Hathazari Darpan 24.com

Hathazari Darpan 24.com হাটহাজারীর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে এই পেইজের সাথে যুক্ত থাকুন।

22/08/2025

প্রবাসীর স্ত্রীর গলার হার, চেইনসহ প্রায় ৫ ভরি স্বর্ণালংকার হারিয়েছে হাটহাজারীর একটি সিএনজি টেক্সিতে। ফিরিয়ে দিলে দেওয়া হবে উপযুক্ত পুরস্কার।

21/08/2025

প্রবাসীর সিএনজি টেক্সি নিয়ে গেল তারা

21/08/2025

সরাসরি-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী-৫ (বায়েজিদ আংশিক) হইতে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও সর্বস্তরের জনগণ মনোনীত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির-এর সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা

21/08/2025

বড়শি দিয়ে মাছ ধরার পাস দেয়া হচ্ছে হাটহাজারীর পূর্ব ছড়ার কুল শেয়ার পুকুরে-01819315659
নির্ধারিত তারিখ-২৯ ও ৩০ আগস্ট ।
প্রতি সিটের পাস মূল্য ২২ হাজার টাকা।

শর্ত সমূহ-এটি শুধুমাত্র একটি প্রচারমূলক তথ্য।

বিশেষভাবে উল্লেখ্য, প্রচারকারী হিসেবে আমাদের এই পেজের কোনো দায়-দায়িত্ব নেই। তাই, আগ্রহী ব্যক্তিরা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে, বুঝে এবং ভালোভাবে প্রয়োজনে শতবার যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

20/08/2025

মুখো’শধা’রীদের মুহুর্মুহু গু’লি ব’র্ষ’ণ ব্যবসায়ীর ভবনে চট্টগ্রামের হাটহাজারীতে। এটি ২০ আগস্ট সকাল পৌনে ১১টায় হাটহাজারীর উত্তর মেখলে হয়।

19/08/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হাটহাজারী থানাধীন দা' ওয়াতে ইসলামী'র উদ্যোগে আগামী ২৫ শে আগস্ট সোমবার সকাল সাড়ে আট ঘটিকায় হাটহাজারীতে অবস্থিত ইমাম শেরে বাংলা(রং.) এর মাজার প্রাঙ্গণ থেকে জুলুস বের হবে। এই উপলক্ষে কর্তৃপক্ষ সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন-01623254962

19/08/2025

অনিয়ম ও অপব্যবস্থাপনার অভিযোগ নিয়ে কথা বলছে ভুক্তভোগীরা। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি...

19/08/2025

হালদার শতভাগ নির্ভেজাল পোনা/বাইশ বিক্রি চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন-01813191234

আমাদের কাছে বিভিন্ন সাইজের কাতলা, মৃগেল, রুই ও কালিবাউসের মাছ এবং প্রতি কেজিতে বিভিন্ন সংখ্যায় মাছ রয়েছে। ১৯/৮/২৫ তারিখের দাম প্রতি কেজি সর্বোচ্চ ৩২০০ টাকা। তাই কী পরিমাণ মাছ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানাতে ও আমাদের কাছে মাছের দাম ও বিভিন্ন তথ্য জানতে 01813191234 নাম্বারে সরাসরি বা WhatsApp এ যোগাযোগ করুন। সম্ভব হলে আপনার নাম্বারটা আমাদেরকে মেসেঞ্জার ইনবক্সে দিয়ে রাখুন। আমরা আপনাকে কল করে বিস্তারিত জানাবো।

18/08/2025

হার্ডলাইনে হাটহাজারী ইউএনও। যানজট নিরসনে অভিযান অব্যাহত

17/08/2025

হাটহাজারী বাস স্ট্যান্ড এর অভিযান থেকে সরাসরি

17/08/2025

যানজট নিরসনে হাটহাজারীতে প্রশাসনের অভিযান চলছে

16/08/2025

ঐতিহ্যবাহী সুলতান নসরত শাহ দিঘীতে বড়শি দিয়ে মাছ ধরার পাস দেয়া হচ্ছে-01631599236
নির্ধারিত তারিখ-২২ ও ২৩ আগস্ট ।
লোকেশন-চট্টগ্রামের রাউজান উপজেলার দলই নগর।
প্রতি সিটের পাস মূল্য ১৫ হাজার টাকা।

শর্ত সমূহ-এটি শুধুমাত্র একটি প্রচারমূলক তথ্য।

বিশেষভাবে উল্লেখ্য, প্রচারকারী হিসেবে আমাদের এই পেজের কোনো দায়-দায়িত্ব নেই। তাই, আগ্রহী ব্যক্তিরা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে, বুঝে, এবং যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Address

Hathazari
Chittagong
4330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hathazari Darpan 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share