ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্র

ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্র, Media/News Company, Imam Sere Bangla Asekh Kendro/Hathazari Darbar Sharif, Hathazari.

Pin করা Post এ ইমাম শেরে (র:) জীবনী দেয়া আছে।পড়ে নেবেন। পেজটি ইমাম শেরে বাংলা (র) জীবনী ও পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের জীবনী চর্চার নিমিত্তে খোলা হলো। সুন্নী মতার্দশের সবাই এই পেজে নবী করিম (স:) সহ সমস্ত খলিফা,সাহাবা,আউলিয়াদের ইতিহাস ও মতাদর্শ তুলে ধরবেন। সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (র:) একজন যুগ শ্রেষ্ঠ আধ্যাত্বিক আওলিয়া, মুফতি, ইসলামি চিন্তাবিদ সুন্নি ইমাম।
জন্ম ও বংশ পরিচয় :-
--------

-------------------
তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত মেখল নামক গ্রামের এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে ১৯০৬ সালে (১৩২৩ হিজরী) জম্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মুহাম্মদ আব্দুল হামিদ এবং মাতার নাম সৈয়দা মায়মুনা খাতুন। তার দাদার নাম সৈয়দ মুহাম্মদ হাশমত উল্লাহ। তিনি পিতা-মাতা উভয় বংশধারায় সৈয়দ বংশীয় ছিলেন।
শিক্ষাজীবন :-
--------------
শৈশবকালে তিনি প্রাথমিক শিক্ষা আপন পিতার নিকট লাভ করেন। তারপর তিনি হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামে ভর্তি হন। পরবর্তীতে টাইটেল পাশ করার পর তিনি উচ্চ শিক্ষা অর্জনের জন্য ভারতে গমন করেন এবং দিল্লীর বিখ্যাত ফতেহ্পুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে আরবী, উর্দু, ফার্সি ভাষার লিখিত বিভিন্ন শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেন। একই মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস ও ফিকহ শাস্ত্রে প্রথম শ্রেণীর সনদ লাভ করেন।
ধর্মীয় শিক্ষার প্রসারে ভূমিকা :-
-------------------------------
ভারত থেকে প্রত্যাবর্তনের পর তিনি সর্বপ্রথম ১৯৩২ সালে নিজ গ্রাম মেখল ফকিরহাটে প্রতিষ্ঠা করেন এমদাদুল উলুম আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। এছাড়া এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রতিষ্ঠার ব্যাপারেও ছিল তার সর্বশ্রেষ্ঠ অবদান। তারই একান্ত পরামর্শক্রমে হযরত সিরিকোটি (রহ.) এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাহার একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় হাটহাজারী আজিজিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা, রাউজান ফতেহ নগর অদুদিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনাস্থ মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া এবং লালিয়ারহাট হামিদিয়া হোছাইনিয়া মাদ্রাসা ।
সামাজিক ও রাজনৈতিক জীবন :-
-------
সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা তদানীন্তন ব্রিটিশ আমল থেকে পাক-ভারত বিভক্তির পর প্রথম পাক-ভারত মহাযুদ্ধের সময় পর্যন্ত একাধারে সুদীর্ঘ সতের বছর নিজ এলাকা মেখল ইউনিয়নের চেয়ারম্যান এবং ফুড কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
শেরে বাংলা উপাধি লাভ :-
------
চল্লিশ দশকের প্রারম্ভে কাদিয়ানীদের সাথে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মোনাজেরায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রশ্ন-উত্তরে কাদিয়ানীদের পরাজিত করায় তাকে শেরে বাংলা উপাধি দেয়া হয়। এছাড়া ১৯৫৭ সালে তিনি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলে ঘটনাক্রমে সৌদি সরকারের গ্র্যান্ড মুফতি সৈয়দ আলবীর সঙ্গে তাঁর বাহাছ বা তর্ক অনুষ্ঠিত । উক্ত তর্ক সভায় তার জ্ঞান ও যুক্তি দেখে সৌদি গ্র্যান্ড মুফতি মুগ্ধ হন এবং তাকে সৌদি সরকারের পক্ষ থেকে অসীম জ্ঞানের স্বীকৃতি স্বরূপ ‘শেরে ইসলাম’ ওরফে ‘শেরে বাংলা’ উপাধিতে ভূষিত করে লিখিত সনদপত্র প্রদান করেন। মূল্যবান পাগড়ী ও ছড়ি প্রদান করে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে অভিষিক্ত করেন।

বায়াতগ্রহণ ও খেলাফত লাভ : -
-----
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের প্রাক্তন খতীব আল্লামা গাজী সৈয়দ আব্দুল হামিদ বাগদাদী (রহঃ)’র কাছে সৈয়দ মুহাম্মদ আজিজুল হক বায়াত গ্রহণ করেন।
রচিত গ্রন্থাবলী :-
--
* দিওয়ান-ই আযীয
* ইযাহুদ দালালাত বা মুনাজাতের দলিল
* মজমু'আহ্-ই ফাতাওয়া-ই আযীযিয়াহ্ শরীফ
মৃত্যু:-
-----
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর (১৩৮৯ হিজরীর ১২ই রজব) ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। হাটহাজারীর প্রাণকেন্দ্রে তাকে সমাহিত করা হয়। বর্তমানে তাহার মাজার সুন্নী জনতার মিলন ও প্রান কেন্দ্র ।


https://www.facebook.com/ImamSereBanglaAshekKendro/about_details



#ইমাম_ছৈয়দ_আজিজুল_হক_শেরে_বাংলা_র:_আশেক_কেন্দ্র

২৬ এপ্রিল ২০২৫ইংঢাকা সোহরাওয়ার্দী উদ্যান ফিলিস্তিনি ইসুতে         "Mass Gathering for Palestine" তথা সুন্নি মহাসমাবেশে ...
22/04/2025

২৬ এপ্রিল ২০২৫ইং
ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান ফিলিস্তিনি ইসুতে "Mass Gathering for Palestine" তথা সুন্নি মহাসমাবেশে যোগ দিন সফল করুন ✊।
শাহজাদা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল-কাদেরী।
হাটহাজারী ইমাম শেরে বাংলা (রহঃ) দরবার শরীফ,চট্রগ্রাম।

*****
ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্র S.m. Enam

29/03/2025
27/03/2025

ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্রর

দরবারে ইমাম শেরে বাংলা (র:)-হাটহাজারী-চট্টগ্রাম

S.m. Enam #শবেকদর

লাইলাতুল শবে কদর। দরবারে ইমাম শেরে বাংলা রঃ দরবারে ইমাম শেরে বাংলা (র:)-হাটহাজারী-চট্টগ্রাম  ইমাম গাজী শেরে বাংলা র: আশে...
27/03/2025

লাইলাতুল শবে কদর। দরবারে ইমাম শেরে বাংলা রঃ

দরবারে ইমাম শেরে বাংলা (র:)-হাটহাজারী-চট্টগ্রাম

ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্র

#বদর
#শবেকদর

Address

Imam Sere Bangla Asekh Kendro/Hathazari Darbar Sharif
Hathazari
4330

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমাম গাজী শেরে বাংলা র: আশেক কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share