কাসেমী হজ্ব কাফেলা kasimi hajj kafela

কাসেমী হজ্ব কাফেলা kasimi hajj kafela কাসেমী হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য হজ্ব ও ওমরাহ এজেন্সি।

কাসেমী হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য হজ ও ওমরাহ এজেন্সি।
দুই দশকের বেশি বিশেষজ্ঞ অভিজ্ঞতার সাথে, আমরা ভিআইপি বা স্বাভাবিক মেজাজে হজ এবং ওমরাহর সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা অফার করছি।

11/09/2025

সুন্নাহ হিজামা ও রুকইয়া সেন্টার
প্রো: মো: আশরাফুল ইসলাম

বেকি চন্দ্র গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ

সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভেষজ উদ্ভিদের মাধ্যমে যে সকল বিষয়ের চিকিৎসা ও সুপরামর্শ দেওয়া হয়।
১ হিজামা (শরীরের ব্যাথার কমানোর কাজ করে)
২ বিনা অপারেশনে পলিপাস
৩ পাইলস
৪ আঁচিল
৫ চর্ম
৬ যৌন
৭ গ্যাস্ট্রিক
৮ ডায়বেটিস
৯ অতিরিক্ত ওজন কমানো
১০ খাবারে অরুচি শরির একেবারে চিকন
১১ অতিরিক্ত সাদাস্রাব
১২ অনিয়মিত মাসিক
১৩ পেটের যাবতীয় সমস্যা
১৪ স্বপ্নদোষ

কুরআনের মাধ্যমে জ্বীনের সমস্যা, কালো জাদু কাটা, বান কাটা, বাচ্চা হওয়ার,ছেলে মেয়েদের বিবাহ হওয়ার, সংসারে অমিল সহ সকল বিষয়ের চিকিৎসা ও সুপরামর্শ দেওয়া হয়।

চেম্বারের সময়
প্রতিদিন দুপুর ৩ টা ৩০ মিনিট থেকে রাত ৯ টা পর্যন্ত

মঙ্গলবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত

আসার আগে অবশ্যই ফোন করে আসবেন।
আলাপন ০১৯৯৬১৮৮২৯৬/০১৬২২৯৯৩৬৩৫

কাসেমী হজ্ব কাফেলার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
03/09/2025

কাসেমী হজ্ব কাফেলার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

আবূ হুরায়রাহ থেকে বর্ণিত,নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির ...
31/08/2025

আবূ হুরায়রাহ থেকে বর্ণিত,

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যে আছে।[৪]

আবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন:

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু’কাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেন: যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না।[৫]

ইবনু উমার বলেন:

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি: বাসি মুখে রক্তমোক্ষণ করানো উত্তম, তা জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হাফেজের মুখস্থ শক্তি বৃদ্ধি করে। কেউ রক্তমোক্ষণ করাতে চাইলে যেন আল্লাহর নামে বৃহস্পতিবারে তা করায়। তোমরা শুক্র, শনি ও রবিবার রক্তমোক্ষণ করানো পরিহার করো এবং সোমবার ও মঙ্গলবার রক্তমোক্ষণ করাও, কিন্তু বুধবার তা করাবে না। কারণ এইদিনই আইউব (আলাইহিস সালাম) বিপদে পতিত হন। আর কুষ্ঠরোগ ও শ্বেতরোগ বুধবার দিনে বা রাতেই শুরু হয়।

সৌদির যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে বাংলাদেশ৷যে কোন ধরণের এয়ার টিকেটের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে +8...
08/09/2023

সৌদির যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে বাংলাদেশ৷

যে কোন ধরণের এয়ার টিকেটের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে +8801622993635

আল্লাহ সকলকে সুন্দরভাবে ওমরাহ করার তৌফিক দান করুন!
20/08/2023

আল্লাহ সকলকে সুন্দরভাবে ওমরাহ করার তৌফিক দান করুন!

