হাটহাজারী প্রতিদিন নিউজ

হাটহাজারী প্রতিদিন নিউজ হাটহাজারী প্রতিদিন নিউজ

হাটহাজারী মডেল থানার সাবেক এসআই ইব্রাহিম আর নেই!======================হাটহাজারী মডেল থানায় দীর্ঘ অনেক বছর যাব কর্মরত ছিল...
17/08/2025

হাটহাজারী মডেল থানার সাবেক এসআই ইব্রাহিম আর নেই!
======================
হাটহাজারী মডেল থানায় দীর্ঘ অনেক বছর যাব কর্মরত ছিলেন এসআই ইব্রাহিম। বর্তমানে মহানগর বায়েজিদ বোস্তামী থানা কর্মরত আছেন। গতকাল রাত ১১টার দিকে ডিউটি শেষ করে বাসায় আসলে শরীর একটু খারাপ লাগছে বলেই সোফাতে বসলে সাথে সাথে স্টোক করে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজ জেলা ভোলায় আজ রবিবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করবে বলে পরিবার সূত্রে জানা যায়।
#বায়েজিদথানা
#পুলিশ
#হাটহাজারী
#মডেল
fans
©

চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা।  অতিবৃষ্টির কারনে দেবে গেছে চট্টগ্রাম  ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক ...
07/08/2025

চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা। অতিবৃষ্টির কারনে দেবে গেছে চট্টগ্রাম ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক স্থানে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, তীব্র যানজট আশেপাশে।

30/07/2025

হাটহাজারী মীরের হাটে ধরা পড়লো বার্মিস পাইথন প্রজাতির অজগর সাপ।

27/07/2025

টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন!

সারা রাত ঘুমাতে পারি নাই।এই বাচ্চা টা কে দেখে শুধু মানে হয়েছে আমার বাচ্চা টা দগ্ধ অবস্থায় আমাকে খুজছে।কলিজা টা একদম ছি...
22/07/2025

সারা রাত ঘুমাতে পারি নাই।এই বাচ্চা টা কে দেখে শুধু মানে হয়েছে আমার বাচ্চা টা দগ্ধ অবস্থায় আমাকে খুজছে।কলিজা টা একদম ছিরে যাচ্ছে ঐ মায়ের জন্যে যার কলিজার টুকরোর আজ এই অবস্থা। আল্লাহ তুমি রহম কর।😭😭😥😥🤲🤲🤲🤲🤲🤲🤲 #আমিন ゚

21/07/2025
21/07/2025

আল্লাহ সবাইকে রক্ষা করুন

ঘটনার সময় তিনি যতটা সম্ভব শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করছিলেন। প্রায় ২০ জনকে তিনি বাঁচান। কিন্তু শেষ পর্যন্ত নিজেই ...
21/07/2025

ঘটনার সময় তিনি যতটা সম্ভব শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করছিলেন। প্রায় ২০ জনকে তিনি বাঁচান। কিন্তু শেষ পর্যন্ত নিজেই শতভাগ দগ্ধ হয়ে জীবন হারান।

21/07/2025
আজান আর দোয়া করে করে কক্সবাজার সৈকতের আনাচেকানাচে নিজেদের একমাত্র সন্তানকে ১২ দিনের মতো খুঁজছেন অরিত্র হাসানের অসহায় বাব...
19/07/2025

