Banggalir Bhoj

Banggalir Bhoj cooking

লাল জামদানী। নিতে চাইলে ইনবক্স করুন৷ বানিয়ে দেওয়া যাবে। Pic collected
09/07/2025

লাল জামদানী। নিতে চাইলে ইনবক্স করুন৷ বানিয়ে দেওয়া যাবে।
Pic collected

হলুদিয়া পাখি।হলুদ জামদানী। আমার পছন্দের সবচেয়ে প্রিয় একটা রঙ। কি যে ভালো লাগে হলুদ জামদানী। বসন্তের শুরু হোক বা কারো নতু...
06/07/2025

হলুদিয়া পাখি।
হলুদ জামদানী। আমার পছন্দের সবচেয়ে প্রিয় একটা রঙ।
কি যে ভালো লাগে হলুদ জামদানী। বসন্তের শুরু হোক বা কারো নতুন জীবনের শুরুতে হলুদ ছোঁয়ার অনুষ্ঠানেই হোক এ যেনো এক স্বর্গীয় রঙ। এই বিশেষ দিনটি কে আরো বিশেষ করতে হলুদ রঙ এর জুরি নেই। এই বিশেষ দিনে হলুদ রঙ এ মেয়েদের দেখায় আরো সুন্দর। আর তা যদি হয় হলুদ জামদানী তাহলে তো আর কোন কথাই নেই। হকুদ জামদানীতে মেয়েদের কি যে সুন্দর দেখায় 🥰

অর্ডার করতে ইনবক্স করুন।
স্টুডেন্ট বাজেট জামদানী, যা পেয়ে যাচ্ছেন অল্প মূল্যে।

আসছে দূর্গা পূজা।লাল, সাদা জামদানী, অষ্টমীর অঞ্জলি দেওয়া বলুন দেখি কম্বিনেশন টা কেমন। এ এক অন্যরকম অনুভুতি। বাঙ্গালির কা...
04/07/2025

আসছে দূর্গা পূজা।
লাল, সাদা জামদানী, অষ্টমীর অঞ্জলি দেওয়া বলুন দেখি কম্বিনেশন টা কেমন। এ এক অন্যরকম অনুভুতি। বাঙ্গালির কাছে দূর্গা পূজা মানে পুরো এক বছরের অপেক্ষার অবশান। লাল সাদা কম্বিনেশন, সিথিতে সিঁদুর, হাতে শাঁখা বাঙ্গালি বধু এ যেনো এক অপরূপা।

জামদানী শাড়ি নিতে চাইলে ইনবক্স করুন।

ঢাকাই জামদানী
03/07/2025

ঢাকাই জামদানী

23/04/2025

যে মেয়ের রুপ আছে আর যে মেয়ের গুণ আছে সেসব মেয়েদের কপালে স্বামীর ভালোবাসা জুটে। আমার তো রুপ,গুণ কিছুই নাই

এই তোমরা সবাই gibli ( জিবলি) রে gibli (গিবলি)  বলছো কেন হুম?  তোমরা কি সব মুরুক্ষু
02/04/2025

এই তোমরা সবাই gibli ( জিবলি) রে gibli (গিবলি) বলছো কেন হুম? তোমরা কি সব মুরুক্ষু

আপনি যে বাঙ্গালি এইটা তার প্রমান লিজেন্ড রা বুঝবে বোকা বাচ্চারা তোমার বুঝবেনা হুমম
01/04/2025

আপনি যে বাঙ্গালি এইটা তার প্রমান
লিজেন্ড রা বুঝবে বোকা বাচ্চারা তোমার বুঝবেনা হুমম

আমার mature বর খেতে খেতে কার্টুন দেখে 😬
01/04/2025

আমার mature বর খেতে খেতে কার্টুন দেখে 😬

নাটোর জেলার মানুষ ছাড়া অন্য জেলার কেও চিনেন এই খাবার??  বলেন দেখি এর নাম কি??
27/03/2025

নাটোর জেলার মানুষ ছাড়া অন্য জেলার কেও চিনেন এই খাবার?? বলেন দেখি এর নাম কি??

চৈত্রের উত্তপ্ত দুপুরে বেলের শরবত খাও পিও শরীর ঠান্ডা থাকবে।
25/03/2025

চৈত্রের উত্তপ্ত দুপুরে বেলের শরবত খাও পিও শরীর ঠান্ডা থাকবে।

মাঝে মাঝে ভাবি যদি স্বর্গের অপ্সারার মত রুপ নিয়ে জন্মাতাম তাহলে কৌশলে বড়লোক বাড়ি কাজের বেটি হয়ে যেতেম। তারপর বড়লোক বাড়ির...
20/02/2025

মাঝে মাঝে ভাবি যদি স্বর্গের অপ্সারার মত রুপ নিয়ে জন্মাতাম তাহলে কৌশলে বড়লোক বাড়ি কাজের বেটি হয়ে যেতেম। তারপর বড়লোক বাড়ির পোলারে পটায় বিয়ে করে নিতাম৷

এ ছাড়া আর বড়লোক হওয়ার সুযোগ দেখছি না 😆😆🤭🤭

বউকে সাথে নিয়ে ঘুরতে বের হলে বা অন্যদের দেখায় ভালোবাসলে লোকে বউ পাগল বলবে, এই ভেবে যারা বউকে অবহেলা করে সে আসলে কোন দিন ...
18/02/2025

বউকে সাথে নিয়ে ঘুরতে বের হলে বা অন্যদের দেখায় ভালোবাসলে লোকে বউ পাগল বলবে, এই ভেবে যারা বউকে অবহেলা করে সে আসলে কোন দিন ভালো স্বামীই না।
সেই ব্যাক্তি শুধু অন্যদের থেকে প্রসংসা কুড়াতে চায়। লোকে বলবে অমক খুবি ভালো, সে বউ কে ওতো পাত্তা দেয়না। শুধু এই প্রসংসা টুকু তাকে আত্মসনষ্টি দেয়। সংসারে সুখ আর দেয়না।

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banggalir Bhoj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share