Navid's Commerce Academy

Navid's Commerce Academy HSC এর জন্য ভিন্ন মাত্রার কলাকৌশল নিয়ে ব্যবসায় শিক্ষার বিষয়াবলীতে দক্ষ করার জন্য আমি আছি।

ভালো শিক্ষার্থী ও পরিশ্রমীরা বিনা বাধায় পরীক্ষায়  অংশগ্রহণ করতে পারবে।
24/05/2025

ভালো শিক্ষার্থী ও পরিশ্রমীরা বিনা বাধায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

⭕ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য HSC এর রুটিন⭕HSC পরীক্ষায় নিজের প্রস্তুতি আরো পাকাপোক্ত করতে আজই ভর্তি হয়ে যাও।Navid...
21/02/2025

⭕ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য HSC এর রুটিন⭕

HSC পরীক্ষায় নিজের প্রস্তুতি আরো পাকাপোক্ত করতে আজই ভর্তি হয়ে যাও।
Navid's Commerce Academy

ঠিকানা :৪র্থ তলা,শরীফ মার্কেটের পাশে,নেয়ামত আলী রোড,হাটহাজারী।
যোগাযোগ :০১৬৪৩-৮০৪৬৪৪

🔰🔰SPECIAL SERIES FOR HSC 2025🔰🔰TEST পরবর্তী সময়টাতে HSC এর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ভর্তি হয়ে যাও টেস্ট পরবর্তী ব্য...
20/01/2025

🔰🔰SPECIAL SERIES FOR HSC 2025🔰🔰

TEST পরবর্তী সময়টাতে HSC এর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ভর্তি হয়ে যাও টেস্ট পরবর্তী ব্যাচে।
⭕Accounting
⭕Finance
⭕Management
⭕Marketting
⭕Economics
⭕ICT
উক্ত বিষয় গুলোতে কীভাবে ভালো মার্ক্স অর্জন করবে, কীভাবে উত্তর করলে পরীক্ষক ভালোভাবে মুল্যয়ন করবে
এবং কীভাবে A+ বা ভালো গ্রেড নিশ্চিত করা যাবে এই নিয়ে যাবতীয় টিপস্ ও টেকনিক সহকারে পড়াশোনা করতে যুক্ত হয়ে যাও।

ক্লাস শুরু :১লা ফেব্রুয়ারী, ২০২৫

বছরের শেষ প্রান্তে এসে শিক্ষার্থীদের নিয়ে একটি স্মৃতিময় সময় কাটানোর কথা ভেবে আয়োজন করা হচ্ছে Refreshment day.......শিলছড়...
27/12/2024

বছরের শেষ প্রান্তে এসে শিক্ষার্থীদের নিয়ে একটি স্মৃতিময় সময় কাটানোর কথা ভেবে আয়োজন করা হচ্ছে Refreshment day.......
শিলছড়ি,কাপ্তাই ও রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ কে উদ্দেশ্য করে।

22/10/2024

⭕চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "C" ইউনিটের জন্য বুক সাজেশন:-

Math:-

1.Mentors
2.Saifur's
3. GRE - Big Book

English:-

1.Cliffs and barron's TOEFL (Highly Recommended)
2. Advanced or apex
3. Saifur's Students Vocabulary ( advance এবং apex বইয়েও ভোকাবুলারি দেওয়া থাকে ঐখান থেকে পড়লেও হবে।)

4. Smart word(1 and 2)

5.Barron's GRE High frequency word(333 টার মতো word থাকে এটার পিডিএফ পাবেন বিভিন্ন জায়গায় এটা পড়ে নিয়েন)

Analytical Ability:-

1.GRE(Big book)
2.Mp3

বিদ্র:- উপরে দেওয়া বই গুলো ফলো করলে চবির সি ইউনিটের পাশাপাশি "ঢাবির আইবিএ বিবিএ", "জাবির বিবিএ", "বিইউপির বিবিএ" এরও প্রিপারেশন কমপ্লিট হবে। কিছু জায়গায় জিকে থেকেও প্রশ্ন করা হয় জিকের জন্য নিচের বইগুলো ফলো করতে পারেন।

GK:-

1. zubair's gk
2. Mp3

⭕চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "D" ইউনিটের জন্য বুক সাজেশন:-

English:-

1.Cliffs and barron's TOEFL (Highly Recommended)

2. Advanced or apex or master

3. Saifur's Students Vocabulary ( advance এবং apex বইয়েও ভোকাবুলারি দেওয়া থাকে ঐখান থেকে পড়লেও হবে। মেমোরাইজিং পার্টটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে।)

বাংলা:-

1.অভিজাত্রী,

2. এটিএম,

3.বাংলা মেইন বই,

4.বাংলা ব্যাকরণের জন্য ক্লাস ৯-১০ এর পুরাতন বইটা।

GK:-

1. জোবায়েরস জিকে

2. খন্দকার জিকে

3. কারেন্ট অ্যাফেয়ার্স, জোবায়ের জিকের ক্যাপসুল

Iq:-

1. Mp3 /( প্রিভিয়ার্স ইয়ারে আসা প্রশ্ন গুলো ব্যাখ্যা সহকারে পড়লে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে)

প্রশ্নব্যাংক:-

1. জয়কলী

2. পানকৌড়ি

3. প্রিভিউ ( এই বইয়াটা ডি এবং বি এর জন্য খুবই ভালো, জয়কলী এবং পানকৌড়িতে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ভাবে প্রশ্ন ব্যাংক কিনতে হয় বাট এটায় সব বিশ্বিবদ্যালয়ের প্রশ্ন ব্যাখ্যা সহ দেওয়া থাকে।)

