Rezaul360

Rezaul360 Hi! I am Rezaul Karim. I am a MERN Stack web programmer and web designer I am a MERN Stack web programmer and web designer. I love learning new things.

I have about five years of work experience in this field. If I were to describe myself in one sentence, it would be "I'm a speed learner." I started my coding journey in 2017. Coding is a passion for me. I love to code all day, I

feel proud of me when my code works. My vision is to teach programming to all people for free and make the world a better place. And I will prove that learning money is not a problem.

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে পারে...
24/04/2025

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে পারেন না।

যখন কোনো অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে যান, আর দেখেন অন্যদের তুলনায় সে যেন একদম ফিকে লাগছে।

শশুরবাড়িতে গিয়ে যখন বুঝতে পারেন, আপনাকে আর অন্য জামাইকে ভিন্নভাবে সম্মান দেওয়া হচ্ছে।

আপনার স্ত্রী যখন মন খারাপ করে থাকে, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারার বেদনা আপনাকে টাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেবে।

সন্তান যখন সাইকেলের বায়না ধরে, তখন বাবা হিসেবে টাকার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করবেন।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।

যখন আপনার কাছে টাকা নেই বলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।

যখন দেখবেন, টাকার অভাবে আপনার সন্তানকে তেমন কেউ আদর করে না, আত্মীয়স্বজনও দূরত্ব বজায় রাখে—তখন স্পষ্ট হবে টাকার মূল্য।

বিপদের সময় দেখবেন, টাকার অভাবে কেউ পাশে থাকে না, এমনকি যাদের টাকা আছে, তারাও সহানুভূতি দেখায় না। তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।

টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, প্রচুর টাকা কামাতে হবে। কারণ, জীবনের ৯০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব!

#সংগ্রহীত

23/04/2025

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা।"

এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব ল'ড়া*ই*য়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো—এই ল'ড়া*ই আমাদের আরও শক্তিশালী করে।

মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে, তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব।

যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা।

তাই, যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠছে—তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, "আমি পারব। আমার ভেতরের শক্তি অদম্য।"

সফলতা কেবল তাদেরই ধরা দেয়, যারা সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত। আজ ল*ড়া*ই করুন, কাল জয়ের গল্প লিখুন। বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে।

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
25/12/2024

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

02/10/2024

জাভাস্ক্রিপ্টের ইউজ কেসগুলোর মধ্যে অনেক জনপ্রিয় একটা শাখা হলো mobile app development.
জাভাস্ক্রিপ্টের অনেকগুলি ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন, রিয়েক্ট ন্যাটিভ, যা দিয়ে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে খুব সহজেই ক্রস প্ল্যাটফর্ম মোবাইল এপ্লিকেশন বানানো যায়।
জাভাস্ক্রিপ্ট বেজড / ক্রস প্ল্যাটফর্ম মোবাইল এপ্লিকেশনের সুবিধা হলো, সেম কোড-বেজে আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য মোবাইল আপ্লিকেশন বানানো সম্ভব।
একবার কোড করে মাল্টিপল প্ল্যাটফর্মে এপ বিল্ডের সুবিধার জন্য ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্কগুলি দিনকে দিন জনপ্রিয় হচ্ছে।
আর রিয়েক্ট ন্যাটিভ এই ক্রস প্ল্যাটফর্ম app development ফ্রেমওয়ার্কগুলির মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয়,
তাই জাভাস্ক্রিপ্ট এর ব্যবহারও দিনকে দিন বেড়ে চলেছে।

01/10/2024

আমার জীবনের যা পরিবর্তন সব ২০২০ থেকে ২০২৩ তিন বছরে হয়েছে।
আমার জীবনে এর আগের অর্জন বলতে কোনো কিছুই ছিল না, যা করেছিলাম তার সবই বানের পানিতে ভেসে গেছে।
গত তিন বছরে আমি যা করেছি আজ তাই আমি এই চেয়ে বেশি অর্জন আমার নেই।
আমার জীবনের লক্ষ্যের কাছে যেতে যে পরিশ্রমটুকু করা লাগবে তার ২ শতাংশ পরিশ্রম করেছি গত দুই বছরে বলে আমার মনে হয়,
লক্ষ্যে পৌচ্ছাতে আমার হয়তো আরও ১০ বছর লাগবে আল্লাহ যদি সেই পর্যন্ত বেঁচে রাখে এবং এ ১০ বছরে আমায় বাকি ৯৮ শতাংশ পরিশ্রম করা লাগবে।
দিন দিন আমার আরো পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি পাচ্ছে, নিজের কাজের প্রতি আমি অত্যন্ত মনোযোগী।
প্রতিদিন অনেক কিছু শেখার চেষ্টা করি, নিজের সময়কে নষ্ট খুব কম করি।
আমি আশাবাদী আমার আগামীর দিনগুলোতে অনেক ভালো কিছু হবে।