আজান আর দোয়া করে করে কক্সবাজার সৈকতের আনাচেকানাচে নিজেদের একমাত্র সন্তানকে ১২ দিনের মতো খুঁজছেন অরিত্র হাসানের অসহায় বাবা-মা 😥
বাবা সাকিব হাসানের মনতো বুঝেনা- অরিত্র কোথাও ভেসে উঠেছে হয়তো, বে'চে আছে, তার মনে হচ্ছে, একদিন ফোন করে বলবে বাবা আমাকে নিয়ে যাও। মিরাকেল ঘটতেই পারে। ওকে পেলে হাতটা ধরে বলবো বাবা আমাকে ফিরিয়ে দিওনা- ছেলেকে ছাড়া ঘরে ফিরবোনা আমরা!!😭
মা জেসমিন আক্তার গত ১২ দিন ধরে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ছুটে বেড়াচ্ছেন ছেলেকে খুঁজে পাওয়ার আশায়। গেলো মঙ্গলবারের আগের মঙ্গলবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন বন্ধুসহ নি’খোঁ’জ হন তার ছেলে অরিত্র হাসান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সেদিন সকালে সাগরে নামার আগে মাকে শেষ একটা ছবি পাঠিয়েছিলো অরিত্র। সেই স্মৃতি জানিয়ে জেসমিন আক্তার বলেন, “ছবিটা দেখে আমি শুধু ছোট্ট একটা ম্যাসেজ দিই। ওই ম্যাসেজটা সে রিসিভ করতে পারেনি। রাতে একটু রা’গা’রা’গিও করেছি ছেলেটার সাথে। বলেছি- যে বাবা তুমি না জানাইয়া সেখানে গেছো, একটু সা'বধা'নে থাকো। । ছবি তুলো কিন্তু উপকূলে থাকো।”

কি সীমাহীন কষ্টে যে আছেন এই অসহায় মা-বাবা, এমন কষ্ট মাওলা তুমি কাউকে দিওনা 😥🤲😭
©

18/07/2025

হাটহাজারী মাদ্রাসা ❤️❤️❤️

আহা মা! একমাত্র ছেলের মরদেহটি নিয়ে বাড়ি ফিরবেন। এমন আশায় বুক বেঁধে আছেন। নির্বাক চোখে তাকিয়ে তাকিয়ে সাগরে ছেলের মরদেহ খু...
12/07/2025

আহা মা!
একমাত্র ছেলের মরদেহটি নিয়ে বাড়ি ফিরবেন। এমন আশায় বুক বেঁধে আছেন। নির্বাক চোখে তাকিয়ে তাকিয়ে সাগরে ছেলের মরদেহ খুঁজছেন মা জেসমিন খাতুন। সাথে বাবা আমিনুল ইসলামও।

বাবা, আমার একমাত্র ছেলে অরিত্র হাসান। আমার আর কেউ নেই। কোনো সন্তান নেই যে, বুকে নিয়ে আমার অরিত্রকে তার মাঝে খুঁজে পাবো। কিন্তু, কেউ তো আর নেই। কথাগুলো বলছিলেন অরিত্রের বাবা।

এমন কথা শুনে নিজেকেও ধরে রাখা খুব কঠিন। কারন, তারা সন্তান হারিয়েছেন। আমিও সন্তান হারিয়েছি। হারিয়েছি গর্ভধারিনী মা'কে। নিজেকে ধরে রেখে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। পরে আমি ও আজাদ অরিত্রের খুঁজে সোনাদিয়া দ্বীপে যাই। যেখানে আগে থেকেই গত চারদিন ধরে সী সেইফ লাইফ গার্ডের সিনিয়র লাইফ গার্ড ওসমান গনি, জয়নাল আবেদীন, বীচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম, শফিউল ভাইয়েরা অরিত্রের সন্ধানে মাইলের পর মাইল পায়ে হেঁটে বিভিন্ন প্রান্তে যাচ্ছিলেন। তারপরও যেনো অরিত্রের মা' বাবাকে সন্তানের মরদেহ ফিরিয়ে দেয়া যায়। চেষ্টার কোনো কমতি নেই। বাকিটা আল্লাহর হুকুমের অপেক্ষায়।

সবাই অরিত্রের মা বাবার জন্য দোয়া করবেন। তারা যেনো সন্তানের মরদেহ নিয়ে ঘরে ফিরতে পারেন। অন্তত কবর জেয়ারতে গিয়ে একমাত্র সন্তানের ঘ্রাণ নিয়ে বাকি জীবনটাকে এগিয়ে নিতে পারেন।
ছুম্মা আমিন..

Address

Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী প্রতিদিন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share