Hajigonj Online TV

Hajigonj Online TV নিরপক্ষ ও উন্মুক্ত প্রচার সম্প্রচারিত

Permanently closed.
হাজীগঞ্জ পূর্ব বাজার সেন্ট্রাল হাসপাতালকে ১ লক্ষ টাকা.......এক সাপ্তাহের মধ্যে সকল অনুমোদিত কাগজপত্র না দেখাতে পারলে,হাস...
23/01/2024

হাজীগঞ্জ পূর্ব বাজার সেন্ট্রাল হাসপাতালকে ১ লক্ষ টাকা.......
এক সাপ্তাহের মধ্যে সকল অনুমোদিত কাগজপত্র না দেখাতে পারলে,হাসপাতাল বন্ধের নির্দেশনা।

হাজীগঞ্জ গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি আশেকে এলাহী বাবু জিনাইদাহ থেকে গ্রেপ্তার! প্রশাসনকে ধন্যবাদ।
12/10/2023

হাজীগঞ্জ গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি আশেকে এলাহী বাবু জিনাইদাহ থেকে গ্রেপ্তার!
প্রশাসনকে ধন্যবাদ।

27/08/2023

আলহামদুলিল্লাহ্,,,,,,
নিউইয়র্কে অফিসিয়ালি সকল মসজিদে মাইকে সহনীয় মাত্রায় (Reasonable Standerd ) আযান দেওয়ার অনুমতি পেল আজ । আলহামদুলিল্লাহ ! এটি ইসলাম ধর্মাবলম্বীদের একটি বিশাল বড় অর্জন।

........................নিয়োগ বিজ্ঞপ্তি.........................হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে...
20/07/2023

........................নিয়োগ বিজ্ঞপ্তি.........................
হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একজন করে ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ করা হবে।

26/06/2023
04/06/2023

তীব্র গরমে ৫-৮ জুন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ।

-- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

01/04/2023

সম্প্রচারিত.......
হাজীগঞ্জ পাইলট স্কুলে এন্ড কলেজ মাঠ পুনঃসংস্কর কাজের উদ্বোধন করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম।

21/03/2023

ব্রেকিং নিউজ
চাঁদপুর বড়স্টেশন মোলহেডে মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা শ্রমিকের মৃত্যু

........................হারানো বিজ্ঞপ্তি..........................হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মৃধা বাড়ি...
21/01/2023

........................হারানো বিজ্ঞপ্তি..........................
হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মৃধা বাড়ির আনোয়ার হোসেন মৃধা আজ শুক্রবার (২০ জানুয়ারী) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতাল থেকে হারিয়ে যায়।

তিনি সহজ-সরল প্রকৃতির একজন মানুষ। বর্তমানে তিনি অসুস্থ। কোন সহৃয়বান ব্যক্তি আনোয়ার হোসেন মৃধার খোঁজ পেলে নিন্মের ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 01880-284408, 01621-405891

বিঃদ্রঃ- আনোয়ার হোসেন মৃধাকে ফিরে পেতে অনুগ্রহপূর্বক পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

28/11/2022

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টি ২০ টুনার্মেন্ট ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।লটারীর মাধ্যমে খেলা নির্ধারিত।ভেনু ও সময় আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।

আপনি কিসের মাংস খাচ্ছেন, একটু চিন্তা করে দেখুন, আজ হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রি করতে এসে ধরা পড়ছে উপজেলার ৪ নং কা...
17/11/2022

আপনি কিসের মাংস খাচ্ছেন,
একটু চিন্তা করে দেখুন,
আজ হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রি করতে এসে ধরা পড়ছে উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জুলহাস, একই গ্রামের পাটওয়ারী বাড়ীর সিরাজ পাটওয়ারীর ছেলে মনির হোসেনকে।
তথ্য সুত্রে জানাযায়, জুলহাস মিয়া ও মনির গত রাতে শিয়ালটি ধরে জবাই করে আজ হাজীগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে আসে, পরে হাজীগঞ্জ থানার এসআই নাজিম সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে এ দুজনকে আটক করে, পরে সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান এসে দুজনকে প্রকাশ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার করে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন।

 🙏নাম রাহিক রহমান, বয়স ১২, উচ্চতা ৪ ফিট ৫-৬ ইঞ্চি, সপ্তম শ্রেণীর ছাত্র। বাসা চাঁদপুর সদর, চাঁদপুর, বাস স্ট্যান্ড, ব্যাংক...
31/10/2022

🙏
নাম রাহিক রহমান, বয়স ১২, উচ্চতা ৪ ফিট ৫-৬ ইঞ্চি, সপ্তম শ্রেণীর ছাত্র। বাসা চাঁদপুর সদর, চাঁদপুর, বাস স্ট্যান্ড, ব্যাংক কলোনি রোড।

গতকাল রবিবার ৩০/১০/২০২২ দুপুর ৩ টার সময় পারিবারিক ঝগড়ার কারনে বাসা থেকে বের হয়ে যায়। গায়ে হলুদাভ রঙের গেঞ্জি, কালো ট্রাউজার, পায়ে লাল রঙের স্যান্ডেল এবং স্কুল ব্যাগ ছিলো যার ভিতর কিছু জামা কাপড় ছিলো যা সে লুকিয়ে নিয়ে বাসা থেকে বের হয়। চাঁদপুর থেকে বাই রোডে কুমিল্লার দিক ও নোয়াখালীর দিকে এবং নদীপথে ঢাকা কিংবা বরিশাল ইত্যাদি জায়গায় যাওয়া যায় সহজেই। তবে দুপুর থেকে খুজেও তাকে চাঁদপুরের কোথাও পাওয়া যাচ্ছে না। পরিবার ভেবেছিলো যে রাত হওয়ার আগেই চলে আসবে যেহেতু বয়সে এখনো ছোট কিন্তু মধ্যরাত হয়ে গেছে ছেলের এখনো দেখা মিলেনি।
ছেলেটার পরিবার খুবই মর্মাহত অবস্থায় আছে।
আপনাদের এবং আমাদের সামান্য কিছু চেষ্টায় এক মায়ের বুকে তার সন্তান ফিরে আসতে পারে🙏
যোগাযোগ: 01741057571, 01630149777, 01706021710
©

30/10/2022

হাজিগঞ্জ ক্রিকেটের প্রান ফিরিয়ে আনার লক্ষ্যে সাবেকদের প্রচেষ্টা....

