্কা দিতেই দরজা খু'লে গেলো।তার মানে মাধবীলতার আম্মু আব্বু এখনও জেগে আছে..!
টিপ টিপ পায়ে মাধবীলতার রুমে ঢুকার চেষ্টা।তার আব্বু আম্মু সোফায় বসে গা'লের হাত রাখা।
চিন্তায় পরলে যেন হয় মানুষদের।
না দেখার ভান করে মাধবীলতা সিড়ি বেয়ে উপরের রুমে চলে যাচ্ছিলো হঠাৎ পিছন থেকে ডাক পরলো "মাধবীলতা এত রাত্রী করে বাড়ি ফিরলে কেন? কোথায় ছিলেন সারা রাত?"
মাথা নিচু করে বলে...
-জ্বী, আব্বু বান্ধবীর বাসায় ছিলাম।কিছু পড়া বুঝিয়ে নেওয়ার জন্য.. (মাধবীলতার আব্বু)
মাধবীলতার আম্মু রেগে গিয়ে বলল...
-মাঝ রাতে পড়া বুঝিয়ে নিতে গিয়েছিলি তাহলে খোরাচ্ছিস কেন? (মাধবীলতার আম্মু)
-আ'হ্ ব'কছো কেন? একটাই তো মেয়ে হয়তো কোখাও পরে গিয়ে ব্যা'থা পেয়ে গেছে! যাও ঘুমিয়ে পরো কাল তো কলেজে আছে সকাল সকাল উঠতে হবে...?

গল্পঃ অভিশাপ
(পর্বঃ ০১)
Writer:- সোহান

নিয়মিত গল্প গুলো পেতে
ফলো দিয়ে রাখুন Bagnla Golpo - MRFI

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagnla Golpo - MRFI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share