Farjana Tithi

Farjana Tithi I am a simple girl. I love allah ❤️ i belive the path of Hazrat Muhammad SM.

06/05/2025

স্ত্রীর মৃত্যুর খবরে বা আশংকাজনক অবস্হার খবরে শতকরা ৭০ ভাগ পুরুষ নিষ্ক্রিয়তা দেখায় ,
রিয়েক্টই করেনা । বাকী ৩০ ভাগ পুরুষের চোখে জল গাঢ় হয় ।
এই যে ৭০ ভাগ পুরুষ তাদের মধ্যে ৩০-৪০ শতাংশকেই মনে মনে খুশী মনে হয় আমার কাছে , তারা ট্রিটমেন্ট কনটিনিউ করতে গড়িমসি শুরু করে , একটু পরপর জিজ্ঞেস করে রোগী আর কতোক্ষণ বাঁচবে ? " কোনো লাভ না থাকলে জানিয়ে দিন - রোগী নিয়ে চলে যাই " - এই টাইপের আচরণ ! অথচ তারা দিব্যি ভুলে যায় - এই মানবী তার জন্য , তার পরিবারের জন্য কতোটুকু শ্রম দিয়েছিলো !

এরাই আবার হাত পা ছড়িয়ে কান্দে - যখন দেখে পুরা সংসারটা স্রেফ একজন নারী না থাকার কারণে লন্ডভন্ড হয়ে যাচ্ছে ।
এদের ৫০ শতাংশই নতুন বিবাহ করার জন্য উদগ্রীব হয় , শারিরীক কামনার চেয়েও লন্ডভন্ড সংসার টিকানোটাই তার কাছে প্রাধাণ্য পায় । বাকী ২০ শতাংশ চরম প্রেমিক হয়া যায় , সারাদিন বিলাপ করে , বৌরে ডাকে , তজবিহ জঁপে । আমার এক যুগের বেশি চিকিৎসক জীবনের অভিজ্ঞতা এমনই ।

পুরুষ আসলেই এক আজব জাত !

💛"স্ত্রীর মানুষিক অবস্থার খোজ নিন"💛✏✏️শুধু ঠিক ভাবে ভরনপোষণ দিয়েই ভাবছেন আপনি আপনার স্ত্রীকে সকল সুখ দিচ্ছেন।আপনার স্ত্র...
22/03/2025

💛"স্ত্রীর মানুষিক অবস্থার খোজ নিন"💛

✏✏️শুধু ঠিক ভাবে ভরনপোষণ দিয়েই ভাবছেন আপনি আপনার স্ত্রীকে সকল সুখ দিচ্ছেন।আপনার স্ত্রী আপনার কাছে ভালো আছে।

এর বাইরে কি কখনো খোজ নিয়েছেন আপনার স্ত্রী মানুষিক ভাবে কেমন আছে?তার মনে আপনাকে না বলা কোন কথা আছে কিনা?নিশ্চয়ই না।

🖊️🖊️অফিসের কাজ সেরে এসে বাসায় ঢুকে এক প্রকার হুমড়ি তুমড়ি শুরু করেন,অনেক কাজ করে এসেছেন,ক্লান্ত।অথচ মেয়েটা সারাদিন আপনার সংসার সামলেছে,আপনার জন্য অপেক্ষা করেছে যে কখন আসবেন আর হাসি মুখে তার দিকে তাকিয়ে দুটো সুন্দর কথা বলবেন।ক্লান্ত তো মেয়েটাও।ঘরের কাজ টাও তো বেশ বড় দ্বায়িত্ব তাই না?

আপনি মেয়েটাকে বিয়ে করে এনেছেন,সে আপনার সহধর্মিণী।দুজন দুজনের কষ্ট সুখ ক্লান্তি ভাগ করে নিবেন এটাই তো হওয়ার কথা তাই না! দুজন দুজনকে এপ্রিশিয়েট করলে সম্পর্কটা কতটা মধুর হবে ভেবেছেন?

🖋️🖋️আপনি ভাবছেন আমার স্ত্রীর যখন যা দরকার আমি তো দিচ্ছি।আচ্ছা,এটাই কি আপনার শেষ দ্বায়িত্ব?কখনো কি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন তুমি ভালো আছো তো! তোমার স্বপ্ন কি?তোমার পছন্দের রঙ কি?তোমার কোন না পাওয়া কোন অভিযোগ আছে কি?

🍂আপনার স্ত্রী কি মন খুলে আপনাকে সব কথা বলতে পারে?নিজেকে প্রশ্ন করুন।একটা বার স্ত্রীকে জিজ্ঞাসা করুন।তার মনের কথা শুনুন।বাচার জন্য মনের কথা শেয়ার করা খুব দরকার।আর স্বামী হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় বন্ধু।স্ত্রীকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন,বন্ধুর মতো আচরন করুন।জমিয়ে স্ত্রীর সাথে আড্ডা দিন,গল্প করুন।

🔻স্ত্রীকে মূল্য দিন।তাকে স্ত্রী ভাবার আগে একজন মানুষ ভাবুন।তার আবেগ তার ভাবনাকে মূল্য দিন।দেখবেন আপনার সংসার টা সুখের স্বর্গ হয়ে গেছে।
ওপরওয়ালা স্ত্রী নামের নারীটাকে আপনার জন্য দুনিয়ায় পাঠিয়েছে।সে আপনার জীবনের হালাল সঙ্গী।তার মাঝেই আপনার জন্য সকল রহমত বরকত নিহিত.
゚viralシ

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বা...
21/03/2025

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।
তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে।

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।

স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন ??

মেয়ে বলে ?? মেয়ে বলে কি মানুষ না ??
আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে ??
না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্।শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে। না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা আল্লাহ্ র কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম।
আমার কথা না হাদিসের কথা
Collected ゚viralシ

কথা ঠিক নাকি?  ゚viralシ
20/03/2025

কথা ঠিক নাকি?
゚viralシ

17/03/2025

Our friends plz like follow and comments ❤️

 ゚viralシ
17/03/2025

゚viralシ

Address

Haluaghat Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Tithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share