Md Shamim Mia

Md Shamim Mia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Shamim Mia, Digital creator, Hatibandha.

‌®আসসালামু আলাইকুম®

সবাইকে স্বাগতম অফিসিয়াল °Md Shamim Mia page°
এ এবং আপনাদের সাথে আছি আমি ^Facebook
page Content creattor^√© Md Shamim mia©
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন।আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি।❤️❤️🇧🇩

25/07/2025

কি একটা জ্বালায় পরছি,।
মোবাইল ছাড়া কিছুই ভালো লাগেনা।
প্রয়োজন ছাড়াও চাপি, প্রয়োজন হলেও চাপি।
খালি চাপি আর চাপি।
তাহলে আমার ভবিষ্যৎ কি হতে পারে কেউ জানলে বলেন তো

24/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে যারা নোংরা রাজনিতি করতেছেন। ধিক্কার জানাই এসব নোংরা রাজনীতি কে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর দিয়ে সকালের ঘুম। কতো টা কাতরাচ্ছে স্বজনরা আল্লাহ তাদের ধৈর্যের সীমা বারিয়ে দিও। কতো আ...
22/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর দিয়ে সকালের ঘুম।
কতো টা কাতরাচ্ছে স্বজনরা আল্লাহ তাদের ধৈর্যের সীমা বারিয়ে দিও। কতো আহাজারী কতোটা কষ্ট পাচ্ছে এই নিষ্পাপ বাচ্চারা।

স্থগিত করা হলো এইচএসসি সমমানের পরিক্ষা। বিস্তারিত লিংক কমেন্টে।
22/07/2025

স্থগিত করা হলো এইচএসসি সমমানের পরিক্ষা।

বিস্তারিত লিংক কমেন্টে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য জাতীয় বার্...
21/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো: ০১৯৪৯০৪৩৬৯৭।
বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়েছে। এই ঘটনা...
21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী:
* হতাহত: বিভিন্ন সূত্রে মৃতের সংখ্যা ভিন্ন ভিন্ন উল্লেখ করা হচ্ছে, তবে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আহতদের মধ্যে অন্তত ৩৫ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, এবং আরও অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
* দুর্ঘটনার সময়: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরই এটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।
* উদ্ধার অভিযান: ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য উদ্ধারকারী বাহিনী কাজ করছে।
* শিক্ষার্থীদের অবস্থা: দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল। বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা দগ্ধ শিক্ষার্থীদের বের করে আনতে দেখেছেন।
* জাতীয় শোক: এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ সরকার আগামীকাল মঙ্গলবার (২২শে জুলাই ২০২৫) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
* তদন্ত: দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

18/07/2025

চারদিকে সবাই শুধু আলহামদুলিল্লাহ পড়তেছে।
সবাই নাকি সোনার হরিণ পেয়ে গেছে। আপনিও কি পেয়েছেন।

18/07/2025

শুভ সন্ধা

বন্ধু ✅❤️
18/07/2025

বন্ধু ✅❤️

আমার গ্রুপের মডারেটর লাগবে।  যে সবক্ষন একটিভ থাকে। পোস্ট করবে দেখবে এমন মানুষ লাগবে। যদি কেউ ইচ্ছুক থাকো তো আমার সাথে যো...
18/07/2025

আমার গ্রুপের মডারেটর লাগবে। যে সবক্ষন একটিভ থাকে। পোস্ট করবে দেখবে এমন মানুষ লাগবে। যদি কেউ ইচ্ছুক থাকো তো আমার সাথে যোগাযোগ করতে পারো।

আদেশক্রমে : মোঃ শামীম মিয়া (এডমিন, ভাইরাল গ্রুপ ২০২৫)

18/07/2025

হাই বন্ধুরা আমি শামীম
সবাই আমার পরিবারে যুক্ত হন। কাজ করুণ সবার পাশে থাকবো ইনশাআল্লাহ
জুমা মোবারক ❤️✅

17/07/2025

শুভ রাত

Address

Hatibandha

Alerts

Be the first to know and let us send you an email when Md Shamim Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share