
07/08/2025
#চিঠি _নং_৩০
পাগলি🥹
আশা করি ভালোই আছেন।জানি একটু রাগ করে আছেন। আর জানেন আপনাকে রাগাতে আমার অনেক ভালো লাগে🥹।আপনি যখন করে গালি দেন তখন আপনারে আরও রাগাইতে মন চায়😁।যাই হোক আপনাকে নিয়ে লেখলে লেখে শেষ করা যাবে না। তাও লিখতে বসলাম।আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমার মন খারাপ থাকলেও আপনার সাথে একটু কথা বললেই মন ভালো হ'য়ে যায়।আপনি সব সময় আমার খেয়াল রাখেন একটু অসুস্থ শুনলেই অস্থির হ'য়ে যান।এমন করে আমারে কেউ কেয়ার করে না শুধু আপনি ছাড়া। আপনাকে অনেক ভালোবাসি, কখনো হারাতে চাইনা,আমাদের মধ্যে যতই রাগারাগি, ঝগড়া হোক কেউ কাউকে ছেড়ে যাবো না। আপনাকে অনেক ভালোবাসি আর সত্যি অনেক অনেক অনেক অনেক মিস করি।দোয়া করি আপনি সারাজীবন এইভাবেই হাসিখুশি থাকুন,আল্লাহ আপনার সকল ইচ্ছে পূরণ করুক।
ইতি
komuna 😒
(নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানান এই পেজের মাধ্যমে)
#চিঠির_শহর