
17/08/2025
হাটহাজারী মডেল থানার সাবেক এসআই ইব্রাহিম আর নেই!
======================
হাটহাজারী মডেল থানায় দীর্ঘ অনেক বছর যাব কর্মরত ছিলেন এসআই ইব্রাহিম। বর্তমানে মহানগর বায়েজিদ বোস্তামী থানা কর্মরত আছেন। গতকাল রাত ১১টার দিকে ডিউটি শেষ করে বাসায় আসলে শরীর একটু খারাপ লাগছে বলেই সোফাতে বসলে সাথে সাথে স্টোক করে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজ জেলা ভোলায় আজ রবিবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করবে বলে পরিবার সূত্রে জানা যায়।
#বায়েজিদথানা
#পুলিশ
#হাটহাজারী
#মডেল
fans
©