24/10/2022

ঝড়ের দিন সবার জন্য খিচুড়ি আর বৃষ্টি বিলাসের নয়।কারো কারো থাকে সর্বোচ্চ হারানোর ভয়🥺🥺🥺

27/09/2022

চাকুরীর খবর...........
_____________________________________________________
হাজিগঞ্জ সাবরেজিষ্ট্রে অফিসে দলিল লিখতে বাংলা টাইপ জানা একজন দক্ষ কম্পিউটার অপারেটর দরকার ৷ আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ০১৬১৫৩৩৪৩৭৩ ৷

পঞ্চগড়টা ঢাকা না, নদীটাও বুড়িগঙ্গা না।তাই হয়তো ২৪ মরদেহ আর ৩০ এর বেশি নিখোঁজের দায় কারো নিতে হবে না।দেশডুবে আছে মরিয়ম মা...
25/09/2022

পঞ্চগড়টা ঢাকা না, নদীটাও বুড়িগঙ্গা না।
তাই হয়তো ২৪ মরদেহ আর ৩০ এর বেশি নিখোঁজের দায় কারো নিতে হবে না।

দেশডুবে আছে মরিয়ম মান্নানে। আর নিখোঁজ রহিমা বেগমে।

মিডিয়া কাভারেজেও এগিয়ে আছে ইডেন আর ইরান।

আহা রে... কতগুলো অবুঝ শিশু।

মায়ের কোলজুড়ে ঘুমানোর সময়টাতে চিরঘুমে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লোরজুড়ে...

আলহামদুলিল্লাহ,বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বিশ্বজয়। ১১১ টি দেশের অংশগ্রহণে পবিত্র মক্কায় অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্র...
22/09/2022

আলহামদুলিল্লাহ,
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বিশ্বজয়। ১১১ টি দেশের অংশগ্রহণে পবিত্র মক্কায় অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরীম-এর ৩য় স্থান অর্জন।

এবার ফুটবলারদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ নারী দলকে অর্ধ কোটি টাকা উপহার...
21/09/2022

এবার ফুটবলারদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ নারী দলকে অর্ধ কোটি টাকা উপহার।

21/09/2022

একটি হত্যা মামলায়, অহিদুন্নেসার ২০ বছর জেল ভোগের পর এখন তিনি নির্দোষ!

চাঁদপুরে একটি হত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করার পর,
আদালতে নির্দোষ প্রমাণিত হয় শতবর্ষী এক নারী - অহিদুন্নেসা

তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছাড়া পেয়েছেন কাশিমপুর জেল থেকে ।
কারা কর্তৃপক্ষ বলছে,
ছাড়া পাওয়ার সময় যারা তার মুক্তির জন্য ভূমিকা রেখেছেন,অহিদুন্নেসা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কারাগারের ভেতরেই মারা যেতে হয় কিনা এরকম একটা বিষয় তার মাথায় সবসময় কাজ করতো।

যেহেতু তার অনেক বয়স হয়েছিলো, তার চলাফেরায় অসুবিধা হতো,
কিন্তু মুক্তি পাওয়ার আগেই দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছেন অহিদুন্নেসা ।

জেলে থাকা অবস্থাতেই স্বামী ও এক সন্তানকে হারিয়েছেন। তবে মৃত্যুর আগে অন্তত মুক্তির স্বাদ পেলেন ।

সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নিরীহ মানুষ কে, মিথ্যা মামলা দিয়ে প্রতিদিনই ফাঁসানো হয়, অথচ মিথ্যা মামলা কারীদের কখনো শাস্তি হয় না ।
গণমাধ্যমে সংবাদ প্রচার হয় কয়কজনের ।
এসব বিষয় গুলো খতিয়ে না দেখার কারনেই আজ অহিদুন্নেসার এই পরিণতি।

অহিদুন্নেসার একটি অভিযোগ, না জেনে কাউকে ফাঁসানোর চেষ্টা না করা, ষড়যন্ত্রের শিকার মানুষ গুলো জীবিত অবস্থায়ই মৃত।

কারন ষড়যন্ত্রকারীর পক্ষেই বেশি লোক থাকে।

Credit- Bengali Cercasum

দেশে এই প্রথম কাটাছেঁড়া ছাড়াই হার্টে সফল অপারেশন। সরকারি হাসপাতালে কম খরচেই সম্ভব এমন অস্ত্রোপচার। অভিনন্দন,জনাব ডা. আশ্...
09/09/2022

দেশে এই প্রথম কাটাছেঁড়া ছাড়াই হার্টে সফল অপারেশন। সরকারি হাসপাতালে কম খরচেই সম্ভব এমন অস্ত্রোপচার।

অভিনন্দন,জনাব ডা. আশ্রাফুল হক সিয়াম।

Address

Hajiganj

Telephone

+8801715888016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajigonj Online TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Hajiganj

Show All