06/05/2025
স্ত্রীর মৃত্যুর খবরে বা আশংকাজনক অবস্হার খবরে শতকরা ৭০ ভাগ পুরুষ নিষ্ক্রিয়তা দেখায় ,
রিয়েক্টই করেনা । বাকী ৩০ ভাগ পুরুষের চোখে জল গাঢ় হয় ।
এই যে ৭০ ভাগ পুরুষ তাদের মধ্যে ৩০-৪০ শতাংশকেই মনে মনে খুশী মনে হয় আমার কাছে , তারা ট্রিটমেন্ট কনটিনিউ করতে গড়িমসি শুরু করে , একটু পরপর জিজ্ঞেস করে রোগী আর কতোক্ষণ বাঁচবে ? " কোনো লাভ না থাকলে জানিয়ে দিন - রোগী নিয়ে চলে যাই " - এই টাইপের আচরণ ! অথচ তারা দিব্যি ভুলে যায় - এই মানবী তার জন্য , তার পরিবারের জন্য কতোটুকু শ্রম দিয়েছিলো !
এরাই আবার হাত পা ছড়িয়ে কান্দে - যখন দেখে পুরা সংসারটা স্রেফ একজন নারী না থাকার কারণে লন্ডভন্ড হয়ে যাচ্ছে ।
এদের ৫০ শতাংশই নতুন বিবাহ করার জন্য উদগ্রীব হয় , শারিরীক কামনার চেয়েও লন্ডভন্ড সংসার টিকানোটাই তার কাছে প্রাধাণ্য পায় । বাকী ২০ শতাংশ চরম প্রেমিক হয়া যায় , সারাদিন বিলাপ করে , বৌরে ডাকে , তজবিহ জঁপে । আমার এক যুগের বেশি চিকিৎসক জীবনের অভিজ্ঞতা এমনই ।
পুরুষ আসলেই এক আজব জাত !