CakeAppi by Joty

CakeAppi by Joty স্বাগতম আমার ছোট্ট কেকের পেজে❤️ নওগাঁর মধ্যে স্বল্পমূল্যে হোমমেড কেক নিতে আমার পেজের সাথেই থাকুন🥰 পরিমিত খাবার খান সুস্থ থাকুন😍

হলুদের সাথে লাল কম্বিনেশন টা অস্থির সুন্দর লাগে😍
26/05/2025

হলুদের সাথে লাল কম্বিনেশন টা অস্থির সুন্দর লাগে😍

কোনো এক ছোট্ট রাজকন্যার জন্য Doll cake 😍😍.             ゚viralシfypシ゚viralシalシ
25/05/2025

কোনো এক ছোট্ট রাজকন্যার জন্য Doll cake 😍😍.
゚viralシfypシ゚viralシalシ

১ পাউন্ড চকলেট স্পঞ্জ কেক রেসিপি❤️উপকরণঃ১। ডিম - ২টি২। ময়দা - ১/২কাপ ৩। কোকো পাউডার - ২ টেবিল চামচ ৪। চকলেট ইমালশন - ১/২...
24/05/2025

১ পাউন্ড চকলেট স্পঞ্জ কেক রেসিপি❤️

উপকরণঃ

১। ডিম - ২টি
২। ময়দা - ১/২কাপ
৩। কোকো পাউডার - ২ টেবিল চামচ
৪। চকলেট ইমালশন - ১/২ চা চামচ
৫। পাউডার সুগার - ১/২ কাপ
৬। তেল - ৫ টেবিল চামচ
৭। দুধ - ১ টে চামচ
৮।কর্ণফ্লাওয়ার-১ টে চামচ
৯! বেকিং পাউডার - ১ চা চামচ
১০!বেকিং সোডা ১/৪চা চামচ
পদ্ধতিঃ
১। প্রথমে ডিম আর সুগার একসাথে বিট করতে হবে ফোম না হওয়া পর্যন্ত, চকলেট ইমালশন , বেশী বিট করা যাবে না।
২। ময়দা, বেকিং পাউডার আর কোকো পাউডার ৩ বার চেলে নিতে হবে।
ডিমের কুসুম আর তেল সামান্য বিট করে ব্যাটারের সাথে ভাল ভবে মিক্স করে চেলে রাখা ময়দা ভালো ভাবে মিশিয়ে নেই।
৩। ৭" একটা মোল্ডে বেকিং পেপার লাগিয়ে তেল ব্রাশ করে কেকের মিশ্রণ টা ঢেলে দিতে হবে।
৪। ওভেনে - ১৬০° তাপমাত্রায় ১০ মিনিট প্রি-হিট করে ৩৫-৪০ মিনিট বেক করলেই কেক তৈরি।
৫। কেক এর মাঝখানে টুথ পিক ঢুকিয়ে চেক করতে হবে কেক হয়েছে কিনা, হয়ে গেলে টুথ পিক সুন্দর ভাবে উঠে আসবে, আর না হলে টুথ পিকে আঠালো ভাব লেগে যাবে, কেক হয়ে গেলে ঠান্ডা হলে মোল্ড বা পাএের চারদিকে ছুরি ঘুরিয়ে একটা সমান প্লেট এ উপর করলেই কেক বের হয়ে আসবে।

মিল্ক সিরাপ রেসিপি -

উপকরণঃ

১। দুধ ১ কাপ
২। কফি ১ চা চামচ

পদ্ধতিঃ

১। দুধ জাল দিতে হবে, দুধ শুকিয়ে অর্ধেক হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে, কফি পাউডার মিশাতে হবে তাহলেই তৈরি মিল্ক সিরাপ।
২। কেক ঠান্ডা হলে নিজের পছন্দ মতো ২-৩ টা স্লাইস করে মিল্ক সিরাপ ব্রাশ করতে হবে, এরপর চকলেট গানাস ব্রাশ করতে হবে, তারপর নিজের পছন্দ মতো হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করলেই কেক তৈরি।

ডার্ক চকলেটগানাস রেসিপিঃ
উপকরণঃ
১। ডার্ক চকলেট - ১/২ কাপ
২। হুইপড ক্রিম - ১/৪ কাপ
পদ্ধতিঃ
ডাবল ব্রয়লার পদ্ধতিতে ডার্ক চকলেট আর হুইপড ক্রিম দিয়ে চকলেট মেল্ট করে নিতে হবে, ভালো করে নাড়তে হবে যেনো দানা দানা না থাকে, মেল্ট করা চকলেট ঠান্ডা হলে ৩০ মিনিট পর কেকের উপর গানাস ঢালার জন্য তৈরি।

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when CakeAppi by Joty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share