
21/08/2024
আমরা ভাবি, শুধুমাত্র দক্ষতা দিয়ে সফলতা অর্জন সম্ভব। এটা কখনোই সম্ভব না।
👉 কারণ সিচুয়েশন সবসময় আমাদের পক্ষে থাকে না। সিচুয়েশনকে পক্ষে আনতে গিয়ে প্রচুর ধৈর্যের পরিক্ষা দিতে হয়। ধৈর্য্য ধরে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারলে বাকি কাজ দক্ষতা দিয়ে শেষ করা যায়। আমি আমার অনেক সহকর্মী দক্ষ ফ্রিল্যান্সারদের হারিয়ে যেতে দেখেছি শুধুমাত্র 👉👉 ধৈর্য্যের পরিক্ষায় উত্তীর্ন হতে না পেরে।
রাতারাতি কিছুই হয় না৷ আবার হলেও তা স্থায়ী হবে না ১০০%। 😟
✅চলুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করি🤝