11/09/2025
সাজরা শরীফ বা সিলসিলা
হযরত রাসূলে আকরাম (সা.) হতে যামানার ইমাম হযরত খাজাবাবা শাহ এনায়েতপুরী (র.) পর্যন্ত 'নকশাবন্দীয়া মোজাদ্দেদীয়া' তরিকার সাজরা শরীফ বা সিলসিলা নিম্নরূপ। এখানে উল্লেখ্য যে, রাসুলুল্লাহ (সা.) হতে এ তরিকার ধারাবাহিকতা অনুযায়ী হযরত খাজা এনায়েতপুরী (র.) হলেন চৌত্রিশতম অলি আল্লাহ, তরিকতের ইমাম, আখেরী মুজাদ্দিদ।
১. শেষ নবী রাহমাতুল্লিল আলামীন আহাম্মদ মুজতবা হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) রওজা শরীফ: মদিনা আল মুনাওয়ারা, সৌদী আরব।
২. প্রথম খলীফা আমিরুল মুমেনীন হযরত আবু বকর সিদ্দীক (রা.)
রওজা শরীফ: মদিনা আল মুনাওয়ারা সৌদী আরব।
মাজার শরীফ: মাদায়েন, সৌদী আরব।
৩. হযরত সালমান পারসী (রা.)
মাজার শরীফ:মাদায়েন, সৌদি আরব।
৪. কেবায়ে তাবেয়ীন হযরত কাসেম বিন মুহাম্মদ বিন আবুবকর (রা.) মাজার শরীফ: মক্কা ও মদিনা শহরের মধ্যবর্তী স্থান, সৌদী আরব।
৫. রুহনীয়াতে ইমামে আযম সাইয়েদ হযরত ইমাম জাফর আসসাদিক (র)
মাজার শরীফ: জান্নাতুল বাকী, সৌদী আরব।
৬. সুলতানুল আরেফীন হযরত বায়েজীদ বোস্তামী (র.) মাজার শরীফ: বোস্তাম, ইরান।
৭. কুতুবুজ্জামান হযরত আবুল হাসান খেরকানী (র.) মাজার শরীফ: খেরকান, ইরান।
৮. শায়েখুত তরিকত হযরত আবু আলী ফারমাদী তুসী (র.)
মাজার শরীফ: মক্কা, সৌদী আরব।
৯. হযরত খাজা আবু ইয়াকিব ইউসুফ হামদানী (র.)
মাজার শরীফ: হিরাত, আফগানিস্তান।
১০. রইসুত তরিকত হযরত খাজায়ে খাজাগনে আব্দুল খালেক গজদেওয়ানী (র.)
মাজার শরীফ: মক্কা, সৌদী আরব।
১১. হযরত মাওলানা খাজা শাহ্ আরিফ রেওগারী (র.)
মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।
১২. হযরত খাজা মাহমুদ আন্জীর ফগনভী (র.)
মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।
১৩. হযরত খাজা শাহ্ আজিজানে আলী আর রামায়েতানী (র.)
মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।
১৪.হযরত খাজা বাবা সামাস (র:)
মাজার শরীফঃবোখারা, উজবেকিস্তান।
১৫. হযরত শাহ সৈয়দ আমীর কুলাল (র.)
মাজার শরীফ: সোখার, উজবেকিস্তান।
১৬. ইমামে তরিকত শামসুল আরেফীন সাইয়েদ হযরত খাজা বাহাউদ্দিন নকশাবন্দ (র.)। নকশাবন্দীয়া তরিকার ইমাম।
মাজার শরীফ: বর্তমান উজবেকিস্তানের বোখারা শহরে।
১৭. হযরত খাজা আলাউদ্দীন আত্তার (র.)
মাজার শরীফ: বোখারা, উজবেকিস্তান।
১৮. হযরত মাওলানা ইয়াকুব চরখী (র.)
মাজার শরীফ: গজনী, আফগানিস্তান।
১৯. হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার (র.)
মাজার শরীফ: সমরখন্দ, উজবেকিস্তান।
২০. হযরত মাওলানা শাহ সুফি জাহেদ ওয়ালী (র.)
মাজার শরীফ: সমরখন্দ, উজবেকিস্তান।
২১. হযরত শাহ্ দরবেশ মোহাম্মদ (র.)
মাজার শরীফ: দারাত, সমরখন্দ, উজবেকিস্তান।
২২. হযরত মাওলানা শাহ্ সুফি খাজেগী এমকানকী (র.)
মাজার শরীফ: আকবানা, উজবেকিস্তান।
২৩. হযরত শাহ্ সুফি মুহাম্মদ বাকীবিল্লাহ (র.)
মাজার শরীফ: দিল্লী, ভারত।
২৪. সুলতানুল মাশায়েখ, ইমামে রাব্বানী হযরত শায়খ আহমদ সেরহিন্দী মোজাদ্দেদ আলফেসানী ফারুকী (র.)। তিনি নকশাবন্দীয়া মোজাদ্দেদীয়া তরিকার ইমাম।
মাজার শরীফ: সেরহিন্দ, পাঞ্জাব, ভারত।
২৫. হযরত শেখ সৈয়দ আদম বিন নূরী (র.)
মাজার শরীফ: মদিনা আল মুনাওয়ারা, সৌদী আরব।
২৬. হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী (র.)
মাজার শরীফ: আগ্রা, ভারত।
২৭. হযরত মাওলানা শাহ্ আব্দুর রহিম মোহাদ্দেস দেহলভী (র.)
মাজার শরীফ: দিল্লী, ভারত।
২৮. হযরত মাওলানা শাহ্ ওয়ালীউল্লাহ মোহাদ্দেস দেহলভী (র.)
মাজার শরীফ: দিল্লী, ভারত।
২৯. হযরত মাওলানা শাহ্ আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলভী (র.)
মাজার শরীফ: ভারত।
৩০. হযরত শাহ্ সৈয়দ আহমদ শহীদ বেরেলভী (র.)
মাজার শরীফ: বালকোট, ভারত।
৩১. হযরত মাওলানা শাহ্ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী (র.)
মাজার শরীফ, চট্টগ্রাম, বাংলাদেশ।
৩২. হযরত কুতুবুল এরশাদ রাসূলে নোঁমা শাহ্ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়ায়েসী (রহ.) মাজার শরীফ: মানিকতলা, কোলকাতা, ভারত।
৩৩. মাশুকে খাজা, হাদীয়ে জামান, কুতুবুল এরশাদ হযরত শাহ্ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (র.)
মাজার শরীফ: কোলকাতা, ভারত।
৩৪. শাহানশাহানে তরিকত, আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল আখেরী মোজাদ্দেদ হযরত শাহ্ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী নকশবান্দী মোজাদ্দেদী আল কাদরী ওয়াল চিশতী (রহ.)
মাজার শরীফ: এনায়েতপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
তথ্য সুত্রঃ স্মরণিকা শতবর্ষ।
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