Mr Rahim

Mr Rahim I love money more than Women

১+১=২ এর মত, অডিয়েন্সকে কাস্টমার বানানোর সিম্পল ম্যাথ.. 😎তাজমহল তৈরি করতে শাহজাহান প্রথমে কি করেছিলেন জানেন? জমি কিনেছিল...
13/08/2025

১+১=২ এর মত, অডিয়েন্সকে কাস্টমার বানানোর সিম্পল ম্যাথ.. 😎

তাজমহল তৈরি করতে শাহজাহান প্রথমে কি করেছিলেন জানেন? জমি কিনেছিলেন? না তিনি গল্প বানিয়েছিলেন।

শাহজাহান যদি সরাসরি লোকজনকে বলতেন, “আমি একটা সাদা মার্বেলের বিল্ডিং বানাবো,” তা হলে হয়তো কেউ বিশেষ পাত্তা দিত না।

কিন্তু তিনি এমন এক গল্প বানালেন মমতাজের প্রতি ভালোবাসার গল্প, যা শোনার পর মানুষ আজও কেঁদে ফেলে। বিল্ডিংটা এখন শুধু স্থাপত্য নয়, বরং এটা একটা Narrative Asset।

এখন, fCommerce এর বাস্তবতা আপনি হয়তো একটা চমৎকার কেক বিক্রি করছেন, কিন্তু আপনার পোস্টে কোনো গল্প নেই। ফলাফল? নো এটেনশন...

সো, এজন্য অডিয়েন্স কে কাস্টমারে কনভার্ট করার সিম্পল একটা ম্যাথ আজ শেখাবো।

১. Story Hook → Attention কাঁটার মত গেঁথে দেওয়া

ব্র্যান্ড Nike ২০১২ লন্ডন অলিম্পিকের সময় “Find Your Greatness” ক্যাম্পেইনে কি করেছিল জানেন?
ওরা কোনো সুপারস্টার দেখায়নি একজন ওভারওয়েট পারসনকে দেখিয়েছে, ভোরবেলায় দৌড়াচ্ছে।
এই স্টোরি-হুক প্রমাণ করে যে আপনার গল্প গ্রাহকের জীবনের সঙ্গে মিলে গেলে সে স্ক্রল থামায়।

ধরুন আপনি হিজাব বিক্রি করছেন।
সরাসরি লিখলেন “শুধু আজ ১০% ডিসকাউন্ট” এটা হবে লটারির পোস্টারের মত।

কিন্তু যদি বলেন “একজন কর্মজীবী মা যিনি নিজের ফ্যাশনের জন্য খুঁজছিলেন এমন কিছু যা অফিসে মানায়”এটা হলো contextual hook।
বিক্রির আগে মন জেতা।

২. Messenger Capture → লিড হাতছাড়া না করা

ই-কমার্সে ইমেইল ক্যাপচার চলে, কিন্তু fকমার্সে মেসেঞ্জার হলো home turf।
Zara Bangladesh তাদের প্রাইভেট লঞ্চ লিস্ট শুধু মেসেঞ্জারের মাধ্যমে বানিয়েছিল, আর কনভার্শন রেট ছিল ৩১% যেটা গ্লোবাল ই-কমার্স গড়ের প্রায় দ্বিগুণ।
কারণ একবার আপনি মানুষের ইনবক্সে ঢুকে গেলে, আপনি সোশ্যাল অ্যালগরিদমের দয়ায় থাকেন না।

এখানে সিস্টেম লাগে অটোমেটিক রেপ্লাই, বায়ার ট্যাগিং, সেগমেন্টেড ব্রডকাস্ট।
যেনো আপনার প্রতিটি মেসেজ মনে হয় ১-টু-১ কনভারসেশন।

৩. Nurture Sequence → ট্রাস্ট গড়া

Patagonia একটা আউটডোর ব্র্যান্ড তাদের ৬০% কন্টেন্ট শুধু প্রোডাক্ট নয়, এনভায়রনমেন্টাল একশন নিয়ে।

Result? গ্রাহক ভাবে “ওরা আমাদের মতই ভাবে।”
এই ট্রাস্টের দাম মার্কেটিং ROI তে পরিমাপ করা যায় না, কিন্তু লয়্যালটি ডাটায় দেখা যায় Patagonia গ্রাহকদের ৭০% পাঁচ বছরের বেশি সময় ধরে তাদের কাছ থেকে কিনছে।

