
21/09/2025
তোমরা কি জান্নাত ও তার অপূর্ব সুবাসকে হারিয়ে ফেলছো শুধুমাত্র খোলা আবায়া, অনাবৃত দেহ, আঁটসাঁট পোশাক, উচ্চস্বরে হাসাহাসি, আকর্ষণীয় সুগন্ধি আর বাহ্যিক সাজসজ্জার কারণে?
একবার গভীরভাবে ভেবে দেখো — এই দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য, ফ্যাশন বা বাহ্যিকতা কি সত্যিই সেই চিরন্তন জান্নাতের মূল্যে কেনার মতো? যেখানে জান্নাতের এক চিলতে জায়গা দুনিয়া ও তার সমস্ত সম্পদের চেয়েও উত্তম — সেখানে, এই ক্ষণিকের আরাম, দৃষ্টিনন্দনতা ও স্বীকৃতি কি এমন কিছু, যার বিনিময়ে জান্নাত হারিয়ে যাওয়াটা স্বাভাবিক হতে পারে?
হে মুমিন নারী, হে আত্মসচেতন বান্দি, আল্লাহর জান্নাতের সৌন্দর্য, সম্মান ও শান্তির সামনে এই দুনিয়ার সবকিছু তুচ্ছ।
তাই নিজেকে ঢেকে রাখো, নিজেকে গর্বিতভাবে পবিত্র রাখো — কারণ তুমি জান্নাতের উপযুক্ত, যদি তুমি জান্নাতকে নিজের লক্ষ্য বানাও।