14/11/2024
বিভিন্ন গ্রুপে, টিভিতে ফ্রিল্যান্সিং কে এমন ভাবে প্রচার করা হয় যেন এটা করলেই টাকা পকেটে এসে পড়বে। জিনিসটা কি আসলেই এমন?
এই গ্রুপএ প্রতিদিন এমন পোস্ট দেখি যে:
১। আমার টাকার খুব প্রয়োজন, ফ্রিল্যান্সিং করতে চাই।
২। আমি চাকুরী পাচ্ছিনা ফ্রিল্যান্সিং করতে চাই।
৩। আমি কম্পিউটার চালাইতে পারিনা, কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাই।
৪। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই।
এইসব প্রশ্ন করলেই দালাল এর এক দল এসে আপনাকে চিপায় নিয়ে ফ্রিল্যান্সিং শেখানোর আশা দেখায়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করে।
তাই এই প্রত্যেক টা প্রশ্নের উত্তর দিতে চাই।
১। আমার টাকার খুব প্রয়োজন, ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তরঃ দেখেল ফ্রিয়লান্সিং মানে Ad দেখে ইনকাম করা না, ফ্রিল্যান্সিং মানে জুয়া খেলা না। এখানে আপনি এসেই অনেক টাকা ইনকাম করে ফেলবেন এইটা ভাবলে আপনি ভীষণ বোকা। খুব দ্রুত ইনকাম করতে চাইলে ফ্রিল্যান্সিং থেকে ডুরে থাকাই ভালো। এই পথে আসতে হইলে মাসের পর মাস ইনকাম ছাড়া লেগে থাকতে হবে। Hard Skill এবং Soft skill সম্পর্কে অনেক ভালো ধারনা নিতে হবে। মার্কেটপ্লেসে এবং মার্কেটপ্লেসের বাইরে কিভাবে কাজ পাইতে হয় এইসব জানতে হবে । অনেক লম্বা প্রসেস । তাই দ্রুত ইনকাম করতে চাইলেঃ
- কোচিং এ ক্লাস নিন
- কোচিং এর খাতা কাটুন
- কোচিং এর প্রশ্ন করে দিন
Tuition করান
এই পদ্ধতি গুলা তুলনামূলক তাড়াতাড়ি টাকা ইনকাম করতে সাহায্য করবে।
২। আমি চাকুরী পাচ্ছিনা ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তরঃ এখানেও উত্তর অনেক তা একই। চাকুরী এর বিকল্প ফ্রিল্যান্সিং হতে পারেনা। হতে পারে, তবে প্রথমেই না । ফ্রিল্যান্সিং করে ভালো ইনকাম করতে হইলে বেশ সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিলে এক সময় চাকুরী থেকে ৫-৬ গুন বেশি ইনকাম করতে পারবেন। তবে এখন আপনি চাকুরী বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করতে নামলে আম যাবে ছালাও যাবে। আমার মনে হয় আপনার যেটা করাউচিত সেটা হচ্ছে।
দিনে প্রতিদিন একটা স্কিলের পিছনে ১-২ ঘণ্টা সময় দেওয়া। তার সাথে চাকুরী খোজা। চাকুরী পাইলে চাকুরী করা সাথে ফ্রিল্যান্সিং শিখতে সময় দেওয়া ১-২ ঘণ্টা। কঠিন হবে, তবে কঠিন পরিশ্রম এর মূল্যও পাবেন ইনশা আল্লাহ
৩। আমি কম্পিউটার চালাইতে পারিনা, কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তরঃ কম্পিউটার না চালাইতে পারলে অনেক বিপদ। ধরে নেন আপনি ABCD জানেন না কিন্তু আপনি IELTS এ ৯ পাইতে চান। এইটা কি সম্ভব ? সম্ভব না। আগে ABCD জানতে হবে। "করিম এর ভাই রহিম বলসে কিছু না জেনেই ইনকাম করা যায় “ এইসব থেকে বেরিয়ে আসুন।
৪। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তর এইটা নিয়ে অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম। মোবাইল দিয়ে এখন সব করা যায়। তবে Professionally ফ্রিল্যান্সিং করা আর শখের বসে Reels বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি সবি করতে পারবেন, কিন্তু খুব Amateur হবে। বুঝা যাবে এটা নতুন কেউ করসে যার কোন এক্সপেরিয়েন্স নেই। আর সব কিহু করতে পড়ায় ২০ গুন বেশি সময় লাগবে। আমার কথা হচ্ছে মানুষ পিসি দিয়ে স্কিল জেনেও বায়ার পাইতে যেখানে Struggle করে , সেখানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম করবো এইটা আশা করা বোকামি। । আমি সব চেয়ে সহজ একটা কাজ করি । কনটেন্ট রাইটিং। আমিও এমন কি ভাবিনা যে মোবাইল দিয়ে লেখা লিখি করবো । আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং করেন তাহলে তো ব্যপারটা প্রায় ইম্পসিবল হয়ে যায়।
আশা করি এই পোস্ট কিছু প্রশ্নের উত্তর দিবে। কোন ভুল হলে মাফ করবেন।
আর প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। চেষ্টা করবো আমার জ্ঞান অনুযায়ী উত্তর দেবার।