Fকমার্সে আপনি এটা করতে পারেন:

কাস্টমার রিভিউ শেয়ার

“বিহাইন্ড দ্য সিন” ভিডিও

গ্রুপে এক্সক্লুসিভ টিপস

এগুলো আপনার পেজকে কেবল প্রোডাক্ট লিস্টিং না, বরং কমিউনিটি হাব বানাবে।

৪. Clear Offer → পরের চ্যাপ্টারে নিয়ে যাওয়া

এখানে অফার মানে শুধু ডিসকাউন্ট নয় Narrative Continuity।
মুভি Inception যদি “To be continued…” ছাড়া শেষ হতো, তবে দর্শকরা এতদিন পরও ড্রিম লেভেলের ডিবেট করত না।
আপনার fকমার্স পোস্টও শেষ হবে এমনভাবে যাতে পাঠক মনে করে, এখনই অ্যাকশন না নিলে আমি এই গল্পের বাইরে চলে যাবো।

উদাহরণ:
“আজকের লাইভে যারা আছেন, তারা পাবেন কালকের প্রাইভেট কালেকশনের এক্সেস পাবলিক লঞ্চের ২৪ ঘণ্টা আগে।”
এটা scarcity + privilege দুটোই দেয়।

গ্লোবাল ব্র্যান্ড হোক বা বাংলাদেশের ফেসবুক পেজ Story + System ফর্মুলা একই।
গল্প মন জিতবে, সিস্টেম ধরে রাখবে, অফার সেল করবে।

স্টোরি ছাড়া fকমার্স মানে হল সিনেমা হলের পোস্টারে শুধু “টিকিট কিনুন” লেখা, আর সিস্টেম ছাড়া মানে হল হলরুমে লোক ঢুকছে কিন্তু চেয়ার নেই।

But wait, this is just the beginning! 😏
Want to go next-level?

Hit and smash the follow button::
💥💥💥

Tomorrow at 5PM - I’m dropping more gems! 🔥

এডিটর দের দৃষ্টি আকর্ষণ করছিদরজা টা সোজা করে দিন প্লিজ নাহলে সবাই বুঝে যাবে🙂
11/08/2025

এডিটর দের দৃষ্টি আকর্ষণ করছি
দরজা টা সোজা করে দিন প্লিজ নাহলে সবাই বুঝে যাবে🙂

এখন কি করবো?
10/08/2025

এখন কি করবো?

কি করলে এঔ ব্যাকটেরিয়া আক্রমণের শিকার হতে পারবো?
27/07/2025

কি করলে এঔ ব্যাকটেরিয়া আক্রমণের শিকার হতে পারবো?

Mood swings be like:Meme Credit - Ahm Shakil
26/07/2025

Mood swings be like:

Meme Credit - Ahm Shakil

আমরা বাঙালি—তিলকে তাল বানানো আমাদের সহজাত স্বভাব!২১শে জুলাই, মাইলস্টোন কলেজের পাশে যে বিমান বিধ্বস্ত হলো, সেই ঘটনাস্থলে ...
23/07/2025

আমরা বাঙালি—তিলকে তাল বানানো আমাদের সহজাত স্বভাব!
২১শে জুলাই, মাইলস্টোন কলেজের পাশে যে বিমান বিধ্বস্ত হলো, সেই ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম। অনেক কিছু আমার নিজের চোখে দেখা।বিশ্বাস করুন, সেখানে দায়িত্বপ্রাপ্ত আর্মি, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, স্বেচ্ছাসেবক দল—সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে উদ্ধারকাজে নিয়োজিত ছিল। কারও চোখে অবহেলা ছিল না। কেউ বসে ছিল না।

এই ছবিতে যে আর্মি ভাইটিকে আপনারা দেখছেন, তাকে আমি বারবার ছোটাছুটি করতে দেখেছি—কারো জীবন বাঁচাতে, কারো সহায়তায়, কারো কান্না থামাতে। সেই নিষ্ঠা, সেই মানবতা দেখে আমার মনে হলো—এই ছবিটা তোলা উচিত, ইতিহাসের সাক্ষী রাখতে।

একটা দুর্ঘটনা মানেই নাটক নয়!

