Akram's English Journey

19/07/2025

Big shout out to my newest top fans! আলো আক্তার গাজী, Puara Nara, HM Abdulla Sarkar AH, Hm Sabbir Romman

রংপুর নগরীতে একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বি স্ফো র ণে র ঘটনা ঘটেছে। স্টেশনটির রিজার্ভ ট্যাংকে গ্যাস লিকেজ মেরামতের স...
19/07/2025

রংপুর নগরীতে একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বি স্ফো র ণে র ঘটনা ঘটেছে। স্টেশনটির রিজার্ভ ট্যাংকে গ্যাস লিকেজ মেরামতের সময় ভেতরে জমে থাকা উচ্চচাপে ট্যাংকটি হঠাৎ বি স্ফো রি ত হয়।

ঘুমন্ত অবস্থায় ভাতিজাকে গলা কেটে হত্যা: চাচা গুরুতর আহত জামালপুর জেলার মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়নের ককোয়ালিকান্দি গ্রাম...
14/07/2025

ঘুমন্ত অবস্থায় ভাতিজাকে গলা কেটে হত্যা: চাচা গুরুতর আহত

জামালপুর জেলার মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়নের ককোয়ালিকান্দি গ্রামে ঘুমন্ত অবস্থায় কলেজ ছাত্র মাসুদকে (১৯) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আহত হয়েছেন মাসুদের চাচা রুবেল (২৬) নামে আরেক যুবক, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানা যায় শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ভাতিজা গলা কেটে হত্যা এবং চাচা কে হত্যার চেষ্টা করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জগলুল হক রিমু।

নিহত মাসুদ তেঘুরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং স্থানীয় বাসিন্দা সম্রাট প্রামাণিকের ছেলে। গুরুতর আহত রুবেল একই গ্রামের আলতাফুর রহমানের ছেলে। তারা দুজনেই প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল বলে জানা যায়।

আহত রুবেলের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে না থাকায় রুবেল ওই রাতে পাশের বাড়ির মাসুদকে নিজের ঘরে এনে সঙ্গে রাখেন। দীর্ঘক্ষণ ঘরের ভেতর কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা প্রথমে ডাকাডাকি করেন। দুপুর ১২টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে মাসুদকে গলাকাটা অবস্থায় মৃত এবং রুবেলকে গলায় রক্তাক্ত জখমসহ অচেতন অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা তৎক্ষণাৎ আহত রুবেলকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

13/07/2025

Welcome to my English journey

নিয়ামতপুরে দাদা নাতির মৃ*ত্যু এলাকায় শোকের ছায়া নিয়ামতপুরে নাকইল গ্রামের মোঃ সাব্বির রহমান (১৬)  পানিতে ডুবে রহ*স্যজ...
12/07/2025

নিয়ামতপুরে দাদা নাতির মৃ*ত্যু এলাকায় শোকের ছায়া

নিয়ামতপুরে নাকইল গ্রামের মোঃ সাব্বির রহমান (১৬) পানিতে ডুবে রহ*স্যজনক ভাবে মৃ*ত্যু বরন করে।
নাতির অস্বাভাবিক মৃ*ত্যুর বিষয়টি মেনে নিতে না পারায় আপন দাদা মোঃ আছির উদ্দিন (৫৫) স্টো*ক করে দাদা নাতি একসাথে পরকালের জীবনে চলে গেলেন ।

06/07/2025

নওগাঁর সাপাহারে জনসেবা ক্লিনিকে মেরিনা নামক এক প্রসূতির মৃত্যু হয়েছে। গতরাত ১২টার দিকে সিজারিয়ান অপারেশন করা হয়। পরে আজ বেলা ১১ টার দিকে মারা যান মেরিনা। মৃত মেরিনা পাতাড়ী বিশ্বাস পাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, জনসেবা ক্লিনিকের মালিক /পরিচালক হাফিজা ও অপারেশন করেছেন ডা. মোরশেদ মঞ্জুর কবির লিটন।
থানার অফিসার ইনচার্জ বলেন, আমাদের কাছে কেউ কোন প্রকার অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

14/06/2025

Expressing Emotions (অনুভূতি প্রকাশ)
I am feeling happy today. – আজ আমি খুশি বোধ করছি।
I am feeling sad because of the news. – খবর শুনে আমি দুঃখিত বোধ করছি।
I am excited about the trip. – ভ্রমণ নিয়ে আমি উত্তেজিত।
I am nervous about the exam. – পরীক্ষা নিয়ে আমি উদ্বিগ্ন।
I am feeling tired after work. – কাজের পরে আমি ক্লান্ত বোধ করছি।
I am feeling proud of my achievement. – আমার সাফল্যে আমি গর্বিত বোধ করছি।
I am feeling angry about the situation. – পরিস্থিতি নিয়ে আমি রাগান্বিত বোধ করছি।
I am feeling grateful for your help. – আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ বোধ করছি।
I am feeling bored at home. – বাড়িতে আমার বিরক্ত লাগছে।
I am feeling hopeful about the future. – ভবিষ্যত নিয়ে আমি আশাবাদী বোধ করছি।

Address

Arazi Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Akram's English Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akram's English Journey:

Share