জিকির মাহফিল

জিকির মাহফিল ইয়া আল্লাহু~ইয়া রাহমানু~ইয়া রাহিম~ইয়া রাহমাতাল্লিল আলামিন!

বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ সিরাজগঞ্জ।

"শতাব্দীর মহান মুজাদ্দেদ, অবিসংবাদিত ইসলাম প্রচারক, উপমহাদেশ নন্দিত বুজুর্গ সূফী সাধক, শাহান শাহে তরিকত হযরত খাজাবাবা এন...
03/11/2025

"শতাব্দীর মহান মুজাদ্দেদ, অবিসংবাদিত ইসলাম প্রচারক, উপমহাদেশ নন্দিত বুজুর্গ সূফী সাধক, শাহান শাহে তরিকত হযরত খাজাবাবা এনায়েতপুরী নকশেবন্দি মোজাদ্দেদী (রঃ) ছাহেবের ১৪০-তম শুভ আবির্ভাব দিবস "মহান ২১শে কার্তিক"

বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

➤খাজা বাবার শুভ আবির্ভাব দিবস➤ইতিহাস পর্যবেক্ষণে দেখা যায়,এই ধরিত্রির প্রায় সকল মহাপুরুষের পবিত্র নিয়মনীতি অনুসরণ করে,...
02/11/2025

➤খাজা বাবার শুভ আবির্ভাব দিবস➤
ইতিহাস পর্যবেক্ষণে দেখা যায়,এই ধরিত্রির প্রায় সকল মহাপুরুষের পবিত্র নিয়মনীতি অনুসরণ করে,খাছ করে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে মহা আগমনের আবির্ভাবের পবিত্র শুভ লগ্নের সহিত হুবহু সামঞ্জস্য রেখে অর্থাৎ রহমতের সময় (সুবহে সাদেক)এই আকাবরে আউলীয়া বিশ্ব শান্তির মহা সাধক, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও নন্দিত সুফি-দার্শনিক,বাংলা-আসামের শত শত খানকাহ শরীফসমূহের মূল রাহনামা বা আধ্যাত্মিক গুরু,বিশ্বওলী হযরত মাওলানা শাহ সুফি খাজা মুহাম্মদ ইউনুছ আলী-এনায়েতপুরী,নকশাবন্দী-মোজাদ্দেদী,আল কাদরী,ওয়াল চিশতী (রহ:) সাহেব তাঁর পরম পুণ্যবতী মাতা তাহমিনা বেগম (রহ:) সাহেবের কোল আলোকিত করে বেহেস্তি সুষমামন্ডিত নূরানী স্বর্গীয় চেহারা নিয়ে তাঁর নানাজান (মাতামহ)হযরত হাজী শহরুল্লাহ (রহ:)- এর গৃহে তশরীফ ফরমান আরবী ১৩০৩ হিজরী সনের ১১ই জিলহজ্ব,বাংলা ১২৯৩ সালের ২১শে কার্তিক মোতাবেক ইংরেজী ১৮৮৬ সাল, রোজ শনিবার সুবহে সাদেকের সময় তদানিন্তন বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহাকুমার (বর্তমান সিরাজগঞ্জ জেলার)পাকভূমি এনায়েতপুর শরীফ গ্রামে ৷

তথ্য সংগ্রহ:বিশ্বওলী হযরত খাজাবাবা এনায়েতপুরী (রহ)গ্রন্থ হতে হুবহু তুলে ধরা হলো৷
লেখক:পীরজাদা হযরত মৌ:শাহ সূফি খাজা কামাল উদ্দিন (নূহ মিয়া)

বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

26/10/2025

ফাঁয়েজপূর্ণ জিকির
#এনায়েতপুর_পাক_দরবার_শরীফ

আজ ১০ই কার্তিকনেসবতে এনায়েতপুরীর সর্বপ্রথম সাজ্জাদান্নিশীন, মাদারজাত আওলিয়া আলহাজ্ব খাজা হাশেম উদ্দিন হযরত  বড় হুজুরপাকে...
26/10/2025

আজ ১০ই কার্তিক
নেসবতে এনায়েতপুরীর সর্বপ্রথম সাজ্জাদান্নিশীন, মাদারজাত আওলিয়া আলহাজ্ব খাজা হাশেম উদ্দিন হযরত বড় হুজুরপাকের ''পবিত্র আবির্ভাব দিবস''

খাজা হুজুরের ভাষায় তিনি 'জবরদস্ত ওলী-আল্লাহ' ছিলেন। খাজাবাবা তাঁর আওলাদকে উদ্দেশ্য করে বলেন 'তুমি আমার দক্ষিণ হস্ত'। তাঁর দো'আর বরকতে অসাধ্য সাধন হতো। তিনি সুদীর্ঘ ২৫বছরকাল যোগ্যতার সহিত প্রথম সাজ্জাদান্নিশীনের গুরুদায়িত্ব পালন করেন এবং মাজহাবের জন্যে যে ত্যাগ স্বীকার করেছেন তা এক কথায় অতুলনীয়। আল্লাহ পাক তাঁর পাক আত্মায় আবাদুল-আবাদ রহমত বর্ষিত করুন। আমিন!

বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

" দ্বীন মোর এস্ক নবী এস্কেতে কোরবান সবিঈমান আমার মহব্বত মোস্তফায় রে।।জাহান্নামে পড়ে থাকি তাতে গম নাহি রাখিএস্ক মোহাম্মদ ...
26/10/2025

" দ্বীন মোর এস্ক নবী এস্কেতে কোরবান সবি
ঈমান আমার মহব্বত মোস্তফায় রে।।
জাহান্নামে পড়ে থাকি তাতে গম নাহি রাখি
এস্ক মোহাম্মদ গলে ফাঁসি যদি হয় রে।।
জাহান্নামের ডর মোর মন হতে আছে দূর
সতত এস্কেতে নবী যদি হয় রে।।
কদমেতে জাগা পাই মনেতে বাসনা এই
বেহেশত দোজখের মোর দরকার যে আর নাই রে।।"

তাওঈ পীর হযরত সৈয়দ ফতেহ আলী ওয়েসী (রহঃ) হুজুরের একটি শ্লোক /কবিতার সারমর্ম উপজীব্য করে দাদাপীর হযরত সৈয়দ ওয়াজেদ আলী (রহঃ) লিখেছেন -
"দ্বীনে মা এস্কে মুহাম্মদ হুব্বে ঊ ঈমানে মা।"

দাদাপীর ছাহেবের সেই বিখ্যাত বাণী মোবারক উপজীব্য করে খাজাবাবা হযরত শাহ্ এনায়েতপুরী (রহঃ) নিম্নোক্ত গজলখানি রচনা করেন।

যার স্বাক্ষ্য দেন বর্তমান জামানার শ্রেষ্ঠ আওলিয়া,খাজাবাবা এনায়েতপুরী (রহঃ) এর নূরের প্রতিচ্ছবি হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া,
সাজ্জাদানশিন হুজুর,এনায়েতপুর পাক দরবার শরিফ

25/10/2025

তোমরা দেখছো নি নবীর শহর,,,,, #আলহাজ্ব_মোঃ_আব্দুল_মালেক_সাহেব

প্রবাহমান যমুনার পশ্চিম তীরে, অগণিত আবদাল, আবেদ, আশেকানের জমাট অশ্রুর মর্মরে নির্মিত খাজা এনায়েতপুরী (রহ.) মাযার শরীফ অ...
24/10/2025

প্রবাহমান যমুনার পশ্চিম তীরে, অগণিত আবদাল, আবেদ, আশেকানের জমাট অশ্রুর মর্মরে নির্মিত খাজা এনায়েতপুরী (রহ.) মাযার শরীফ অবস্থিত। এটা আজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জিয়ারত স্থানে পরিণত হয়েছে। যুগ যুগ ধরে ভাগ্যহত-ভাগ্যবান, নিঃস্ব, দরিদ্র, চিত্তবান, বিত্তহীন-বিত্তবান মানুষ কামনা করেছেন এই পূণ্যাত্মার নৈকট্য, আল্লাহর অলীর মাযার সমীপে হতে চেয়েছেন সমাধিস্থ, জীবনান্তে কামনা করেছেন অলী-আল্লাহ্ পাকমজলিসের সান্নিধ্য।

তথ্যসূত্র - আওলাদে মহামান্য হজরত দয়াল সাজ্জাদানিশিন হুজুর পাক,
ডা. খাজা সলিমুল্লাহ চাচামিয়া
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

জুম্মা মোবারক
24/10/2025

জুম্মা মোবারক

বাংলা আসামের লক্ষ লক্ষ আশেকের মুর্দা দেল জিন্দা করণেওয়ালা আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল,খাজায়েনে রহমত,আল্লাহ ও রাসূল প...
23/10/2025

বাংলা আসামের লক্ষ লক্ষ আশেকের মুর্দা দেল জিন্দা করণেওয়ালা আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল,খাজায়েনে রহমত,আল্লাহ ও রাসূল পাকের এস্ক মহব্বতের সূর্য,তাপস কূল শিরোমনি, জামানার মহান মুজাদ্দেদ, হযরত মাওলানা শাহ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী, এনায়েতপুরী নকশেবন্দী মুজাদ্দেদী আল চিশতী আল কাদেরী(রহঃ) ➤বাংলা ১২৯৩ সালের ২১ শে কার্তিক, সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে শুভাগমন করেন➤

জেনে রাখো! শরীরে গোস্তের একটি টুকরা রয়েছে। যদি তা শুধরে যায়, সমস্ত শরীর শুধরে যায় আর যদি তা অকেজ হয়ে যায়, সমস্ত শরীর অকে...
23/10/2025

জেনে রাখো! শরীরে গোস্তের একটি টুকরা রয়েছে। যদি তা শুধরে যায়, সমস্ত শরীর শুধরে যায় আর যদি তা অকেজ হয়ে যায়, সমস্ত শরীর অকেজ হয়ে যায়।
শুনে নাও! তা হচ্ছে অন্তর।

(বুখারী শরীফ,খন্ড-১, পৃষ্ঠা -৩৩, হাদীস-৫২)

Address

Hatibanda

Alerts

Be the first to know and let us send you an email when জিকির মাহফিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category