
24/04/2025
টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে পারেন না।
যখন কোনো অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে যান, আর দেখেন অন্যদের তুলনায় সে যেন একদম ফিকে লাগছে।
শশুরবাড়িতে গিয়ে যখন বুঝতে পারেন, আপনাকে আর অন্য জামাইকে ভিন্নভাবে সম্মান দেওয়া হচ্ছে।
আপনার স্ত্রী যখন মন খারাপ করে থাকে, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারার বেদনা আপনাকে টাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেবে।
সন্তান যখন সাইকেলের বায়না ধরে, তখন বাবা হিসেবে টাকার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করবেন।
পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।
যখন আপনার কাছে টাকা নেই বলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।
যখন দেখবেন, টাকার অভাবে আপনার সন্তানকে তেমন কেউ আদর করে না, আত্মীয়স্বজনও দূরত্ব বজায় রাখে—তখন স্পষ্ট হবে টাকার মূল্য।
বিপদের সময় দেখবেন, টাকার অভাবে কেউ পাশে থাকে না, এমনকি যাদের টাকা আছে, তারাও সহানুভূতি দেখায় না। তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।
টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, প্রচুর টাকা কামাতে হবে। কারণ, জীবনের ৯০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব!
#সংগ্রহীত