চিঠির শহর

চিঠির শহর ~নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানায়ি চিঠি পাঠাতে ইনবক্স করুন..!🖤🌸

 #চিঠি _নং_৩০পাগলি🥹আশা করি ভালোই আছেন।জানি একটু রাগ করে আছেন। আর জানেন আপনাকে রাগাতে আমার অনেক ভালো লাগে🥹।আপনি যখন করে গ...
07/08/2025

#চিঠি _নং_৩০

পাগলি🥹

আশা করি ভালোই আছেন।জানি একটু রাগ করে আছেন। আর জানেন আপনাকে রাগাতে আমার অনেক ভালো লাগে🥹।আপনি যখন করে গালি দেন তখন আপনারে আরও রাগাইতে মন চায়😁।যাই হোক আপনাকে নিয়ে লেখলে লেখে শেষ করা যাবে না। তাও লিখতে বসলাম।আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমার মন খারাপ থাকলেও আপনার সাথে একটু কথা বললেই মন ভালো হ'য়ে যায়।আপনি সব সময় আমার খেয়াল রাখেন একটু অসুস্থ শুনলেই অস্থির হ'য়ে যান।এমন করে আমারে কেউ কেয়ার করে না শুধু আপনি ছাড়া। আপনাকে অনেক ভালোবাসি, কখনো হারাতে চাইনা,আমাদের মধ্যে যতই রাগারাগি, ঝগড়া হোক কেউ কাউকে ছেড়ে যাবো না। আপনাকে অনেক ভালোবাসি আর সত্যি অনেক অনেক অনেক অনেক মিস করি।দোয়া করি আপনি সারাজীবন এইভাবেই হাসিখুশি থাকুন,আল্লাহ আপনার সকল ইচ্ছে পূরণ করুক।

ইতি
komuna 😒

(নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানান এই পেজের মাধ্যমে)
#চিঠির_শহর

 #চিঠি _নং_২৯তুমি আমার নতুন ঋতু যার কোনো নির্দিষ্ট সময় নেই, তবুও এসেই সবকিছু বদলে দিলে আমার ভেতরের আবহাওয়া।তোমার চোখে দে...
05/08/2025

#চিঠি _নং_২৯

তুমি আমার নতুন ঋতু যার কোনো নির্দিষ্ট সময় নেই, তবুও এসেই সবকিছু বদলে দিলে আমার ভেতরের আবহাওয়া।

তোমার চোখে দেখি বসন্তের রঙ, তোমার ছোঁয়ায় নামে শীতের শান্তি, তুমি হেসে উঠলে বর্ষার মতো ভিজে যায় মন, আর চুপ করে থাকলে শরতের মতো স্বচ্ছ হয়ে ওঠে আকাশ।

তুমি আসলে প্রকৃতির নিয়ম বদলে যায়, রোদ আর বৃষ্টি একসাথে খেলে আমার অনুভূতির উঠোনে।

তুমি আমার নতুন ঋতু যে ঋতুতে মন চায় না ক্যালেন্ডার, চায় শুধু থেকে যেতে, এই একই আবেশে বারো মাস।

তুমি আমার নতুন সকাল যেখানে রাতের সমস্ত ক্লান্তি মিলিয়ে যায় তোমার একটুখানি হাসিতে।

তুমি আসো আলো হাতে, চোখে থাকে স্বপ্নের ঘুমভাঙা চাহনি, যেটা আমাকে বলে আজ দিনটা শুরু হোক একটু বেশি বিশ্বাস নিয়ে।

তোমার উপস্থিতি মানে চা-রঙা আলো, নরম বাতাস, আর এমন একটা শান্তি যা কোনো শব্দে বোঝানো যায় না।

তুমি আমার সেই সকাল, যেখানে ঘুমিয়ে থাকা মন জেগে ওঠে ধীরে, যেখানে নতুন করে ভাবি, ভালো থাকা এখন আর অসম্ভব নয়।

তুমি আমার নতুন সকাল যা প্রতিদিন আসে, তবুও প্রতিবারই মনে হয়, এই প্রথম দেখা।

তুমি আমার দিনশেষে ক্লান্তির অবসান যখন ভিড়, শব্দ, দায়িত্ব সব থেমে যায়, তখন তোমার কথা মনে পড়ে একটা নরম নিঃশ্বাসের মতো।

