30/03/2024
Let's go...
📌মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট 📌
আসন্ন ঈদকে সামনে রেখে প্রথমবারের মত Beauty of International Islamic University Chittagong. & Black Hornet এর সমন্বয়ে আয়োজন করছি মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট। এই কনটেস্টটি সকলের জন্য উন্মুক্ত। বিজ্ঞ (ফটোগ্রাফার) বিচারকদের মাধ্যমে নির্বাচিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকবে সার্টিফিকেট সহ আকর্ষণীয় পুরষ্কার। তাই সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
⚠ কনটেস্ট এ অংশগ্রহণ করার নিয়মাবলি:-
১) ছবি Black Hornet গ্রুপে আপলোড করতে হবে।
২) প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি হতে হবে।
৩) কনটেস্ট এর জন্য একটি পোস্ট এ একাধিক ছবি আপলোড দেয়া যাবেনা তবে আলাধা আলাধা পোস্ট এ একাধিক ছবি আপলোড দিতে পারবেন।
৪) অবশ্যই ফোনে তোলা ছবি হতে হবে। ক্যামেরার ছবি গ্রহণযোগ্য নয়।
৫) ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যাপশন, ছবির ডিভাইস এবং লোকেশন উল্লেখ করে দিতে হবে সাথে এই হ্যাশট্যাগ টি দিয়ে দিবেন ক্যাপশন এ। যেমন:-
Device:- Pixel 7 pro (এখানে আপনার ছবি যে ডিভাইসে তোলা তার নাম দিবেন
Location:- Chittagong (এখানে আপনার ছবি যে লোকেশন এ তোলা তার নাম দিবেন)
৬) অন্য কারো ছবি কখনোই গ্রহনযোগ্য নয়। নিজের তোলা ছবি আপলোড করবেন।
৭) অবশ্যই ছবিতে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকতে পারবেনা। কারন সেরা ছবি গুলা আমরা পেইজে ফিচার করবো আপনাদের ক্রেডিট দিয়ে।
৮) ম্যানুপুলেটেড ছবি গ্রহনযোগ্য তবে তা ক্যাপশনে উল্লেখ করে দিবেন। এবং
৯) অতিরিক্ত এডিট পরিহার করবেন যেন ছবির কোয়ালিটি না হারায়।
উপরোক্ত নিয়ম সমূহ মেনে সবাই কনটেস্ট এ অংশগ্রহণ করবেন।
⚠ কনটেস্ট এর বিজয়ী নির্বাচন এর নিয়ম:-
১) রুচিশীল, সৃষ্টিশীল এবং সৃজনশীল ছবি গ্রহনযোগ্যতা পাবে বেশি। তাই দেখিয়ে দিন আপনাদের ক্রিয়েটিভিটি। আমরা বিশ্বাস করি আপনারা তা করে দেখাবেন।
২) বিজয়ী নির্বাচন এর ক্ষেত্রে অবশ্যই তার ছবির এঙ্গেজমেন্ট অগ্রাধিকার পাবে। যেমন: যার ছবিতে রিয়েক্ট, শেয়ার এবং কমেন্ট বেশি থাকবে সে কিঞ্চিৎ এগিয়ে থাকবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনবাইট, মেনশন এবং শেয়ার করতে বলতে পারেন এবং আপনারা ও তা করতে পারেন।
৩) ২৮ই রমজান পর্যন্ত ছবি আপলোড করে কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন। চাঁদ-রাত (ঈদের আগের রাত) এ আমরা আমাদের পেইজ এবং গ্রুপ থেকে বিজয়ী ঘোষণা করবো।
অংশগ্রহণকারী সকলকে গ্রুপে ইনবাইট এবং পেইজে ফ্রেন্ডদের ইনবাইট করার জন্য অনুরোধ করা যাচ্ছে যেনো আপনাদের পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন।
(বি:দ্র:- আপনাদের সুবিধার্থে গ্রুপ এবং পেইজ সমূহের লিংক কমেন্ট বক্সে দেয়া হলো)