28/09/2025
প্রিয় সদস্যবৃন্দ প্রতিবারের ন্যায় বাৎসরিক ফি (২০০) দুইশত টাকা ধার্য করা হয়েছে, পরিশোধের সময় ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত..যারা নির্ধারিত সময়ে কোন সুনির্দিষ্ট কারণ ব্যতীত বাৎসরিক ফি পরিশোধ করতে ব্যর্থ হবেন তারা বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমির কোন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না, আশাকরি যথাসময়ে আপনারা ফি পরিশোধ করবেন।
বিশেষ দ্রষ্টব্য- সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই বাৎসরিক ফি পরিশোধ করতে হবে।
যারা এখনো ভর্তি হতে পারেননি তাদেরকে এই সময়ের মধ্যেই ভর্তি হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
যোগাযোগের ঠিকানা-
মোবাইল,whatsapp,বিকাশ :- 01728222221
বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমি কার্যালয়,
হোটেল ইমেক্স রোড, উত্তর বাজার,
হালুয়াঘাট, ময়মনসিংহ।
অনুরোধক্রমে-
বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমি,
হালুয়াঘাট, ময়মনসিংহ।