NAIM BHAI

NAIM BHAI আমি পাগল না, শুধু আলাদা চিন্তা করি 😎
(1)

সালটা ছিল ২০২০/২১।সবেমাত্র ইডিটিং শেখা শুরু করেছি।সারাদিন সবাই বলত —"কি করিস মোবাইলে বসে বসে?"কে কত কথা বলত, কারো থামার ...
29/06/2025

সালটা ছিল ২০২০/২১।
সবেমাত্র ইডিটিং শেখা শুরু করেছি।
সারাদিন সবাই বলত —
"কি করিস মোবাইলে বসে বসে?"
কে কত কথা বলত, কারো থামার নামগন্ধ ছিল না।

তখন আমি কিছুই বলিনি,
কিছুই প্রকাশ করিনি…
চুপচাপ শিখেছি, গড়েছি — নিজের মতো করে।

আর আজ?
আজ সেই লোকগুলাই মেসেজ করে —
“ভাই, একটা পিক এডিট করে দিবি?”

হয়তো এখনো আমার হাতে কোন দামি ডিভাইস নেই,
তবে এই ৪ বছরের পুরনো, ২০ হাজার টাকার মোবাইল দিয়ে
আমি যা বানাতে পারি,
তা অনেকের কল্পনারও বাইরে।

সময় নষ্ট করিনি ভাই।
শুধু সময়ের অপেক্ষা করছিলাম।
এবং আমি প্রমাণ করেছি — অসম্ভব কিছুই না।

তাই একটা কথাই বলি —
কারো স্বপ্ন, কারো পরিশ্রম,
বা কারো যাত্রাপথ নিয়ে কখনো হাসাহাসি করো না।
কারণ, দিন বদলাতে সময় লাগেনা,
আর যাকে ছোট ভেবেছিলে — সে একদিন বড় হয়ে চোখে আঙুল দেবে।

Emni
27/06/2025

Emni

"স্বপ্ন দেখো, স্বপ্নে বাঁচো—কারণ স্বপ্ন ছাড়া জীবনটা কেবলই বেঁচে থাকা।
25/06/2025

"স্বপ্ন দেখো, স্বপ্নে বাঁচো—কারণ স্বপ্ন ছাড়া জীবনটা কেবলই বেঁচে থাকা।

প্রকৃতির ভালোবাসা ❤️
23/06/2025

প্রকৃতির ভালোবাসা ❤️

"আমি যেমন, ঠিক তেমনই থাকি… কারো পছন্দ না হলে, দরজা খোলা আছে!" 😎
21/06/2025

"আমি যেমন, ঠিক তেমনই থাকি… কারো পছন্দ না হলে, দরজা খোলা আছে!" 😎

চল পাহাড় যাব পাহাড় যাব, ❤️
20/06/2025

চল পাহাড় যাব পাহাড় যাব, ❤️

ব্লক কইরা দিছিলো কিছু মানুষ আমারে অ্যাটিটিউড দেখায়া, এখন আবার তারাই আমার খোঁজ খবর নাই ফেক আইডি বানাইয়া, 😎
19/06/2025

ব্লক কইরা দিছিলো কিছু মানুষ আমারে অ্যাটিটিউড দেখায়া, এখন আবার তারাই আমার খোঁজ খবর নাই ফেক আইডি বানাইয়া, 😎

"সময় বদলায়, মানুষও বদলায়...কিন্তু বন্ধুদের সাথে সেই সোনালী দিনের আড্ডা — মনে ঠিক আগের মতোই রয়ে যায়।"
18/06/2025

"সময় বদলায়, মানুষও বদলায়...
কিন্তু বন্ধুদের সাথে সেই সোনালী দিনের আড্ডা — মনে ঠিক আগের মতোই রয়ে যায়।"

17/06/2025

"দুঃখের কথাও বলার জন্য একটা আপন জায়গা লাগে,
সবায়কে তো বলা যায় না— 'আমি ভালো নেই'।
কেউ শুনলেও বোঝে না, কেউ বোঝার ভানও করে না।
তাই চুপ থাকাটাই এখন একমাত্র ভরসা।"

— নাঈম ভাই

সবার জন্য থেকো, কিন্তু নিজের জন্য আগে থেকো।সবাইকে বিশ্বাস করো, কিন্তু নিজের উপর সবচেয়ে বেশি।কারণ,  যেদিন কেউ থাকবে না,সে...
17/06/2025

সবার জন্য থেকো, কিন্তু নিজের জন্য আগে থেকো।
সবাইকে বিশ্বাস করো, কিন্তু নিজের উপর সবচেয়ে বেশি।
কারণ, যেদিন কেউ থাকবে না,
সেদিনও তোমার সঙ্গে থাকবে—তুমি নিজে।

"কার জন্য?"✍️ লেখক: নাঈম ভাইসবাই থাকে, যখন তাদের দরকার পড়ে,প্রয়োজন শেষ? আপন নামটাও মনে রাখে না।আপনি-আমি একদিন মাটি হবো...
15/06/2025

"কার জন্য?"
✍️ লেখক: নাঈম ভাই

সবাই থাকে, যখন তাদের দরকার পড়ে,
প্রয়োজন শেষ? আপন নামটাও মনে রাখে না।

আপনি-আমি একদিন মাটি হবো,
চারজন কাঁধে নিয়ে গোরস্থানে ফেলে আসবে।
চোখের পানি শুকাতে সময় লাগবে না,
৪০ দিন পর কবরটাও কেউ খুঁজবে কি না—সেইটাই প্রশ্ন!

এই দুনিয়ার মানুষগুলোর জন্য—
আমরা করি পাপের পাহাড়,
ঘুষ খাই, সুদে চলি, অন্যায় মেনে নেই।
আর যাদের জন্য করছি,
তারা তো মরার পর আমাদের নামও নেবে না।

পরকাল বাদ দিই,
এই দুনিয়াতেই তো মৃত্যু মানে—ভুলে যাওয়া।
তবু আমরা—আল্লাহর হুকুম ভেঙে
মানুষের মন জেতার চেষ্টা করি।

জানি না কেন...
আমরা ভুলে যাই,
এই জীবনটারও এক্সপায়ার ডেট আছে।

“শেষ ঠিকানা মাটির নিচে,
চোখের জলও শুকায় দ্রুত,
মানুষের খাতিরে পাপ করলে ভাই,
শেষে থাকবে শুধু হিসাবের খাতা।”

---

Address

Naogan
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when NAIM BHAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category