জিকির মাহফিল

জিকির মাহফিল ইয়া আল্লাহু~ইয়া রাহমানু~ইয়া রাহিম~ইয়া রাহমাতাল্লিল আলামিন!

বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ সিরাজগঞ্জ।

14/09/2025

কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ওই
কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই #এনায়েতপুর_পাক_দরবার_শরীফ

13/09/2025

ঐ দেখ দেখা যায় এনায়েতপুর শরীফ
কন্ঠঃ মোঃ লুতফুর রহমান মোজাদ্দেদী।
#বিশ্ব #শান্তি #মঞ্জিল #এনায়েতপুর #পাক #দরবার # #শরীফ

12/09/2025

ফাঁয়েজ পূর্ণ জিকির। আটরশি দরবার শরীফ
#আটরশি

সাজরা শরীফ বা সিলসিলাহযরত রাসূলে আকরাম (সা.) হতে যামানার ইমাম হযরত খাজাবাবা শাহ এনায়েতপুরী (র.) পর্যন্ত 'নকশাবন্দীয়া মোজ...
11/09/2025

সাজরা শরীফ বা সিলসিলা

হযরত রাসূলে আকরাম (সা.) হতে যামানার ইমাম হযরত খাজাবাবা শাহ এনায়েতপুরী (র.) পর্যন্ত 'নকশাবন্দীয়া মোজাদ্দেদীয়া' তরিকার সাজরা শরীফ বা সিলসিলা নিম্নরূপ। এখানে উল্লেখ্য যে, রাসুলুল্লাহ (সা.) হতে এ তরিকার ধারাবাহিকতা অনুযায়ী হযরত খাজা এনায়েতপুরী (র.) হলেন চৌত্রিশতম অলি আল্লাহ, তরিকতের ইমাম, আখেরী মুজাদ্দিদ।

১. শেষ নবী রাহমাতুল্লিল আলামীন আহাম্মদ মুজতবা হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) রওজা শরীফ: মদিনা আল মুনাওয়ারা, সৌদী আরব।
২. প্রথম খলীফা আমিরুল মুমেনীন হযরত আবু বকর সিদ্দীক (রা.)
রওজা শরীফ: মদিনা আল মুনাওয়ারা সৌদী আরব।
মাজার শরীফ: মাদায়েন, সৌদী আরব।
৩. হযরত সালমান পারসী (রা.)
মাজার শরীফ:মাদায়েন, সৌদি আরব।
৪. কেবায়ে তাবেয়ীন হযরত কাসেম বিন মুহাম্মদ বিন আবুবকর (রা.) মাজার শরীফ: মক্কা ও মদিনা শহরের মধ্যবর্তী স্থান, সৌদী আরব।
৫. রুহনীয়াতে ইমামে আযম সাইয়েদ হযরত ইমাম জাফর আসসাদিক (র)
মাজার শরীফ: জান্নাতুল বাকী, সৌদী আরব।
৬. সুলতানুল আরেফীন হযরত বায়েজীদ বোস্তামী (র.) মাজার শরীফ: বোস্তাম, ইরান।

৭. কুতুবুজ্জামান হযরত আবুল হাসান খেরকানী (র.) মাজার শরীফ: খেরকান, ইরান।

৮. শায়েখুত তরিকত হযরত আবু আলী ফারমাদী তুসী (র.)
মাজার শরীফ: মক্কা, সৌদী আরব।

৯. হযরত খাজা আবু ইয়াকিব ইউসুফ হামদানী (র.)
মাজার শরীফ: হিরাত, আফগানিস্তান।

১০. রইসুত তরিকত হযরত খাজায়ে খাজাগনে আব্দুল খালেক গজদেওয়ানী (র.)
মাজার শরীফ: মক্কা, সৌদী আরব।
১১. হযরত মাওলানা খাজা শাহ্ আরিফ রেওগারী (র.)
মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।
১২. হযরত খাজা মাহমুদ আন্‌জীর ফগনভী (র.)
মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।
১৩. হযরত খাজা শাহ্ আজিজানে আলী আর রামায়েতানী (র.)
মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।
১৪.হযরত খাজা বাবা সামাস (র:)
মাজার শরীফঃবোখারা, উজবেকিস্তান।

১৫. হযরত শাহ সৈয়দ আমীর কুলাল (র.)

