UTTAM kumar Pramanik ইচ্ছে নদী

UTTAM kumar Pramanik  ইচ্ছে নদী UTTAM pramanik ইচ্ছে নদী পেজে আপনাকে স্বাগতম🥰🙏🌹❤️, যারা আমাকে ভালোবাসেন, তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন🌹🌹🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏🙏🌹 no

ঈদে একটু ঘুরাঘুরি
03/04/2025

ঈদে একটু ঘুরাঘুরি

03/04/2025

#অসাধারণ UTTAM pramanik ইচ্ছে নদী HILIGHT TRIBE

18/03/2025

একটা হাঁসের দাম যখন ১০হাজার, অতঃপর

ফুল গাছে পানি দিতে নিয়ে যাচ্ছে,এতে লাইট মেরে দেখার কি দরকার?🙄😒🙄🙄
11/01/2025

ফুল গাছে পানি দিতে নিয়ে যাচ্ছে,
এতে লাইট মেরে দেখার কি দরকার?🙄😒🙄🙄

পোস্টটি ফেসবুক থেকে ডাউনলোড করা, এটা নাকি কলিকাতার কোন এক গার্ডেনের।আমি অভূত এবং বিস্মিত হয়েছি কয়েকটি মাথা বিশিষ্ট তাল...
25/11/2024

পোস্টটি ফেসবুক থেকে ডাউনলোড করা, এটা নাকি কলিকাতার কোন এক গার্ডেনের।আমি অভূত এবং বিস্মিত হয়েছি কয়েকটি মাথা বিশিষ্ট তালগাছ গুলো দেখে।

28/02/2024

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন।🌹🌹🌹👈

24/01/2024

ভালোবাসায় বেঁচে থাকুক প্রতিটা জীবন

13/01/2024
01/12/2023

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগৃহীত

বাহারি পিঠা

17/11/2023

Address

Dhaka
MANDA

Alerts

Be the first to know and let us send you an email when UTTAM kumar Pramanik ইচ্ছে নদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UTTAM kumar Pramanik ইচ্ছে নদী:

Share