যে কোন সফরের ক্ষেত্রে সঙ্গী নির্বাচন  গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ সঙ্গী ভালো হলে সফর সুন্দর হয়, খরাপ হলে নষ্ট হয় পুরো সফর...
03/08/2023

যে কোন সফরের ক্ষেত্রে সঙ্গী নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ সঙ্গী ভালো হলে সফর সুন্দর হয়, খরাপ হলে নষ্ট হয় পুরো সফর৷ আর সফরটা যদি হয় বাইতুল্লাহ'র দিকে তাহলে তো সঙ্গী নির্বাচন করতে হবে খুব ভেবে-চিন্তে৷

হজ্জ বা উমরার সফরের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো একজন বা একজামাত বাআমল আলেম সঙ্গী নির্বাচন করা৷ একজন আলেমের হজ্জ উমরার বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে৷ কোনটা করা যাবে আর কোনটা যাবে না, সেটা খুব ভালো করে জানা থাকে৷ আলেমের পাশে থাকলে আমল করা যায় বেশি৷ সহিহ ত্বরিকায় সম্পাদন করা যায় সব কাজ৷

তাই আপনি আলেম হোন বা জেনারেল, বুদ্ধিমানের কাজ হবে আলেম জামাতের সাথে হজ্জ বা উমরায় যাওয়া৷

কাসেমী হজ্ব কাফেলা থেকে একজন আলেমের তত্ত্বাবধানে একটি জামাত আগামী ১৬ আগস্ট উমরার জন্য যাচ্ছে ইনশাআল্লাহ৷ চাইলে আপনিও এই মোবারক জামাতের সঙ্গী হতে পারেন৷ আর মাত্র অল্প কিছু সিট বাকি আছে৷

কেন যাবেন আমাদের সাথে?

আমরা সল্প খরচে খুবই উন্নত সেবা দিয়ে থাকি৷ সেবার মান নিয়ে কোন আপোষ নেই৷ এটা নিয়ে আপনাদের কোন টেনশান না করলেও চলবে৷

বিস্তারিত...

★ অবস্থান মক্কায় ১ জুমা (৮ দিন) মদিনায় ১ জুমা (৬ দিন) যাতায়াত সহ ১৫ দিন।

★ বাংলাদেশ ও কাতার এয়ারলাইন্স টিকেট। যাওয়ার সময় ডাইরেক্ট, আসার সময় ১ ঘন্টা ট্রানজিট৷

★ ৩ মাসের ওমরাহ্‌ ভিসা (১৫ দিন অবস্থান)।

★ সকল প্রকার টেক্স এবং ইন্সুরেন্স ফি।

★ সকল প্রকার ট্রান্সপোর্ট ৷

★ মক্কা হোটেল ৩০০-৫০০ মিটার দূরত্ব।

★ মদিনা হোটেল ২০০-৩০০ মিটার দূরত্ব।

★ ৩ বেলা সুস্বাদু বাঙালি খাবার।

★ মক্কা এবং মদিনায় ঐতিহাসিক স্থান পরিদর্শন।

★ অভিজ্ঞ আলেম গাইড সুবিধা।

★ ১০ বছরের অভিজ্ঞ আলেম মুয়াল্লিম সাথে থাকবে৷

★ খাবার সহ / খাবার ছাড়া

★ প্রতি মাসে আমাদের একাধিক গ্রুপ উমরায় যায়৷ আপনার সুবিধা মতো আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন৷

যোগাযোগ:
হা মাও মুফতী আশরাফুল ইসলাম কাসেমী
01996188296 (ইমো, হোয়াটসঅ্যাপ)

প্রকৃতই যারা আগ্রহী যাওয়ার জন্য তারা নক করবেন ইনশাআল্লাহ৷ অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে৷

লোকেশান: 7/1 নূরানী মঞ্জিল, (৪র্থ তলা) ইস্কাটন রোড, ঢাকা৷

যে কোন সফরের ক্ষেত্রে সঙ্গী নির্বাচন  গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ সঙ্গী ভালো হলে সফর সুন্দর হয়, খরাপ হলে নষ্ট হয় পুরো সফর...
26/07/2023

যে কোন সফরের ক্ষেত্রে সঙ্গী নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ সঙ্গী ভালো হলে সফর সুন্দর হয়, খরাপ হলে নষ্ট হয় পুরো সফর৷ আর সফরটা যদি হয় বাইতুল্লাহ'র দিকে তাহলে তো সঙ্গী নির্বাচন করতে হবে খুব ভেবে-চিন্তে৷