সারাদিনের ভেতর যতটা চাপ, যন্ত্রণা আর ভান জমে থাকে, তুমি এক মুহূর্তে তা ধুয়ে দাও একটা চোখের চাহনিতে, একটুখানি "আছি" বলায়।

তোমার ভাবনাটাই যেন বিশ্রাম না ঘুম, না নির্জনতা, শুধু একরকম গভীর শান্তি, যা শব্দ ছাড়াই বুঝিয়ে দেয় তুমি আছো বলেই আজও ঠিক আছি।

তুমি আমার দিনশেষে ফিরে পাওয়ার নাম, একটা ঘর, একটা কাঁধ, একটা নির্ভরতা, যেখানে ক্লান্তিও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।

তোমার অপ্রিয়

________

(নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানান এই পেজের মাধ্যমে)

#চিঠির_শহর

 #চিঠি_নং_২৮প্রিয় তুমি,তুমি বললে—“আপনি কী পরিচিত কেউ?”এই প্রশ্নটার মধ্যে একরকম নরম কৌতূহল আছে, আর সেই কৌতূহলটাই মনে হয় আ...
15/07/2025

#চিঠি_নং_২৮

প্রিয় তুমি,

তুমি বললে—“আপনি কী পরিচিত কেউ?”
এই প্রশ্নটার মধ্যে একরকম নরম কৌতূহল আছে, আর সেই কৌতূহলটাই মনে হয় আমার সমস্ত নীরবতা ভেঙে দেয়।

আমি পরিচিত কিনা—তা হয়তো আমি বললেও তোমার মনে বসবে না।
কেননা, পরিচিত তো শুধু নাম কিংবা মুখ না,
পরিচিত মানে—মন যদি কারও কাছে একদিন একটু খোলা থাকে।

তোমার জীবনের প্রতিটি মানুষকে তুমি চিনো মুখ দিয়ে, নাম দিয়ে,
কিন্তু কেউ কেউ শুধু একবার একটু পাশে দাঁড়িয়ে থেকেও অনেকটা সময় ধরে থাকে—
আমার অবস্থান হয়তো সেখানেই।

আমি হয়তো আসলেই পরিচিত নই।
আবার...
হয়তো এমন একজন, যাকে তুমি চিনলেও মন দিয়ে চিনো নাই।
তাই বলছো—“সম্ভাবনা নেই, তবুও…”

এই "তবুও"-তেই তো সবচেয়ে বেশি অনুভব লুকায়।
তাই আমি চুপ করে থাকি। কারণ তুমি যে সম্ভাবনা না থাকার মধ্যেও এক ফোঁটা জায়গা রেখেছো,
সেইখানেই আমি এখনো আছি—
নামহীন, মুখহীন, কিন্তু মিথ্যা নই।

— যার পরিচয় হয়তো তুমি একদিন ঠিকই বুঝে যাবে,
কিন্তু তখন আর বলবে না, 'তবুও…'

(নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানান এই পেজের মাধ্যমে)

#চিঠির_শহর

 #চিঠি_নং_২৭প্রিয় তুমি,তোমারে কোনোদিন দেখি নাই, তবু মনে হয় তুমি আমার মনের মাঝেই আছো। তোমার কথা শুনতে শুনতেই তোমার একটা ছ...
09/07/2025

#চিঠি_নং_২৭

প্রিয় তুমি,

তোমারে কোনোদিন দেখি নাই, তবু মনে হয় তুমি আমার মনের মাঝেই আছো। তোমার কথা শুনতে শুনতেই তোমার একটা ছবি আমার মনে গড়ে উঠছে। কল্পনায় তোমারে দেখি, তুমি যেন সকালবেলার নরম রোদ—স্নিগ্ধ আর উজ্জ্বল।

তোমার চেহারাটা নিশ্চয়ই ফুলের মতো কোমল। তোমার চোখে নাকি গভীর একটা টান, যা দেখলে মানুষ হারাইয়া যায়। তোমার কেশরাশি কালো মেঘের মতো, যেন ছুঁইতে গেলেই হাওয়ার মতো মুছে যাবে। আর তোমার হাঁসি? সেইটা হয়তো পাখির কূজনের চেয়েও মিষ্টি।

