08/12/2025
📌 দোয়া করার নিয়মঃ
১. প্রথমে আল্লাহর প্রশংসা করবেন।
সুরা ফাতিহা পড়ে, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে প্রশংসা করবেন।
— [তিরমিজি: ৩৪৭৬]
২. তারপর দরুদ পড়বেন।
দরুদ পড়া মানে নবী কারিম (ﷺ) ও উনার পরিবারের জন্য জন্য দোয়া।
— [তিরমিজি: ৩৪৭৭]
✅ এখন দোয়া শুরু—
৩. নিজের জন্য, মাতাপিতার জন্য ও সকল মুসলমানের জন্য একটি দোয়া পাঠ করবেন:
সূরা নুহ: ২৮ নং আয়াত।
সূরা ইব্রাহিম: ৪১ নং আয়াত।
৪. এরপর বাহ্যিক দোয়া পড়া। — [ইবনে হিব্বান: ৭৬৮]
যেমন: ইসমে আযম, সুরা বাকারার শেষ দুই আয়াত, দোয়া ইউনুস ইত্যাদি দোয়াগুলো পড়বেন।
৫. এবার মোনাজাতে আপনার সমস্যা বা রোগীর বা অন্যের সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন।
৬. দোয়ার শেষে আবার দরুদ পড়বেন।
ইব্রাহিম: ৪১ নং আয়াত।
প্রত্যেক দো’আ ঝুলে থাকে যতক্ষণ না দরুদ পাঠ করা হয়(ﷺ)। আলহামদুলিল্লাহ্।
©️