শামীম আহম্মেদ

শামীম আহম্মেদ আলহামদুলিল্লাহ

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছ...
01/10/2024

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছর যাবত তাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল। বহু চেষ্টা করেও সংসার জোড়া লাগানো যাচ্ছে না। প্রায় ছয় মাস আগে চুড়ান্ত সিদ্ধান্ত হয় তারা সংসার বিচ্ছেদ করবে। আমি নানা ভাবে তাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোন ভাবেই কিচ্ছু হচ্ছে না।

পরিশেষে গতকাল তাদের ডিভোর্স করার তারিখ ঠিক করা হয়। দুঃখের বিষয় তাদের ডিভোর্স দেয়ার মতো যৌক্তিক কোন কারণ ছিলো না। স্ত্রীর ধর্মীয়,রাষ্ট্রিয় সামাজিক সব পাওনা বুঝিয়ে দেয়া হলো।এখন ডিভোর্স পেপারে স্বাক্ষর দেয়ার সময়। স্ত্রী অনেক কান্নাকাটি করছে। কোন ভাবেই স্বাক্ষর দিতে চাচ্ছেন না।অনেক চাপাচাপির পর স্ত্রী যখন স্বাক্ষর দিতে যাবেন তখনই আল্লাহর রহমত নেমে আসে। স্বামী স্ত্রী কে বাধা দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। এই সময় উপস্থিত সকলের চোখে আনন্দ অশ্রু প্লাবিত হয়। পরিশেষে তাদের মিলিত করতে পেরে খুবই মনে শান্তি পাচ্ছি। সবাই ওদের নতুন পথ চলায় দোয়া করবেন।

(ঘটনাটি শিল্পাঞ্চল খ্যাত টঙ্গি থেকে তুলে আনা মনির হুসেন সাগর নামক এক বন্ধুর ওয়াল থেকে নেওয়া )

কালেক্টেড

01/09/2024
01/09/2024

সেই স্বাদ লাগে

27/08/2024

হিলো আলমকে খবর দে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম -এ আরাফাত গ্রেপ্তার

বাটপার
27/08/2024

বাটপার

বাংলাদেশে বন্যায় ভারতকে দায়ী করা ভুল : জি এম কাদের | Flood | GM Quader to the Official YouTube Channel of ...

27/08/2024

হেই মাশআল্লাহ

Address

Hat Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when শামীম আহম্মেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share