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি ...
28/09/2024

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,

"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন।
তাদের মাধ্যমে টাকা আয় করছেন।
যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।
" কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরােয়া করবে না। তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমর কাছ থেকে কত টাকা আয় করলাে?" বরং এটা কখনাে ভাববে না যে, "ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলাে?" আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলাে আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ।

26/09/2024

টাকা থাকলেই সুখ থাকবে তার কোন নিশ্চয়তা নেই, কারণ দুঃখি হওয়ার নানাবিধ কারণ থাকে।
তবে এটা ভাবার কোন কোন কারণ নেই যে,টাকা সুখের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
মনে রাখা দরকার টাকা কিন্তু সুখের বাধা নয় বরং টাকা দুঃখ,দুর্দশার দুর করতে সাহায্য করে।
সুতরাং টাকা সুখের একটা সহায়ক, তবে এটি একমাত্র সহায়ক নয় -এই কথাটিও আমাদের ভুলে গেলে চলবে না!

24/09/2024

Life is Like a very Long Time Tv Show without A remote Control
আমি চাইলেই সুইচ অফ করে শো টা বন্ধ করে দিতে পারবো না যদি তিনি না চান যিনি শো টা চালু করেছেন তথা যিনি জীবন দান করেছেন আমাকে।
তাই কোনো ইচ্ছে না থাকলেও আমাকে বেঁচে থাকতে হবে।
যখন সময় হবে তখন ঠিকই চলে যাবো, তখন চাইলেও আর বেঁচে থাকতে পারবো না।

20/09/2024

মানুষের মৃত্যুর খবর শুনে আর কেমন যেন মনে কষ্ট হয় না, কেউ কষ্টে আছে শুনেও আর হৃদয়ে সহানুভূতি জাগে না। এর পেছনে আসল কারণ হচ্ছে আমরা অভ্যস্ত হয়ে গেছি।
আমাদের হৃদয় পাথর হয়ে গেছে।
এভাবে একটা সভ্যতা চলতে পারে না।
আমাদের পরবর্তী প্রজন্ম একটা কঠিন ভয়াবহতার মুখোমুখি হতে যাচ্ছে।
এবং আমরাও দিনে দিনে হয়ে উঠছি হিংস্র হায়েনার দল।

মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে যায়। তারা ঝগড়া করে, মারামারি করে, কিন্তু সবকিছুই করে বন্ধুর মতো। বাবার ...
15/09/2024

মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে যায়। তারা ঝগড়া করে, মারামারি করে, কিন্তু সবকিছুই করে বন্ধুর মতো।
বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটায় দূরত্ব থাকে বেশি, আবার টানও থাকে বেশি।
মেয়েরা ছোটবেলায় পুতুল খেলে, ছোটবেলায় বাবা হয়ে ওঠে মেয়ের পুতুল।
বাবার মাথার চুল আঁচড়ে দেওয়ার চেষ্টা করে দু–তিন বছরের কন্যা।
বালিকা আর বালিকা থাকে না, বাবার মায়ের ভূমিকা গ্রহণ করে।
আরেকটু বড় হলে বাবা-মেয়ের মধ্যে দূরত্ব বাড়ে, সেটা মেয়ের দিক থেকে।
বাবা কিন্তু রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পের মতো, সারাক্ষণ বুকপকেটে মেয়ের ছবি ধারণ করে রাখে।

অ্যাডভোকেট মানজুর আল মতিন ভাইয়ের কথা মনে আছে? ব্যাক্তি জীবনে সৎ ছিলেন এবং আছেন।জ্ঞান অর্জন করেছেন, দেশকে বুকের মধ্যে লাল...
09/09/2024

অ্যাডভোকেট মানজুর আল মতিন ভাইয়ের কথা মনে আছে?
ব্যাক্তি জীবনে সৎ ছিলেন এবং আছেন।
জ্ঞান অর্জন করেছেন, দেশকে বুকের মধ্যে লালন করেছেন, দেশের প্রয়োজনে মৃত্যুর সামনে দাড়িয়ে লড়েছেন, আন্দোলন শেষে ক্রেডিট নিতে ভুলে গিয়েছেন।
আসেন, আমরা সবাই মানজুর আল মতিন হই,
ক্রেডিট ভুলে দেশ পুনর্গঠনে মনযোগী হই।❤️

বাংলাদেশ জাতীয়তাবাদি আওয়ামিলীগ।।
04/09/2024

বাংলাদেশ জাতীয়তাবাদি আওয়ামিলীগ।।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rezaul360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rezaul360:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share