হজ্জ বা উমরার সফরের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো একজন বা একজামাত বাআমল আলেম সঙ্গী নির্বাচন করা৷ একজন আলেমের হজ্জ উমরার বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে৷ কোনটা করা যাবে আর কোনটা যাবে না, সেটা খুব ভালো করে জানা থাকে৷ আলেমের পাশে থাকলে আমল করা যায় বেশি৷ সহিহ ত্বরিকায় সম্পাদন করা যায় সব কাজ৷

তাই আপনি আলেম হোন বা জেনারেল, বুদ্ধিমানের কাজ হবে আলেম জামাতের সাথে হজ্জ বা উমরায় যাওয়া৷

কাসেমী হজ্ব কাফেলা থেকে একজন আলেমের তত্ত্বাবধানে একটি জামাত আগামী ১৬ আগস্ট উমরার জন্য যাচ্ছে ইনশাআল্লাহ৷ চাইলে আপনিও এই মোবারক জামাতের সঙ্গী হতে পারেন৷ আর মাত্র অল্প কিছু সিট বাকি আছে৷

কেন যাবেন আমাদের সাথে?

আমরা সল্প খরচে খুবই উন্নত সেবা দিয়ে থাকি৷ সেবার মান নিয়ে কোন আপোষ নেই৷ এটা নিয়ে আপনাদের কোন টেনশান না করলেও চলবে৷

বিস্তারিত...

★ অবস্থান মক্কায় ১ জুমা (৮ দিন) মদিনা ১ জুমা (৬ দিন) যাতায়াত সহ ১৫ দিন।

★ বাংলাদেশ ও কাতার এয়ারলাইন্স টিকেট। যাওয়ার সময় ডাইরেক্ট, আসার সময় ১ ঘন্টা ট্রানজিট৷

★ ৩ মাসের ওমরাহ্‌ ভিসা (১৫ দিন অবস্থান)।

★ সকল প্রকার টেক্স এবং ইন্সুরেন্স ফি।

★ মক্কা হোটেল ৩০০-৫০০ মিটার দূরত্ব।

★ মদিনা হোটেল ২০০-৩০০ মিটার দূরত্ব।

★ ৩ বেলা সুস্বাদু বাঙালি খাবার।

★ মক্কা এবং মদিনায় ঐতিহাসিক স্থান পরিদর্শন।

★ অভিজ্ঞ আলেম গাইড সুবিধা।

★ ১০ বছরের অভিজ্ঞ আলেম মুয়াল্লিম সাথে থাকবে৷

খরচ; ১ লক্ষ ৩৫ হাজার (খাবার সহ)
১ লক্ষ ২৫ হাজার (খাবার ছাড়া)

যোগাযোগ: 01996188296 (ইমো, হোয়াটসঅ্যাপ)

প্রকৃতই যারা আগ্রহী যাওয়ার জন্য তারা নক করবেন ইনশাআল্লাহ৷ অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে৷

লোকেশান: 7/1 নূরানী মঞ্জিল, (৪র্থ তলা) ইস্কাটন রোড, ঢাকা৷

টাকা না থাকলেও যে হজ্ব করা যায়, এর উজ্বল দৃষ্টান্ত মুন্সিগঞ্জের মিজানুর রহমান৷ চোখে আলো না থাকলেও উনার অন্তরের আলো অনেক...
24/07/2023

টাকা না থাকলেও যে হজ্ব করা যায়, এর উজ্বল দৃষ্টান্ত মুন্সিগঞ্জের মিজানুর রহমান৷ চোখে আলো না থাকলেও উনার অন্তরের আলো অনেক বেশি৷ প্রবল ইচ্ছা শক্তি ও দোয়ার উসিলায় আল্লাহ তার হৃদয়ের আঁকুতি কবুল করেছেন৷

এক বান্দাকে পাঠিয়েছেন উনার হজ্বের সব খরচের টাকা দিয়ে৷ আসলে আল্লাহকে যে রাজি করাতে পারে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না৷ আপনার সমার্থ আছে বা নেই, দোয়া করে মাওলার দরবারে কবুল করাতে হবে আগে৷

