Strict talent - কঠোর প্রতিভা

Strict talent - কঠোর প্রতিভা একে অপরকে হিংসা না করে পাশে থাকি। তাহলে সবাই সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ ❤️
কর্ম সফলতার মূল চাবিকাঠি।

বাগান বিলাস।
29/06/2025

বাগান বিলাস।

14/06/2025
ঈদ যাত্রায় আল- বারাকা বাস এ অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের জরিমানা করে এবং অতিরিক্ত ভাড়া। বাসের সব য...
13/06/2025

ঈদ যাত্রায় আল- বারাকা বাস এ অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের জরিমানা করে এবং অতিরিক্ত ভাড়া। বাসের সব যাত্রীদের ফেরত নিয়ে দেয়।ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী ❤️

10/06/2025

ঢাকা থেকে আগত ডান্সার নাহিদ

ফুটবল খেলে বিবাহিতরা জিতলাম, নিস্তব্ধ খোলা আম বাগানের মধ্যে একটু হালকা পাতলা আয়োজন ❤️
10/06/2025

ফুটবল খেলে বিবাহিতরা জিতলাম, নিস্তব্ধ খোলা আম বাগানের মধ্যে একটু হালকা পাতলা আয়োজন ❤️

05/06/2025
❤️Wife  রে কিছু দিতে পারি আর নাই পাড়ি কখনো অভিযোগ করেনি, কিন্তু তাকে যে সময় দিতে পারি না এ অভিযোগ প্রতিদিন ই করে...
03/06/2025

❤️Wife রে কিছু দিতে পারি আর নাই পাড়ি কখনো অভিযোগ করেনি, কিন্তু তাকে যে সময় দিতে পারি না এ অভিযোগ প্রতিদিন ই করে...

হাজার হলে ও সখের জীনিস তাই একটু খাবার দিলাম,.. কলা,আম,লিচু, কাঠাল, ❤️
30/05/2025

হাজার হলে ও সখের জীনিস তাই একটু খাবার দিলাম,.. কলা,আম,লিচু, কাঠাল, ❤️

...জীবন যেখানে যেমন....লেখক আরিফ আজাদ..জীবন যেখানে যেমন, ঠিক বইটিও তারএকটা জীবন ভিন্ন ভিন্ন স্রোতে, ভিন্ন ভিন্ন রূপে আমা...
26/05/2025

...জীবন যেখানে যেমন....লেখক আরিফ আজাদ..
জীবন যেখানে যেমন, ঠিক বইটিও তার
একটা জীবন ভিন্ন ভিন্ন স্রোতে, ভিন্ন ভিন্ন রূপে আমাদের চোখে ধরা দেয়।দেখা যাচ্ছে জীবনের অনেকগুলো রূপ অনেকগুলো বাঁক। জীবন মেলে ধরেছে তার অগুনতি ডালপালা_জীবন যেখানে যেমন।
আল্লাহ কুরআনে কি কইছে শুনো নাই মিয়া ভাই?
আল্লাহ কইছে, যারাই আল্লাহর ওপর ভরসা করবো, তাগো লাইগা আল্লাহ এমন জায়গা থাইকা রিজিক পাঠাইবো, যা মানুষ চিন্তা করার পারবো না। এইডাই আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়, কও?
জীবন গল্পের মতো হয় না, আবার মাঝে মাঝে জীবন গল্পের চেয়েও বেশি গল্পময়।
জীবনের দুটো তীর - এক তীরে কেউ সার্থকতায় হাসে, অন্য তীরে কেউ হয়তো হতাশায় পর্যুদস্ত। কেউ হয়তো জীবনে বিলীন হওয়ার মাঝেই খুঁজে নেয় সুখ, কেউ সুখ খুঁজে পায় অনন্ত জীবনের স্রোতে অবগাহন।
জীবন একটাই কিন্তু কী ভীষণ আলাদা তার বয়ে চলার ধরণ!
আজকে যখন দোকানে বশে বিল করতেছিলাম তখন লোকটারে দেখতেছি বৃষ্টির মাঝে রিকশা নিয়ে বসে আছে, তখন লেখক আরিফ আজাদ এর বইটার কথা মনে পড়লো, তাই একটা ছবি তুলে নিলাম, জীবনের গল্প গুলো অনেক সময় ছবিতে প্রকাশ পাই,
তার একটা উদাহরণ ❤️
বই : জীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদ

“মানুষ গড়ার শুরু হয় সংসার থেকেই।”সন্তান মানুষ হয় শুধু স্কুলে নয়, সবচেয়ে বেশি শেখে সংসারে।বাবা-মায়ের আচরণই সন্তানের প্রথম...
25/05/2025

“মানুষ গড়ার শুরু হয় সংসার থেকেই।”

সন্তান মানুষ হয় শুধু স্কুলে নয়, সবচেয়ে বেশি শেখে সংসারে।

বাবা-মায়ের আচরণই সন্তানের প্রথম পাঠশালা।
সন্তান যখন দেখে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল, মা বাবার প্রতি সহানুভূতিশীল—তখন সে শেখে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান করতে হয়।

বাবা যদি শেখান দায়িত্ব আর সংগ্রাম, মা যদি শেখান সহমর্মিতা আর আত্মসংযম—তবেই গড়ে ওঠে একজন পরিপূর্ণ মানুষ।

সন্তান মানুষ করার জন্য প্রয়োজন শুধু আদর নয়, দরকার দৃঢ়তা, সঠিক দিকনির্দেশনা আর প্রতিদিনের জীবনে একটা উদাহরণ হয়ে থাকা।
---
তাই আসুন, আমরা প্রথমে নিজেরা মানুষ হই, তাহলেই সন্তানও মানুষ হবে।

ChatGPT কি করলো এটা দিতে বললাম সান্ডা ধরিয়ে দিলো ডান্ডা, 🤔 🦕
18/05/2025

ChatGPT কি করলো এটা দিতে বললাম সান্ডা ধরিয়ে দিলো ডান্ডা, 🤔 🦕

Address

Noagaon
Hat Naogaon
6570

Telephone

+8801737177424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Strict talent - কঠোর প্রতিভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share