মাজার শরীফ: সোখার, উজবেকিস্তান।

১৬. ইমামে তরিকত শামসুল আরেফীন সাইয়েদ হযরত খাজা বাহাউদ্দিন নকশাবন্দ (র.)। নকশাবন্দীয়া তরিকার ইমাম।
মাজার শরীফ: বর্তমান উজবেকিস্তানের বোখারা শহরে।

১৭. হযরত খাজা আলাউদ্দীন আত্তার (র.)

মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।

১৮. হযরত মাওলানা ইয়াকুব চরখী (র.)

মাজার শরীফ: গজনী, আফগানিস্তান।

১৯. হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার (র.)

মাজার শরীফ: সমরখন্দ, উজবেকিস্তান।

২০. হযরত মাওলানা শাহ সুফি জাহেদ ওয়ালী (র.)

মাজার শরীফ: সমরখন্দ, উজবেকিস্তান।

২১. হযরত শাহ্ দরবেশ মোহাম্মদ (র.)

মাজার শরীফ: দারাত, সমরখন্দ, উজবেকিস্তান।

২২. হযরত মাওলানা শাহ্ সুফি খাজেগী এমকানকী (র.)

মাজার শরীফ: আকবানা, উজবেকিস্তান।

২৩. হযরত শাহ্ সুফি মুহাম্মদ বাকীবিল্লাহ (র.)

মাজার শরীফ: দিল্লী, ভারত।

২৪. সুলতানুল মাশায়েখ, ইমামে রাব্বানী হযরত শায়খ আহমদ সেরহিন্দী মোজাদ্দেদ আলফেসানী ফারুকী (র.)। তিনি নকশাবন্দীয়া মোজাদ্দেদীয়া তরিকার ইমাম।

মাজার শরীফ: সেরহিন্দ, পাঞ্জাব, ভারত।

২৫. হযরত শেখ সৈয়দ আদম বিন নূরী (র.)

মাজার শরীফ: মদিনা আল মুনাওয়ারা, সৌদী আরব।

২৬. হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী (র.)

মাজার শরীফ: আগ্রা, ভারত।

২৭. হযরত মাওলানা শাহ্ আব্দুর রহিম মোহাদ্দেস দেহলভী (র.)

মাজার শরীফ: দিল্লী, ভারত।

২৮. হযরত মাওলানা শাহ্ ওয়ালীউল্লাহ মোহাদ্দেস দেহলভী (র.)

মাজার শরীফ: দিল্লী, ভারত।

২৯. হযরত মাওলানা শাহ্ আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলভী (র.)

মাজার শরীফ: ভারত।

৩০. হযরত শাহ্ সৈয়দ আহমদ শহীদ বেরেলভী (র.)

মাজার শরীফ: বালকোট, ভারত।

৩১. হযরত মাওলানা শাহ্ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী (র.)

মাজার শরীফ, চট্টগ্রাম, বাংলাদেশ।

৩২. হযরত কুতুবুল এরশাদ রাসূলে নোঁমা শাহ্ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়ায়েসী (রহ.) মাজার শরীফ: মানিকতলা, কোলকাতা, ভারত।

৩৩. মাশুকে খাজা, হাদীয়ে জামান, কুতুবুল এরশাদ হযরত শাহ্ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (র.)

মাজার শরীফ: কোলকাতা, ভারত।

৩৪. শাহানশাহানে তরিকত, আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল আখেরী মোজাদ্দেদ হযরত শাহ্ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী নকশবান্দী মোজাদ্দেদী আল কাদরী ওয়াল চিশতী (রহ.)