কাসেমী হজ্ব কাফেলার পক্ষ থেকে সবাইকে হিজরী নববর্ষের শুভেচ্ছা ৷হিজরী: 1445
20/07/2023

কাসেমী হজ্ব কাফেলার পক্ষ থেকে সবাইকে হিজরী নববর্ষের শুভেচ্ছা ৷
হিজরী: 1445

হজ্বের জন্য টাকা বড় কিছু না৷ বড় বিষয় হচ্ছে আপনার নিয়ত, আপনার ইচ্ছা৷ এমন কত মানুষকে দেখেছি যার সামর্থ নেই কিন্তু আল্ল...
11/07/2023

হজ্বের জন্য টাকা বড় কিছু না৷ বড় বিষয় হচ্ছে আপনার নিয়ত, আপনার ইচ্ছা৷ এমন কত মানুষকে দেখেছি যার সামর্থ নেই কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন৷ অনেক রিকশাওয়ালা, দিনমজুর,কামাড়, কুমার হজ্বে গিয়েছেন তাদের টাকা ছিল না৷ ছিল হজ্বের প্রবল আকাঙ্খা৷ তাই আল্লাহ তাদের কবুল করেছিলেন৷

আপনি যদি ছবির লোকটিকে দেখেন, চিনতে পারবেন, প্রতি হজ্বের মৌসুমেই এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়৷ আফ্রিকার ঘানার একেবারে দরিদ্র সহজ সরল একজন মানুষ৷ তার মধ্যে ছিল হজ্ব করার, আল্লাহর ঘর ও রাসূলের (সা) রওজা দেখার প্রবল ইচ্ছা৷

ভূমি জরিপ করার সময় একটা ড্রোন ক্যামেরা এই হাসান আবদুল্লাহর বাড়িতে পড়ে৷ যারা খুঁজতে গিয়েছিল তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এরচেয়ে আরেকটু বড় এমন যন্ত্র আছে কি? তারা কেন বললে ; তিনি জবাব দিলেন, যদি থাকে তাহলে যেন সেটা দিয়ে তাকে মক্কায় পৌঁছে দেয়া হয়, তিনি হজ্ব করবেন৷ তার কাছে হজ্বের টাকা নেই৷

সাদা দিলের মানুষটার এই প্রবল ইচ্ছা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়৷ পরবর্তিতে তুরস্ক সরকারের সহযোগিতায় তিনি হজ্ব সম্পাদন করেন৷

তাই প্রিয় ভাই আমার, আমার হয়ত সামর্থ নেই, আমি গরিব,দিন আনি দিন খাই৷ কিন্তু আমার আল্লাহ গরিব নন,তার কাছে কোন জিনিষের অভাব নেই৷ সুতরাং তাঁর দরবারে কবুল করাতে পারলে যে কোন ভাবেই হোক আপনি হজ্ব ও ওমরাহ করতে পারবেন৷

আল্লাহ আমাদের সকলকে হজ্ব ও ওমরার জন্য কবুল করুন! হজ্বে মাবরুর দান করুন, আমীন!

অনেকের টাকা আছে কিন্তু মন নেই আবার অনেকের মন আছে টাকা নেই ৷ আল্লাহ তায়ালা চাইলে টাকা ছাড়াই মানুষের মনের আশা পুরা করতে প...
07/07/2023

অনেকের টাকা আছে কিন্তু মন নেই আবার অনেকের মন আছে টাকা নেই ৷ আল্লাহ তায়ালা চাইলে টাকা ছাড়াই মানুষের মনের আশা পুরা করতে পারে ৷তাই আমাদের জন্য উচিত হজ্ব ও ওমরার জন্য পাক্কা নিয়ত করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা৷
আল্লাহ তায়ালা আমাদের সকলকে অতি তারাতারি মক্কা–মদিনা জিয়ারত করা ও রাসূলের (সা:) রওজার পাশে দাড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করুক৷

Address

7/1, Eskaton Road, Dhaka 1000
Haluaghat Upazila

Alerts

Be the first to know and let us send you an email when কাসেমী হজ্ব কাফেলা kasimi hajj kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাসেমী হজ্ব কাফেলা kasimi hajj kafela:

Share