16/06/2024
ভালোবাসায় একটু আধটু বেহায়া হওয়া যায় না বলো, এই একাবিংশ শতাব্দীর জমকালো ফোনের ভিড়ে শুধু একদিন তুমি আমার জন্য এসো।
তোমার অন্যমনস্কতা, ব্যস্ততা, অভিযোগ এগুলো ফেলে রেখে এসো।
শুধু আমার জন্য একগাদা ভালোবাসা নিয়ে আসবে।
তোমার চোখের ভাজে, মনের পাঁজরে শুধু আমি থাকবো।
শুধু একদিনের জন্য তুমি আমার কবি হবে, বিরক্তি ভাবনাগুলো ভুলে যাবে।
তোমার সবচেয়ে অপছন্দের কাজটা বাড়ি ফেলে আসবে, আমার পছন্দ গুলো একদিনের জন্য আপন করে নিবে।
তোমার চায়ের নেশাটা সঙ্গে নিয়ে আসবে, আমরা দু কাপ চায়ে প্রেম করবো।
ভুলে যাবো অভিমানের দূরত্ব, বাড়ি ফেরার ডাকনাম।
বিচ্ছেদের চিঠি, আমি ভুলে যেতে চাই।
তুমিও ভুলে যেও, সব ভালোবাসায় বিচ্ছেদ হয় না।