08/10/2025
অসাধারণ পারফরম্যান্স! 🔥 TEAM FABULOUS ELEVEN ৩ ম্যাচের সিরিজে TEAM: DESTRUCTIVE FIGHTERS-কে ৩-০ ব্যবধানে পরাজিত করে সিরিজ জয়লাভ করেছে! 🎉🏆
সেরা পারফর্মাররা.....
এই সিরিজ জয়ের পিছনে যাঁদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো:
* 🏏 ম্যান অফ দ্য টুর্নামেন্ট (Player of the Series): সোহেল! গোটা সিরিজে তাঁর ধারাবাহিক ও উজ্জ্বল পারফরম্যান্স তাঁকে এই সম্মান এনে দিয়েছে।
* 🌟 তৃতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ (Man of the Match): সুব্রত সরকার সুবীর! শেষ ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরমেন্স দলকে জয় এনে দিয়েছে।
সকলকে অনেক অভিনন্দন! অভিনন্দন টিম ফ্যাবুলস ইলেভেন! 🥳