
14/04/2022
প্রফেসর ড.আসাদুল্লাহ আল গালিব স্যার আমার দেখা বাংলাদেশের একজন শীর্ষ স্থানীয় আলেম, যিনি একাধারে পাঁচ ভাষার (বাংলা, ইংরেজী, আরবী, ফার্সি, উর্দূ) সমমানের পন্ডিত। যিনি শিরক ও বিদাতের বিরুদ্ধে এক বিলিষ্ঠ কণ্ঠস্বর। স্যারের বক্তব্য যতই শুনছি ও তার লিখা বই পরছি, ততই মুগ্ধ হচ্ছি। তার লিখা রাসূল সাঃ এর জীবনী, "সিরাতে রাসূল সাঃ " বইটি বাংলা ভাষায় লিখা শ্রেষ্ট সিরাত গ্রন্থ। স্যারের লিখা থিসিস, ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন, যেটা থিসিস করে তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, সেটা এক কথায় অসাধারণ। অন্তর থেকে স্যারের জন্য দোয়া রইলো। আল্লাহ তুমি স্যারের ইসলামের জন্য খেদমত গুলো কবুল করো এবং ভূলত্রুটি গুলো ক্ষমা করো। স্যারকে হায়াতে তৈয়বা দান করো।। আমিন।।