বিদ্র:- প্রশ্ন ব্যাংক গুলোতে কম বেশি ভুল থাকে তাই সাবধানতার সাথে পড়তে হবে।

21/10/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি -

🔻৪ জানুয়ারি- চারুকলা ইউনিট,
🔻২৫ জানুয়ারি- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট,
🔻 ১ ফেব্রুয়ারি- বিজ্ঞান ইউনিট,
🔻 ৮ ফেব্রুয়ারি- ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Navid's Commerce Academy

⭕লেখাপড়ার প্রধান ব্যাপারটা হচ্ছে মনোযোগ। মনোযোগ এর সামান্য অভাব ঘটলেই আমরা পড়তে চাইনা।আর এই মনোযোগ কে আরোও দৃঢ়তা দিতে প্...
26/09/2024

⭕লেখাপড়ার প্রধান ব্যাপারটা হচ্ছে মনোযোগ। মনোযোগ এর সামান্য অভাব ঘটলেই আমরা পড়তে চাইনা।আর এই মনোযোগ কে আরোও দৃঢ়তা দিতে প্রয়োজন হয় সুষ্টু পরিবেশের,যেটা আমি নিশ্চিত করছি আমার ব্যাচে যাতে শিক্ষার্থীদের লেখাপড়াই মনোনিবেশ আরো শক্ত হয়।

⭕⭕ভর্তি চলছে
উচ্চ মাধ্যমিক(ব্যবসায় শিক্ষা)
১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের।

Navid's Commerce Academy

ইন্সট্রাক্টর :আব্দুল্লাহ মাহাদী নাভিদ
৩য় বর্ষ,ফাইন্যান্স(বিবিএ)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঠিকানা :৪র্থ তলা শরীফ মার্কেটের পার্শ্বে,নেয়ামত আলী রোড, হাটহাজারী, চট্টগ্রাম

21/08/2024

Navid's Commerce Academy
ঠিকানা: ৪র্থ তলা শরীফ মার্কেটের পার্শ্বে,নেয়ামত আলী রোড,হাটহাজারী, চট্টগ্রাম

19/08/2024

আমাদের এলাকার শিক্ষার্থীরা এখনো পিছিয়ে কেন জানেন?
তারা এখনো এলাকার অই অতীত কৌশল অবলম্বনে নিযুক্ত,তারা এখনো অন্যদের অনুকরনে ব্যাস্ত।তারা শুরু করেনি আমি কেন করব! পড়ালেখা তো আমার না,আমার বাবা,মা আর টিচার এর।তারা যতক্ষন না আমার পেছনে হয়রান হবেন, আমি আমার ব্যাক্তিক চিন্তায় মগ্ন থাকব।কারণ,পড়াশোনা তো আমার না!ওটা তাদের,ওরা কোনো স্বিদ্ধান্ত নিলে তখন ই আমি প্রতিক্রিয়া দেখাবো।
যেমনটা দেখতে পাচ্ছি বর্তমান শিক্ষার্থীদের, তারা জানেও কিন্তু যে তাদের পড়ার সময়কাল (এইচএসসি) এখন কম! আগের মত মোটামুটি সময়টুকু নেই! তারা চাইলেই কলেজ ভর্তির এই ফ্রি সময়টা কাজে লাগিয়ে অভিজ্ঞ দের পরামর্শ নিয়ে পড়াশোনা শুরু করতে পারত।কিন্তু,না! তারা এইচএসসি এর রুটিন প্রকাশের পর প্রেস ক্লাবে অবরোধ করতে উতসাহী!এখনো সময় আছে,নিজের চিন্তাভাবনা বদলাও,নিজের জন্য নিজেকে নিয়ে ভাবো,অভিজ্ঞদের পরামর্শ গ্রহন করো।
1st year ক্লাস শুরু অক্টোবর হতে।তাই বলে কি বসে থাকবে? শুরু করে দাও প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে।
আর ব্যবসায় শিক্ষার জন্য বিশেষায়িত হয়ে তোমার এলাকায় হাজির Navid's Commerce Academy

⭕⭕১ম ও ২য় বর্ষের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ভর্তি চলছে ⭕⭕🔰প্রাইভেট ব্যাচ🔰🔰প্রথম ও দ্বিতীয় পত্রের পুঙ্খ...
17/08/2024

⭕⭕১ম ও ২য় বর্ষের এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ভর্তি চলছে ⭕⭕
🔰প্রাইভেট ব্যাচ🔰
🔰প্রথম ও দ্বিতীয় পত্রের পুঙ্খাপুঙ্খু পাঠ্য বিশ্লেষণ 🔰
🔰প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা🔰
🔰টিপস ও ট্রিকস সম্বলিত সঠিক দিকনির্দেশনা 🔰
🔰পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ সৃষ্টি🔰

‼️ফ্রি যাচাই ক্লাস করার সুযোগ‼️

🔻আজই ভর্তি হয়ে যাও,আসন সীমিত🔻
🔻ইন্সট্রাক্টর এর যোগ্যতা নিম্নে ছবিতে দেয়া আছে।

ঠিকানা:৪র্থ তলা শরীফ মার্কেটের পার্শ্বে,নেয়ামত আলী রোড(কাপ্তাই রোড),হাটহাজারী, চট্টগ্রাম
যোগাযোগ :01643-804644(whatsapp)

Address

4th Floor, Niyamot Ali Road, Burischar
Hathazari
4337

Opening Hours

Wednesday 16:00 - 19:00
Thursday 16:00 - 19:00
Saturday 10:00 - 13:00
Sunday 16:00 - 19:00

Telephone

+8801643804644

Website

Alerts

Be the first to know and let us send you an email when Navid's Commerce Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Navid's Commerce Academy:

Share