মাজার শরীফ: এনায়েতপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ।

তথ্য সুত্রঃ স্মরণিকা শতবর্ষ।
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

08/09/2025

দয়াল সাজ্জাদানশীন হুজুর পাকের শুভ আবির্ভাব দিবসে মোনাজাত
#এনায়েতপুর_পাক_দরবার_শরীফ

🙏 মহান ২৩ই ভাদ্র 🙏আমি মারহাবা মারহাবা বলে জানাই স্বাগতম আজকে মোদের বাবাজানের শুভ আগমন! যাঁর এত্তেহাদী তাওয়াজ্জুর বলে আমর...
07/09/2025

🙏 মহান ২৩ই ভাদ্র 🙏
আমি মারহাবা মারহাবা বলে জানাই স্বাগতম আজকে মোদের বাবাজানের শুভ আগমন!

যাঁর এত্তেহাদী তাওয়াজ্জুর বলে আমরা খেদমতের হাউস ও মহব্বত পাই, যাঁর পাক কদমের উছিলায় নাজাত লাভের আশা করি।
সেই মহান দরদী, নেসবতে এনায়েতপুরীর সর্বোচ্চ আধ্যাত্মিক অভিভাবক, সহস্রাধিক খানকাহ/দরবার শরীফের মালিক, জাকেরদের মাথার তাজ, মহামান্য হযরত দয়াল সাজ্জাদান্নিশীন হুজুরপাক ছাহেবের ১০২ তম পবিত্র শুভ আবির্ভাব দিবস।

বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

06/09/2025

জস‌নে জুলু‌সে ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) আনন্দ র‌্যালী
হাতীবান্ধা,লালমনিরহাট
#জস‌নেজুলুসে
#ঈদইমিলাদুন্নবীসাঃ

05/09/2025

প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায়
প্রেমের রাসুল যে দেশে ঘুমায় !!!
#এনা‌য়েতপুর_পাক_দরবার_শরীফ

03/09/2025

এনায়েতপুর দরবার কেন বিশ্বের অন্যতম শরীয়ত শিক্ষার মারকাজ। পীরজাদা আব্দুল মালেক Khwaja Enayetpuri

#মারকাজ
#শরীয়ত
িত্র_ওরছ_শরীফ_২০২৫
#এনা‌য়েতপুর_পাক_দরবার_শরীফ
#এনা‌য়েতপুরদরবার


#পীরজাদা_আব্দুল_মালেক

যামানার মহান জিন্দা ওলী, যুগের মহা ইমাম, সহস্রাধিক খানকাহ/ দরবারের সর্বোচ্চ মুরুব্বি, বাক্যসিদ্ধ মহাপুরুষ, খাজায়েনে রহমত...
03/09/2025

যামানার মহান জিন্দা ওলী, যুগের মহা ইমাম, সহস্রাধিক খানকাহ/ দরবারের সর্বোচ্চ মুরুব্বি, বাক্যসিদ্ধ মহাপুরুষ, খাজায়েনে রহমত,মহান মালিক,দয়াল বাবাজান, মহামান্য দয়াল সাজ্জাদানশীন হুজুরপাক শাহসুফি হযরত মাওলানা খাজা কামাল উদ্দিন নুহ্‌ মিঞা (মাঃজিঃআঃ) এনায়েতপুরী ছাহেবের পরম পবিত্র আবির্ভাব দিবস #মহান_২৩_ভাদ্র আমাদের জন্য মাগফিরাত, রহমত, বরকত ও পরম শান্তির বার্তা নিয়ে আসুক।
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ
রুকনাবাদ মিলাদ কিয়াম

03/09/2025

গাউসুল আজম এনায়েতপুরী (রঃ) আউলিয়ার সর্দার.....
#এনায়েতপুর_পাক_দরবার_শরীফ #জিকির

01/09/2025

জামানার মহান মুজাদ্দিদ তাপস কূল শিরোমনি হযরত খাজা বাবা শাহ্ সূফী আল্লামা খাজা মোহম্মদ ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এঁর জীবনী
[ পূর্ণপ্রচার ]

Address

Hatibanda

Alerts

Be the first to know and let us send you an email when জিকির মাহফিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category