হেদায়েতের পথ

  • Home
  • হেদায়েতের পথ

হেদায়েতের পথ লা ইলাহা ইলল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ

26/06/2025
বিএনপির লক্ষিপুরের নেতা (কালো রানা )তার সন্ত্রাসী ছেলে রাহিম এবং তার সন্তাসী বউ মুক্তা এবং কালো রানা তার যেওস এবং তার ছে...
26/06/2025

বিএনপির লক্ষিপুরের নেতা (কালো রানা )তার সন্ত্রাসী ছেলে রাহিম এবং তার সন্তাসী বউ মুক্তা এবং কালো রানা তার যেওস এবং তার ছেলে মেয়েকে মেরে জখম করেছে।তারা তাদের বিএনপির পাওয়ার দেখিয়ে এমন সবজায়গাতেই করে ।শশুর বাড়ির জমি বিরোধের জেরে এরা পারিবারিক একটা মিটিংয়ে গিয়ে বৃহস্পতিবার ১.৩০ টার সময় এমন ঘটনা ঘটিয়েছে।তাদের সহযোগী হিসেবে রানার সাথে ছিলো , তার ছেলে রাহিম,ফারদিন,সুরিদ এরা ।রানার স্ত্রী মাঝে মাঝেই মায়ের বাড়ির সম্পত্তির জন্য নানান ভাবে প্ররোচনা দিয়ে তার বোনদেরকে ভাইয়ের উপরে চাপ প্রয়েগে উস্কানি দেয়।এই কারণেই ফ্যামিলি একটা মিমাংসার আয়োজন করলে সেখানে গিয়ে যে বোন সম্পত্তি নিবেনা তার উপরে চড়াও হয়ে চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তাকে মাড়তে থাকে।এসময় উক্ত বোনের ছেলে তার মাকে রক্ষা করতে আসলে সেখানে বিএনপি নেতা কালো রানা,তার ছেলে রাহিম,ফারদিন,সুরিদ এবং সাথি গিয়ে ঐ ছেলেটিকে এবং তার বাবাকে অস্ভ্বাবিক ভাবে মারতে থাকে এবং সেখানে লিড দেয় বিএনপির নেতা কালোরানা। একপর্যায়ে ছেলেটিকে মার্ডার করার হুমকি দেয়।এরা আত্নীয়দের পর্যন্ত তাদের পাওয়ার দেখায় এবং বাহিরেও যদিও এখনও তারা নির্বাচিত সরকার হয় নি (বিএনপি)।উক্ত বোন এবং বোনের স্বামী,ছেলে কোনভাবে তাদের প্রাণ নিয়ে রক্ষা পায়।এই সন্ত্রাসীদের কি কোন বিচার হবেনা❓️❓️❓️❓️
রানার স্ত্রী প্রায়ই সবার গায়ে হাত তোলে তার সামীর কারণে....আর তার ক্যাডার স্বামী আর ছেলে তাকে সেভ করে সবখান থেকেই। উক্ত সময়ে একটা সর্ণের চেইনও রানার স্ত্রী মুক্তা ছিনিয়ে নেয়...
থানায় অভিযোগ দায়ের করলেও মনে হয় না থানার একটিভিটি আছে।।।পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে...থানায় কেস করলে জানাতে বলেছে।এখন এর সুষ্ঠ বিচার চাই। এভাবেই কী এরা সবজায়গায় এদের পাওয়ার দেখাতে থাকবে...এই কয়জনের বিচার চাই। পুরো দেশবাসীর কাছে এদের বিচার চাই। আওয়ামীলীগের মতো গর্জে ওঠার আগেই এধরণের সন্ত্রাসীদের কে বিচারের আওতায় আনতে হবে।এরা এদের পরিবার,পরিজন,আত্নীয়দের কেও ছাড়ছে না....
সম্নানিত দেশবাসী আপনাদের সবার দৃষ্টি আকর্ষন করছি...ন্যায় বিচার চাই
ছবির কয়জন আসামী।

আসসালামুআলাইকুম সম্মানিত প্রিও দেশবাসী...দয়া করে পোস্টটি একটু পরুন কেউ এড়িয়ে যাবেন না...একজন দুঃখিনী মায়ের সন্তানকে ...
25/06/2025

আসসালামুআলাইকুম সম্মানিত প্রিও দেশবাসী...
দয়া করে পোস্টটি একটু পরুন কেউ এড়িয়ে যাবেন না...
একজন দুঃখিনী মায়ের সন্তানকে বাচানোর আকুতি। এই ছবিতে যেই মহিলাকে দেখছেন উনি উনার দুই ছেলে।এক ছেলেকে বেশকিছু বছর আগে লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা গেছে এখন তার বেচে থাকার শেষ অবলম্বন হিসেবে যেই ছেলেটি ছিলো সেও কিডনিতে পাথর আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে এই ছেলেটিকেও হয়তো হারিয়ে ফেলবে এই অভাগী মা।
আমাদের দেশে তো অনেক বিত্তবান এবং প্রবাসী ভাই বোনেরা আছেন...এবং অনেক হৃদয়বান ডাক্তার ও আছেন এই ছেলেটির চিকিৎসার জন্য মাত্র এক লক্ষ টাকা প্রয়োজন।
কিন্ত এই টাকাই এই অভাবী দিনমজুর মায়ের কাছে আকাশচুম্বি।
যদি আপনারা সাহায্য করেন তাহলে এই মায়ের বুকে তার সন্তানটা ফিরে আসবে....যোগাযোগ করুন সরাসরি এসে এই ছেলেকে সাহায্য করতে পারবেন।ওর অপারেশন খুব দ্রুত করাতে হবে।কোন ডক্টর যদি ফ্রিতে ওর অপারেশন করাতে চান তাহলে ভালো হয়।এবং ওষুধের ব্যাবস্থাও করে দিন.....লোকেশন নওগা সদর..নওগা জেলা,রাজশাহী বিভাগ।
পোস্টটি শেয়ার করে হলেও অন্তত এই মা টিকে সাহায্য করুন।
ধন্যবাদ
উক্ত নারীর সাথে যোগাযোগ করুন-01311693209

03/06/2025
02/06/2025
01/06/2025
30/05/2025
29/05/2025
28/05/2025
27/05/2025
26/05/2025
24/05/2025

Address


Telephone

+8801516722538

Website

Alerts

Be the first to know and let us send you an email when হেদায়েতের পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share