03/07/2025
সুপ্রিয় নওগাঁবাসী
আপনাদের সবাইকে বিপ্লবী সালাম এবং অন্তরের গভীর থেকে শুভেচ্ছা জানাই। আগামী ৫ই জুলাই ২০২৫, শনিবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রিয় নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক "জুলাই পদযাত্রা"। এই পদযাত্রা শুধু একটি মিছিল নয়, এটি একটি গণঅভ্যুত্থানের স্মৃতি, একটি চেতনার জাগরণ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত শপথের প্রতীক।
এই ঐতিহাসিক পদযাত্রায় আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবেন জুলাই বিপ্লবের নায়কগণ। তাদের মধ্যে রয়েছেন ছাত্র আন্দোলনের পুরোধা নাহিদ ইসলাম, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, আখতার হোসেন সাহসী কণ্ঠস্বর হাসনাত আব্দুল্লাহ, সাংগঠনিক মেধার প্রতীক সারজিস আলম, আপনাদের সুপরিচিত ডাঃ তাসনিম জারা, এবং আমাদের নওগাঁর গর্ব, ডাকসুর সুফিয়া কামাল হলের সাবেক সাধারন সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা মনিরা শামিন। এছাড়াও সাথে থাকবেন এনসিপির আরও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীবৃন্দ, যারা একটি নতুন ইতিহাস রচনার লক্ষ্যে একসাথে এগিয়ে চলেছেন।
যারা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র গঠনে বিশ্বাসী। যারা মনে করেন তরুণদের নেতৃত্বে একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব, তাদের জন্যই এই আহ্বান। জুলাই বিপ্লবে আপনারা যেভাবে অংশগ্রহণ করেছিলেন, ঠিক সেই একই উৎসাহ ও সাহসিকতা নিয়ে আপনার পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাইকে সঙ্গে নিয়ে এই বিপ্লবী পদযাত্রায় যোগ দিন।
আসুন, একসাথে হাঁটি, একসাথে স্বপ্ন দেখি এবং একসাথে গড়ি আমাদের বৈষম্যহীন বাংলাদেশ।
তারিখ: ৫ই জুলাই ২০২৫, শনিবার
স্থান: নওগাঁ নওযোয়ান মাঠ
সময়: বিকেল ৫টা
________________________________________
ঘোষণায়:
খন্দকার তারিকুল ইসলাম দীপু,
যুগ্ম সমন্বয়ক, নওগাঁ জেলা এনসিপি
দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ,
সদস্য, নওগাঁ জেলা এনসিপি।