Bijoy Smrity Cricket Academy

Bijoy Smrity Cricket Academy Thanks a lot for visiting us
(1)

28/07/2025

এটিকে কি পুল শট বলা যাবে ?

23/07/2025

এই শটকে কি ভালো কাভার ড্রাইভ বলা যাবে?

TEAM: DESTRUCTIVE FIGHTERS ৩ ম্যাচের রোমাঞ্চকর সিরিজে ২-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে!🏟️ আজকের ফাইনাল ম্যাচে তারা দেখিয়...
18/07/2025

TEAM: DESTRUCTIVE FIGHTERS ৩ ম্যাচের রোমাঞ্চকর সিরিজে ২-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে!

🏟️ আজকের ফাইনাল ম্যাচে তারা দেখিয়েছে এক কথায় বিধ্বংসী পারফরম্যান্স — মাত্র ৮ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের কাছ থেকে!

💯 আজকের ম্যাচের সুপারস্টার:
সাব্বির—যিনি ব্যাট হাতে মাঠে ঝড় তুলে দিয়েছেন!
মাত্র ৪২ বলে অসাধারণ ১০০ রান, পুরো মাঠ যেন তার ব্যাটে কাঁপছিল! তিনি হয়ে উঠেছেন আজকের Man of the Match।

🏆 সিরিজ জয়ের নেপথ্য নায়ক:
সোহেল—পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, ব্যাটে-বলে দলকে নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছেন। তাই তিনি হয়েছেন Man of the Series।

---

💬 এই সিরিজ ছিলো শুধু খেলা না — এটা ছিলো এক আবেগ, এক যুদ্ধ, এক প্রেরণা!
এখন থেকেই প্রস্তুতি নিন আগামী সিরিজের জন্য — হয়তো পরবর্তী Man of the Match কিংবা Man of the Series আপনি হতে চলেছেন! 🏏✨

⚔️ পরবর্তী সিরিজে দেখা হবে আরও উত্তেজনা নিয়ে! সবাই প্রস্তুত হন।

আজ ১৭ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে Destructive Fighters ২৬ রানে দুর্দান্ত জয় লাভ করেছে।ম্যান অব দ্য ম্যাচ: সোহেল – ৮০ রা...
17/07/2025

আজ ১৭ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে Destructive Fighters ২৬ রানে দুর্দান্ত জয় লাভ করেছে।
ম্যান অব দ্য ম্যাচ: সোহেল – ৮০ রানের ইনিংস ও বোলিংয়েও দুর্দান্ত ভূমিকা।

সিরিজ এখন ১-১ সমতায় ফিরেছে।
📢 আগামীকাল ১৮ জুলাই শুক্রবার বিকাল ৩টায় হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে হবে সিরিজের ফাইনাল ম্যাচ।
🔥 সবাই আমন্ত্রিত ম্যাচ উপভোগ করতে! ✅

প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে Destructive fighters versus fabulous eleven এর মধ্যকার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যা...
16/07/2025

প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে Destructive fighters versus fabulous eleven এর মধ্যকার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ আপাতত স্থগিত করা হলো, উইকেট কভার দিয়ে ঢেকে এবং মাঠকে বাঁচাতে যারা কষ্ট করেছেন সেই সকল সদস্যদেরকে আমাদের একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের পরিশ্রম বৃথা যেতে দেবো না, আশা করি আরও ভালো কিছু অপেক্ষা করছে এই সিরিজে, ইনশাল্লাহ আগামীকাল থেকে আবহাওয়া ভালো হলে সিরিজের বাকি ম্যাচ দুইটি খেলতে সবাই যথাসময়ে মাঠে চলে আসবেন, দর্শকদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি।

আজকের প্রথম সিরিজ ম্যাচে Fabulous Eleven ৫ উইকেটে জয় লাভ করে দুর্দান্তভাবে।Destructive Fighters প্রথমে ব্যাট করে ২৫৩ রান...
14/07/2025

আজকের প্রথম সিরিজ ম্যাচে Fabulous Eleven ৫ উইকেটে জয় লাভ করে দুর্দান্তভাবে।
Destructive Fighters প্রথমে ব্যাট করে ২৫৩ রানের লক্ষ্য দেয়। জবাবে Fabulous Eleven মাত্র ৫ উইকেট হারিয়ে এবং ৪ ওভার ৪ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী – ২৮ বলে ঝড়ো ৭৬ রান।

📢 আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়।
ম্যাচের সব আপডেট পেতে এই পেইজে চোখ রাখুন! ✅

📢 তিন ম্যাচের ক্রিকেট সিরিজের ঘোষণা 🏏একটি উত্তেজনাপূর্ণ তিন ম্যাচের ক্রিকেট সিরিজ আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে হাল...
13/07/2025

📢 তিন ম্যাচের ক্রিকেট সিরিজের ঘোষণা 🏏

একটি উত্তেজনাপূর্ণ তিন ম্যাচের ক্রিকেট সিরিজ আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে।
প্রতিদিন বিকাল ৩টা থেকে খেলা শুরু হবে।

🗓️ তারিখ: ১৪, ১৫ ও ১৬ জুলাই
📍 স্থান: হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ
🕒 সময়: প্রতিদিন বিকাল ৩টা

