চিঠির শহর

চিঠির শহর ~নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানায়ি চিঠি পাঠাতে ইনবক্স করুন..!🖤🌸

22/10/2025

- শীতকাল আসছে, দিনে সবজি বেচবো আর সন্ধ্যার পর পিঠা, পড়াশোনা বাদ!🙂

22/10/2025

Always Argentina 🇦🇷😌

22/10/2025

মানুষের সাথে মানুষের সুসম্পর্কের মেয়াদ সবচেয়ে কম!🤍

06/10/2025

- চেহারা যেমনই হোক না কেন মা'য়ের শাড়িতে মেয়েদের একটু বেশিই সুন্দর লাগে!🤍🎀

28/09/2025

Collecting your most favourite facebook account "যার পোস্ট, ব্যবহার, পার্সোনালিটি সব কিছু আপনার ভালো লাগে!❤️‍🩹🌻

28/09/2025

অতোটাও দূরে নয় আকাশ, যতটা দূরে আমি আর আমার পড়াশোনা!🙂

26/09/2025

Jara Sir er ইনকাম er hiseb kore tader marks kkhno bhalo Ashe naaa🙂

 #চিঠি_নং_৩২যদি কোন একটা সকাল আসতো তোমাকে ঘিরে,সবুজ আর মেঘ পাহাড়ের কোল ঘেষে তোমার হাত ধরে হেটে যেতাম এই বাংলার অরণ্যে।যদ...
15/09/2025

#চিঠি_নং_৩২

যদি কোন একটা সকাল আসতো তোমাকে ঘিরে,
সবুজ আর মেঘ পাহাড়ের কোল ঘেষে তোমার হাত ধরে হেটে যেতাম এই বাংলার অরণ্যে।

যদি কোন একটা বিকেল আসতো খোলা আকাশে নিচে কোন এক নদীর পারে গোধূলি দেখতাম তোমার চোখে চোখ রেখে কাধেঁ মাথা রেখে।

যদি কোন একটা রাত. আসতো তোমাকে ঘিরে
জোৎস্না ভরা রাতে, মায়াবী চাঁদের আলোয়, জোনাকির আলোতে, ঝিঁঝিপোকা ডাকে, ডাহুকী পাখির কলবরে তোমার কোলে মাথা রেখে সারাটা রাত কাটিয়ে দিতাম তোমার সাথে। ছাঁদের কোন এক কোনে বসে খোলা হাওয়ায় মেলে দিতে তোমার কালো কেশ, তোমার শাড়ির আচল, কথায় কথায় বলতে

হয়তো,
কি জানি
জানিনা'

তোমার ছেলেমানুষি চিন্তা, তোমার সুরেলা কণ্ঠে গানে ভরে যেত আমার প্রাণ,আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম তোমায় ,আর তোমার চুলেতে বেনী করে দিতাম।

যদি এমনটা বৃষ্টি ভেজা যদি বর্ষার দিন আসতো তোমাকে নিয়ে

তাহলে ছাঁদের রেলিংয়ে ভিজতাম তোমায় জড়িয়ে আপন প্রাণে।

যদি এমন একটা দিন আসতো তুমি শুধু আমার,
সারাজীবনের জন্য আমার হয়ে যেতে,
তোমায় যদি নিজের করে পেতাম,
তোমার হাতটা সারাজীবনের জন্য ধরার অনুমতি পেতাম,
তাহলে আমি তোমার মাঝে সর্গ খুজে নিতাম,
হারিয়ে গল্প লিখতাম তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে, তোমার ভালো লাগা সব বিষয় একান্ত আপন করে নিতাম, তোমার জন্যই ছুটে যেতাম বার বার তোমার জীবনের করিডোরে।
আমার কবিতা মাঝে তোমায় ডুবিয়ে দিতাম, সব ছন্দ, সব কাব্য শুধু তোমায় ঘিরে হতো।

একটি বার তোমাকেই দেখার জন্য,
আমি ছুটে যেতাম তোমার কাছে,
তোমার হাতটি ধরে ব্যস্ত রাস্তায় ভীড়ে আপন করে আপন হাত ধরে নিয়ে আসতাম বড় ভালোবেসে।

____________________
_________________________________

(নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানান এই পেজের মাধ্যমে)

#চিঠির_শহর

__রাজহাঁসকে কেকে ভয় পাও হাত তোলো😐✋
15/09/2025

__রাজহাঁসকে কেকে ভয় পাও হাত তোলো😐✋

15/09/2025

আম্মুর ব্যাগ থেকে ৫০০ টাকা চুরি করছিলাম, এখন আমি আর আম্মু মিলে খুঁজতেছি। 🙂

15/09/2025

এখনই লাং নিয়ে story দেওয়ার perfect সময়,কেউ জিজ্ঞেস করলে ai বলে চালিয়ে দিবেন..!🙂🐸

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিঠির শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share