18/04/2025
এমন একটা মানুষ হোক,
যে তোমার সব কিছু মেনে নেবে, তোমাকে বুঝতে পারবে, বুঝবার চেষ্টা করবে। তোমার বাচ্চামি পছন্দ করবে, ভুলগুলো চোখে পড়বে না, তোমাকে তোমার মতো করে ভালো রাখবে। তোমার অতীত জেনেও তোমাকে ভীষণ ভালোবাসবে।❤️🩹
মন খারাপে জড়িয়ে ধরে বলবে, কি হয়েছে? কেনো মন খারাপ? আমি তো আছি। মন খারাপ হলে ঘুরতে নিয়ে যাবে, একসাথে সমুদ্র দেখবে। যতক্ষণ না মন ভালো হয়, ততক্ষণ তার অস্থিরতা তুমি অনুভব করবে।🥹
কেউ একজন হোক,
যে তোমাকে তোমার মতো করেই ভীষণ ভালোবাসবে।❤️