02/11/2025
➤খাজা বাবার শুভ আবির্ভাব দিবস➤
ইতিহাস পর্যবেক্ষণে দেখা যায়,এই ধরিত্রির প্রায় সকল মহাপুরুষের পবিত্র নিয়মনীতি অনুসরণ করে,খাছ করে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে মহা আগমনের আবির্ভাবের পবিত্র শুভ লগ্নের সহিত হুবহু সামঞ্জস্য রেখে অর্থাৎ রহমতের সময় (সুবহে সাদেক)এই আকাবরে আউলীয়া বিশ্ব শান্তির মহা সাধক, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও নন্দিত সুফি-দার্শনিক,বাংলা-আসামের শত শত খানকাহ শরীফসমূহের মূল রাহনামা বা আধ্যাত্মিক গুরু,বিশ্বওলী হযরত মাওলানা শাহ সুফি খাজা মুহাম্মদ ইউনুছ আলী-এনায়েতপুরী,নকশাবন্দী-মোজাদ্দেদী,আল কাদরী,ওয়াল চিশতী (রহ:) সাহেব তাঁর পরম পুণ্যবতী মাতা তাহমিনা বেগম (রহ:) সাহেবের কোল আলোকিত করে বেহেস্তি সুষমামন্ডিত নূরানী স্বর্গীয় চেহারা নিয়ে তাঁর নানাজান (মাতামহ)হযরত হাজী শহরুল্লাহ (রহ:)- এর গৃহে তশরীফ ফরমান আরবী ১৩০৩ হিজরী সনের ১১ই জিলহজ্ব,বাংলা ১২৯৩ সালের ২১শে কার্তিক মোতাবেক ইংরেজী ১৮৮৬ সাল, রোজ শনিবার সুবহে সাদেকের সময় তদানিন্তন বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহাকুমার (বর্তমান সিরাজগঞ্জ জেলার)পাকভূমি এনায়েতপুর শরীফ গ্রামে ৷
তথ্য সংগ্রহ:বিশ্বওলী হযরত খাজাবাবা এনায়েতপুরী (রহ)গ্রন্থ হতে হুবহু তুলে ধরা হলো৷
লেখক:পীরজাদা হযরত মৌ:শাহ সূফি খাজা কামাল উদ্দিন (নূহ মিয়া)
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