
29/06/2025
সালটা ছিল ২০২০/২১।
সবেমাত্র ইডিটিং শেখা শুরু করেছি।
সারাদিন সবাই বলত —
"কি করিস মোবাইলে বসে বসে?"
কে কত কথা বলত, কারো থামার নামগন্ধ ছিল না।
তখন আমি কিছুই বলিনি,
কিছুই প্রকাশ করিনি…
চুপচাপ শিখেছি, গড়েছি — নিজের মতো করে।
আর আজ?
আজ সেই লোকগুলাই মেসেজ করে —
“ভাই, একটা পিক এডিট করে দিবি?”
হয়তো এখনো আমার হাতে কোন দামি ডিভাইস নেই,
তবে এই ৪ বছরের পুরনো, ২০ হাজার টাকার মোবাইল দিয়ে
আমি যা বানাতে পারি,
তা অনেকের কল্পনারও বাইরে।
সময় নষ্ট করিনি ভাই।
শুধু সময়ের অপেক্ষা করছিলাম।
এবং আমি প্রমাণ করেছি — অসম্ভব কিছুই না।
তাই একটা কথাই বলি —
কারো স্বপ্ন, কারো পরিশ্রম,
বা কারো যাত্রাপথ নিয়ে কখনো হাসাহাসি করো না।
কারণ, দিন বদলাতে সময় লাগেনা,
আর যাকে ছোট ভেবেছিলে — সে একদিন বড় হয়ে চোখে আঙুল দেবে।