আমরা জাতি হিসেবে ঘটনার সত্যতা জানার আগেই সিদ্ধান্তে পৌঁছে যাই। কেউ বললো, বিমান স্কুলে ফেলে দিয়েছে ইচ্ছা করে! কেউ বললো, এটা বিএনপি-আওয়ামী লীগের ষড়যন্ত্র! কেউ বললো, ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তাই এই দুর্ঘটনা।
আর কেউ কেউ তো বলে ফেলল, পাইলট প্যারাশুট নিয়ে আগেই ঝাঁপিয়ে বাঁচে গেছে!

ভাই, আসল কথা হলো—আমরা এখন আর সত্য জানার আগ্রহী না, আমরা শুধু তথ্যবিহীন গুজব ছড়াতে ভালোবাসি।

উদ্ধার কাজের বাস্তব চিত্র ছিল ভিন্ন

অনেকেই বলছে, পানি পাওয়া যায়নি, অথচ আমি নিজ চোখে দেখেছি পিকআপ ভর্তি পানি, ভ্যান ভর্তি পানি নিয়ে স্বেচ্ছাসেবকরা ছোটাছুটি করছে।
পানির অভাব ছিল না, বরং যারা সেগুলো নিতে পারবে—তাদেরই সংকট ছিল।

তবুও সোশ্যাল মিডিয়ায় আমরা চালিয়ে দিলাম: "২ লিটার পানি ৬০০ টাকা"!
একটুও যাচাই না করে। না দেখে, না শুনে, না জেনে।

উদ্ধার কাজে বাধা, আর তার পেছনের বাস্তবতা

হাজার হাজার মানুষ একসাথে ভিড় জমায়। কেউ যায় ভিডিও করতে, কেউ লাইভ দিতে, কেউ কৌতূহল নিয়ে, কেউ আবার সুযোগ নিতে।
এই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়—তখন আমরা বলি: "আর্মি মানুষ মারতেছে!"

কিন্তু ভাই, আপনার বাসার সামনে যদি ৫০০০ মানুষ একসাথে দৌড়াদৌড়ি করে, আপনি তখন কী করতেন?

স্কুল কেন থাকবে? বিমান কেন ওখানে উড়বে?

এই প্রশ্নগুলো করার আগে আমাদের জানা দরকার, মাইলস্টোন কলেজ সেখানে আজ হঠাৎ গড়ে ওঠেনি। বিমানবাহিনীর ট্রেনিং এরিয়ার পাশেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল, আছে।
তাহলে এখন হঠাৎ করে এসব প্রশ্ন আসে কেন?

কারণ, আমরা ইতিহাস জানি না, জানতে চাই না, শুধু মতামত দিতে চাই।

---

আমরা আসলে কোন জাতি?

আমরা এমন একটা জাতি, যারা অসত্যের

21/07/2025

"যার কমেন্টের রিপ্লাই থাকবে না" সে পেয়ে যাবে আমার তরফ থেকে তার পছন্দের ৩ টি বই এবং ২০০০ টাকা!

খোদার দোহাই লাগে রাজ তুই ফিরে আয়। তুই তো এই পাগলের সাথে আকাম করে পালিয়ে বেচে গেছিস কিন্তু আমরা কোথায় পালাবো?😭 মোবাইল হাত...
13/07/2025

খোদার দোহাই লাগে রাজ তুই ফিরে আয়। তুই তো এই পাগলের সাথে আকাম করে পালিয়ে বেচে গেছিস কিন্তু আমরা কোথায় পালাবো?😭
মোবাইল হাতে নিলেই তোর নুপুরের ভয়ংকর চেহারা দেখতে হচ্ছে।🤦‍♀️

পৃথিবী একটা পা'গ'লা গা'রদ আর বাংলাদেশ তার সদর দপ্তর।😒 পরের জন্মে ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডায় পাঠিও খোদা!😭

আপনার চাঁদা হিসাব করুন এখন আরো সহজে আর কম সময়ে🥰🥰
13/07/2025

আপনার চাঁদা হিসাব করুন এখন আরো সহজে আর কম সময়ে🥰🥰

আমি চাঁদা দিচ্ছি, আপনিও দিচ্ছেন তো???
13/07/2025

আমি চাঁদা দিচ্ছি, আপনিও দিচ্ছেন তো???

এরা পাথর মে রে ব্যাবসায়ী হ ত্যাকারি। ফা শি চাইলে লাইক দিন।
12/07/2025

এরা পাথর মে রে ব্যাবসায়ী হ ত্যাকারি।
ফা শি চাইলে লাইক দিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদা...
12/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।

Address


Telephone

+8801719549936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share