তুমি জানো না, তোমার কথা ভাবতে আমার কতটা শান্তি লাগে। তোমার মতো মানুষ সত্যিই হয় কিনা, কে জানে! কিন্তু তুমি যদি সত্যিই থাকো, তবে জানবা, একজন আছে যে তোমার জন্যই প্রতিদিন দোয়া করে।

তোমার সৌন্দর্যের কল্পনায় একটা কবিতা:

তোমার মুখে ফুটে আছে দুনিয়ার আলো,
তোমার চোখ যেন এক নদীর তলা।
তোমার কেশ যেন ছায়া দেয়া বন,
তোমারে দেখার সাধে বেঁধেছি মন।

তোমারই জন্য অপেক্ষায় থাকা অচেনা প্রেমিক

(নিজের পরিচয় গোপন রেখে প্রিয় জনকে মনের অনুভূতি জানান আমাদের পেজের মাধ্যমে)

#চিঠির_শহর

 #চিঠি_নং_২৬মিম 🌸তুমি যেন ভোরের ঠাণ্ডা হাওয়া,মন ছুঁয়ে যায় নীরবে, মায়ায়।তোমার হাসি রোদেলা সকাল,যেখানে দুঃখের নেই কোনো কাল...
08/07/2025

#চিঠি_নং_২৬

মিম 🌸

তুমি যেন ভোরের ঠাণ্ডা হাওয়া,
মন ছুঁয়ে যায় নীরবে, মায়ায়।
তোমার হাসি রোদেলা সকাল,
যেখানে দুঃখের নেই কোনো কাল।

তুমি গল্পের সেই সুন্দর অধ্যায়,
যা বারবার পড়তে ইচ্ছে হয়।
থাকো ভালো, থাকো আলোয়,
সুখ ছুঁয়ে যাক তোমার পথ চলায়।

আপনার মায়া এতো'টা কঠিন কেন, আপনার একজোড়া চোখ আমাকে ঘুমুতে দেয়না। আপনি আমার আজীবনের আক্ষেপ, যাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারবো !!-

আপনার চোখ টা আমাকে পাগল করে দিয়েছে। সবসময় মন আর মাথা আপনার কথাই ভাবতেছে।

জানেন,আমার নাহ্ আপনার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হতে ইচ্ছে করে। ভরদুপুরে রৌদ্রজালে আপনার ছায়ায় আড়াল হতে ইচ্ছে করে,একটা বেহিসেবী বিকেল বেলায় খোলা রিক্সায় আপনার পাশে বসতে ইচ্ছে করে...!হবেন কী আমার মায়াবতী.."🥺

ইতি
খুজে নিয়েন🥺

(নিজের পরিচয় গোপন রেখে প্রিয় মানুষকে মনের অনুভুতি জানান এই পেজের মাধ্যমে)

#চিঠির_শহর

19/05/2025

ভেবেছিলাম এক সপ্তাহ ফোন টাকে অফ রাখবো, যাই হোক ভেবেছিলাম এটাই অনেক!🙂

আমি গুরুজন দের আইডিতে রাখি না 🥹
19/05/2025

আমি গুরুজন দের আইডিতে রাখি না 🥹

কুত্তার পেটে ঘি হজম হয়না🤧
18/05/2025

কুত্তার পেটে ঘি হজম হয়না🤧

11/05/2025

আম্মুকে ব্লক লিস্টে রাইখা ফেইসবুকে পোস্ট দিলাম 🐸
Happy mother's day.!!🌸

11/05/2025

𝙃𝙖𝙥𝙥𝙮 𝙢𝙤𝙩𝙝𝙚𝙧𝙨 𝙙𝙖𝙮 ❤️‍🩹👑✨

যে ভালবাসা কখনো বদলানোর নয় 🌸
ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটি 'মা' ❤

মা শিখিয়েছে নিজে কষ্ট পাবি....!🙂কখনো কাউকে কষ্ট দিবি না..😇🌻
14/04/2025

মা শিখিয়েছে নিজে কষ্ট পাবি....!🙂
কখনো কাউকে কষ্ট দিবি না..😇🌻

19/09/2024

এ জেনারেশনের অর্ধেক কাশফুলে, বাকি অর্ধেক টেলিগ্রামে।🙂
আপনি কোথায়?😕

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিঠির শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share