Roujatul Jannat - Freelancer

Roujatul Jannat - Freelancer Hi I'm Rouja. Welcome to my officil page. We informed people to inspire Digital Marketing

ফ্রিল্যান্সিং কাদের জন্য? আমি করতে পারবোতো?  এইরকম প্রশ্ন অনেকেই করেন আমি বলবো ফ্রিল্যান্সিং সকলের জন্য। যেকোনো বয়সের মা...
16/11/2023

ফ্রিল্যান্সিং কাদের জন্য? আমি করতে পারবোতো? এইরকম প্রশ্ন অনেকেই করেন আমি বলবো ফ্রিল্যান্সিং সকলের জন্য। যেকোনো বয়সের মানুষই চাইলে ফ্রিল্যান্সিং করতে পারে এটির জন্য প্রাতিষ্ঠানিক ঙ্গান এর প্রয়োজন নেই। আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে এটি জরুরী। আপনি চাইলেই টাকা ইনকাম করতে পারবেন না এটির জন্য প্রথমে আপনাকে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট এর জন্য একটি নির্দিষ্ট সময় দিতে হবে। আপনার স্কিল ডেভেলপমেন্ট হলে স্কিলকে কাজে লাগিয়ে আপনি সফলভাবে ফ্রিল্যান্সার হিসেবে ইনকাম করতে পারেন। তাই আমাদের প্রথমে টাকা ইনকাম এর চিন্তা ছেড়ে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে।

আপওয়ার্ক এ সঠিক ক্লায়েন্ট খুঁজে পাবেন কিভাবে পার্ট-২ ?৩. ক্লায়েন্ট এর প্রিভিয়াস অ্যাভারেজ রেটিং:বিড করার আগে এ দেখে নি...
15/11/2023

আপওয়ার্ক এ সঠিক ক্লায়েন্ট খুঁজে পাবেন কিভাবে পার্ট-২ ?

৩. ক্লায়েন্ট এর প্রিভিয়াস অ্যাভারেজ রেটিং:
বিড করার আগে এ দেখে নিন ক্লায়েন্ট এর আগে কতজন ফ্রিল্যান্সারকে হায়ার করেছেন ও তার অ্যাভারেজ রেটিং কত? জব পোস্ট এর ডানেই এটি দেখতে পারবেন। চেষ্টা করবেন যেসব ক্লায়েন্ট এর অ্যাভারেজ রেটিং ৫ এ ৪.৮ বা তার উপরে তাদের কাজে বিড করতে।

৪. ক্লায়েন্ট এর টোটাল স্পেন্ডিং ও পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা দেখে নিন:
অনেক ফেইক ক্লায়েন্ট থাকে যারা নতুন একাউন্ট খুলে ফ্রিল্যান্সার হায়ার করে পেমেন্ট না করেই চলে যায়, তাদের পেমেন্ট মেথড সাধারণত ভেরিফাইড হয় না। তবে আন-ভেরিফাইড ক্লায়েন্ট মানে-ই যে খারাপ তা নয়, নতুন ক্লায়েন্টদেরও পেমেন্ট মেথড আন-ভেরিফাইড থাকতে পারে। সুতরাং বিড করার আগে দেখে নিন ক্লায়েন্ট এর যথেষ্ট স্পেন্ডিং আছে কিনা (মানে টোটাল কত ডলার স্পেন্ড করেছে ফ্রিল্যান্সার হায়ার করে) ও পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা।

৫. ক্লায়েন্ট এর প্রিভিয়াস জব হিস্ট্রি ও রিভিউ দেখে নিন:
সাধারণত ফ্রিল্যান্সাররা খুব খারাপ পরিস্থিতির শিকার না হলে ক্লায়েন্ট কে খারাপ রিভিউ দেয়না। চলে যান জব পোস্ট এর একদম নিচে। দেখতে পাবেন ক্লায়েন্ট এর আগের জব হিস্ট্রি। প্রতিটি জব এর ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার রিভিউ দুটোই দেখে নিন। ফ্রিল্যান্সার ক্লায়েন্ট সম্পর্কে কি বলছে তা দেখে আইডিয়া করতে পারবেন ক্লায়েন্ট এর স্বভাব সম্পর্কে। আবার ক্লায়েন্ট ফ্রিল্যান্সারদের ভালো রেটিং ও রিভিউ দিয়েছে কিনা তাও দেখে নিন। কারণ অনেক ক্লায়েন্টকে সহজে সন্তুষ্ট করা যায় না এবং ম্যাক্সিমাম ফ্রিলান্সারকেই খারাপ রেটিং দিয়ে থাকে। আপনি নিশ্চই চান না এমন ক্লায়েন্ট এর হাতে পড়তে?

আপনিও কি এই তালিকায় যোগ হতে চান..??যদি রক্ষা পেতে চান এই তালিকা থেকে তাহলে স্কিল উন্নতি করুণ,,চাইলে আমার মতো আপনি ফ্রিল্...
15/11/2023

আপনিও কি এই তালিকায় যোগ হতে চান..??
যদি রক্ষা পেতে চান এই তালিকা থেকে তাহলে স্কিল উন্নতি করুণ,,
চাইলে আমার মতো আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন,,
ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মেসেজ দিতে পারেন,,
Freelancer Roujatul Jannat

Address

Naogaon, Dhaka
Hat Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roujatul Jannat - Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roujatul Jannat - Freelancer:

Share