নকীব পাঠক ফোরাম হবিগঞ্জ

নকীব পাঠক ফোরাম হবিগঞ্জ জাতীয় শিশু কিশোর পত্রিকা।

জুন ২০২৫যাদের লেখায় সমৃদ্ধ নকীব
28/05/2025

জুন ২০২৫

যাদের লেখায় সমৃদ্ধ নকীব

20/05/2025
জাতীয় শিশু কিশোর পত্রিকা,
19/05/2025

জাতীয় শিশু কিশোর পত্রিকা,

নকীব শুধু একটি শিশু কিশোর ম্যাগাজিনই নয় এটি একটি বিপ্লব! শিশু-কিশোরদের অধিকার আদায়ে সরব সর্বদা...
19/05/2025

নকীব শুধু একটি শিশু কিশোর ম্যাগাজিনই নয় এটি একটি বিপ্লব! শিশু-কিশোরদের অধিকার আদায়ে সরব সর্বদা...

নকীব পদক প্রদান সাহিত্যচর্চার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক-ড. আ ফ ম খালিদ হোসেনসুদীর্ঘ ২১ বছর ধরে মাসিক নকীব ধারাবাহিক প্...
19/05/2025

নকীব পদক প্রদান সাহিত্যচর্চার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক
-ড. আ ফ ম খালিদ হোসেন

সুদীর্ঘ ২১ বছর ধরে মাসিক নকীব ধারাবাহিক প্রকাশিত হওয়া এবং নকীব পরিবারের উদ্যোগে নকীব পদক প্রদান অনুষ্ঠানে গুণীজনকে সম্মাননা দেয়া এটি সাহিত্যচর্চার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। দেশের সম্পদ তরুণ সমাজ, দেশ সংস্কারের কাজে ওলামায়ে কেরাম এবং তরুণ লেখকদের এগিয়ে আসতে হবে।

২০ নভেম্বর ২০২৪, বুধবার, পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে নকীব সম্পাদকমণ্ডলীর সভাপতি নূরুল বশর আজিজী এর সভাপতিত্বে, সম্পাদক মেহেদী হাসান ও নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি আরও বলেন, একটা সময়ে ইসলামী সাহিত্যাঙ্গণে সর্বজন সমাদৃত শক্তিমান লেখকের সংখ্যা ছিলো দুষ্প্রাপ্য। কিন্তু মহান আল্লাহর শোকর এখন ইসলামী সাহিত্যে ভালো মানের অনুবাদক, লেখক, গল্পকার ও ছড়াকার উঠে এসেছেন, যারা সাহিত্যাঙ্গণে সুনামের সাথে নেতৃত্ব দিচ্ছেন।

মাননীয় উপদেষ্টা মাসিক নকীবের দীর্ঘ একুশ বছর পথচলাকে সাধুবাদ জানান। আশা প্রকাশ করেন যে, নকীব পত্রিকার মাধ্যমে শক্তিশালী উন্নত চিন্তার লেখক তৈরি হবে, যারা আগামীতে মূলধারায় সাহিত্যের ময়দানে সম্মানিত স্থান অলঙ্কৃত করবেন।

দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর মাওলানা লিয়াকত আলী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মাসিক নকীব সাহিত্যপ্রেমীদের কাছে একটা বিপ্লব তৈরি করেছে।

নকীব প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ২০২১ নকীব পদকপ্রাপ্ত লেখক ও ছড়াকার এনায়েত রসুল, ২০২২ নকীব পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ, লেখক ও গবেষক আমিমুল ইহসান, সীরাত গবেষক আহমদ বদরুদ্দীন খাঁন, বার্তা ২৪ ডটকমের সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, দৈনিক খবরের কাগজের সহ সম্পাদক মিরাজ রহমান, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর এর সম্পাদক হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম ও মাসউদুল কাদির সহ নকীব পরিবারের নেতৃবৃন্দ।

নকীব পদক ২০২৪ পদকে ভূষিত করা হয়েছে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং বিশিষ্ট অনুবাদক, লেখক ও ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর কে।

পদক প্রদান ছাড়াও মাসিক নকীব আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৪ এ বিজয়ী সেরা দশজনকে ক্রেস্ট, বই-পুস্তক ও সনদ প্রদান করা হয়।

23/08/2024

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when নকীব পাঠক ফোরাম হবিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category