এই রোমাঞ্চকর সিরিজে মুখোমুখি হবে দুটি শক্তিশালী দল:

---

🟦 TEAM: FABULOUS ELEVEN

1. Noman (Captain)

2. Tanna

3. Asif

4. Durjoy

5. Mehedi

6. Walid

7. Proshen

8. Pranto

9. Shafiq

10. Rifat

11. Nitul

12. Pushan

13. Ratul

14. Tripto

15. Shahin

16. Rohit

---

🟥 TEAM: DESTRUCTIVE FIGHTERS

1. Aoyan (Captain)

2. Khokan

3. Sabbir

4. Shakil

5. Arif

6. Shohel

7. Mosharf

8. Munna

9. Yasin

10. Bakir

11. Hridoy

12. Saurav

13. Shuvo

14. Rajib

15. Badol

16. Al-Amin

---

🏆 উপভোগ্য ম্যাচ, সম্মানের লড়াই!
সকল ক্রিকেটপ্রেমীকে খেলা উপভোগের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।
নিজ নিজ প্রিয় দলকে উৎসাহ দিন, আর মাঠে গিয়ে উপভোগ করুন ক্রিকেটের উত্তাপ!

📣 মাঠে সময়মতো উপস্থিত থাকুন —
ম্যাচটি ২০ ওভারে শুরু হবে

শুভ জন্মদিন বিল্লু পুটু !গেল বছর জুলাইয়ের ১১ তারিখে জন্মগ্রহণ করে এই বিড়ালটি, তার জন্ম আমার কাছে ছিলো আনন্দের উপলক্ষ ক...
11/07/2025

শুভ জন্মদিন বিল্লু পুটু !

গেল বছর জুলাইয়ের ১১ তারিখে জন্মগ্রহণ করে এই বিড়ালটি, তার জন্ম আমার কাছে ছিলো আনন্দের উপলক্ষ কারণ আমার আগের বিড়ালটি এর জন্মের মাত্র কয়েকদিন আগেই অসুস্থ হয়ে মারা যায়, এর দুই বছর আগে আরও একটি বিড়াল হারিয়ে যায়, যার কারণে তাকে আমরা বিশেষ যত্ন সহকারে রাখছি, যদিও এরপরেও আরও একটি বিড়ালের জন্ম হয়েছে এবং তাকে আমরা লালন পালন করছি, প্রাণীদেরকে ভালবাসুন দেখবেন ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, ভালো থাকুক পৃথিবীর সকল প্রাণী জগৎ।

বিশেষ দ্রষ্টব্য: - কমেন্টে ছোট বিড়ালটির ছবি আছে ও দুই বছর আগে হারিয়ে যাওয়াটির ভিডিও আছে এবং গেল বছর মারা যাওয়া ছাই কালার বিড়ালের ভিডিও আছে।

09/07/2025

এটাই ফুটবল, রিয়াল মাদ্রিদ যদি চার গোল হজম করতে পারে পিএসজির বিরুদ্ধে তাহলে ইন্টার মিয়ামির দোষটা কোথায়? বোঝাই যাচ্ছে কি দুর্দান্ত ফর্মেই না আছে পিএসজি, সেই তুলনায় ভালোই খেলেছিল মিয়ামি, আরও অনেক কিছুই জেতার বাকি প্যারিসের এই দুর্দান্ত ক্লাবটির, দেখে মনে হচ্ছে ভীষণ ক্ষুধার্ত, যদিও আমি তাদের সমর্থক নই, তবে একজন ফুটবল সমর্থক হিসেবে অত্যন্ত উপভোগ্য ছিল ম্যাচটি আমার জন্য, এমন ম্যাচ আরও অনেক অনেক দেখতে চাই, আর প্রিয় দল যদি এমন খেলা খেলতে পারে তাহলে তো সোনায় সোহাগা, জয় হোক ফুটবলের।

09/07/2025

সিরিজের প্রস্তুতির জন্য ভীষণ বৃষ্টির মধ্যেও শেষের কয়েকটি ওভার শেষ করেছে আমাদের একাডেমির ক্রেজি ছেলেরা, ম্যাচটি হয়েছিল ১০ ওভারে, যারা পরে ব্যাট করেছিলেন তারা বৃষ্টির প্রকোপে পড়েছিলেন শেষ কয়েক ওভারে, তবুও থেমে না থেকে ম্যাচটি তারা শেষ করেছে অবিশ্বাস্যভাবে, বাংলাদেশের আর কোথায় এমন ক্রেজিভাবে ম্যাচ শেষ হয় বৃষ্টির মধ্যেও আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না।

বিশেষ দ্রষ্টব্য:- কমেন্টে পুরো ম্যাচের স্কোর কার্ড দেওয়া আছে।

08/07/2025

আমার ঠান্ডা জনিত সমস্যার সর্বশেষ আপডেট দিচ্ছেন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ডাক্তার এ.কে.এম সিদ্দিকুর রহমান, অত্যন্ত কো-অপারেটিভ একজন মানুষ, মহান আল্লাহতালা উনাকে আরও অনেক বেশি সেবামূলক কাজ করার সুযোগ করে দিক, আমার জন্য আপনাদের কাছে আরও একবার দোয়া প্রার্থনা করি।

Address

Haluaghat Upazila
2260

Telephone

+8801712343932

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Smrity Cricket Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijoy Smrity Cricket Academy:

Share