
09/08/2025
♦️ইমাম আলাহজরত ছাড়া এমন একজন মানুষ দেখান যিনি ৮ বছর বয়স থেকে কিতাব লেখা শুরু করে জীবনের শেষ মুহুর্তে ইন্তেকালের আধঘন্টা পুর্ব পর্যন্ত লেখালেখির ধারাবাহিকতা বজায় রেখেছেন।!?
♦️এমন কোন মুফাস্সিরের নাম শুনেছেন যিনি তাফসীর লিখেছেন কিন্তু নাম দিয়েছেন #ঈমানের_খনি(কানজুল ঈমান)। যেখানে দেওবন্দীদের তাফসীর পড়লে ঈমান যা আছে তসও চলে যায় আর কানজুল এমন পড়লে বেঈমান পর্যন্ত ঈমানী বাউন্ডারিতে ঢুকে যায়।
♦️ইমাম আহমদ রেযা ছাড়া এমন কোন মহান ব্যাক্তির নাম জানেন যিনি চার বছর বয়সে কোরান শরীফ নাজেরা শেষ করে ফেলেছেন!
♦️ইমামে ইশকো মোহাব্বত সরকার আলাহজরত ছাড়া এমন কারো নাম জানেন যিনি ৩০ঘন্টারও কম সময়ে পুরো কোরান শরীফ মুখস্থ করে ফেলেছেন!।
♦️ইমাম আলাহজরত ছাড়া এমন কাউকে চিনেন যিনি ১৩বছর বয়স থেকে ফতোয়া লেখা শুরু করে ৬৮বছর তথা মৃত্যুর ২ঘন্টা আগ পর্যন্ত ৫৫বছর ধরে ফতোয়া লিখেছেন!?
♦️আলাহজরত ছাড়া এমন কোন মহামনীষীকে চিনেন যিনি ৫৫/৭০সাবজেক্টের উপর দেড় হাজারের অধিক কিতাব লিখেছেন!
♦️এমন কেউ কি আছে যিনি শুধু রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামী দিতে ১৭১টি সালামের কলি লিখেছেন!?
♦️এমন কারো খবর জানা আছে যিনি শুধু মিরাজের উপর ৬৭টি পংক্তি লিখে কসিদায়ে মেরাজের হক আদায় করেছেন।
♦️এমন কেউ কি আছেন যিনি শানে রেসালতের উপর কয়েক হাজার শের-নাত লিখেছেন!?
♦️এমন কারো নিয়ম জানেন যিনি শে'র পড়তে পড়তে জাগ্রত অবস্থায় রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীদার করে ফেলেছেন!
✅হ্যাঁ তিনিই #আলাহজরত ইমামে ইশকো মোহাব্বত,পরওয়ানায়ে শময়ে রেসালত,বায়েছে খায়রো বরকত,মুজাদ্দিদ এ দীনো মিল্লত আল্লামা শাহ মাওলানা ইমাম েযা_খাঁন_মুহাদ্দিস_বেরেলভী রাদিআল্লাহু তাআ'লা আনহু।
✅মসলকে আলাহজরত সালামত রহে।
আগামী ২৪,২৫ সফর তাঁরই মহাপবিত্র #ওরসে_রেজভী বেরেলী শরীফে সহ বিশ্বের সকল মুসলিম দেশে পালিত হবে,বাংলাদেশেও।