Atikul Islam Asik

Atikul Islam Asik Alhamdulillah for everything

স্মৃতি ❣️ Md. Al Kausar Nahid📷 Muhtasim Tausif Tusty তোদের নিয়ে সারাদিন বললেও শেষ হবে না রে... ভালো থাকিস, যেখানেই থাক
15/09/2025

স্মৃতি ❣️
Md. Al Kausar Nahid
📷 Muhtasim Tausif Tusty
তোদের নিয়ে সারাদিন বললেও শেষ হবে না রে... ভালো থাকিস, যেখানেই থাক

🇳🇵 নেপালআন্দোলনের পর শিক্ষার্থীরা আবার ফিরেছে ক্যাম্পাসে।তারা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে—🔥 অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ...
14/09/2025

🇳🇵 নেপাল
আন্দোলনের পর শিক্ষার্থীরা আবার ফিরেছে ক্যাম্পাসে।
তারা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে—
🔥 অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ আর জনজীবন বিপর্যস্ত করার জন্য।

👉 তারা কখনোই ক্ষমতার ভাগ দাবি করেনি।
👉 অংশ নেয়নি লুটপাট, চাঁদাবাজি বা ভয়াবহ সন্ত্রাসী কাজে।

#নতুন_প্রধানমন্ত্রী সুশীলা কার্কি–কে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শুধু পড়াশোনা আর শান্তির পথে ফিরতে চায়।

অন্যদিকে কার্কি নিজেও ভোটের দিন ঘোষণা করেছেন।
তিনি ক্ষমতায় বসেই তরুণদের ব্যবহার করে কোনো সহিংস রাজনীতি তৈরি করেননি।
তার নেতৃত্বে কেউই মব গঠন করে লুটপাট চালায়নি, বিদেশি টাকার প্রভাবে পলাতক রাজনীতিবিদদের পাশে দাঁড়ায়নি।
👉 নিজের প্রতিষ্ঠানের কর মওকুফ, অবৈধ ব্যবসা, অনুমোদন বাণিজ্যের মতো সুযোগও নেননি।
বরং উপদেষ্টাদের সংখ্যা কমিয়ে যোগ্য মানুষকে সামনে এনেছেন।

✨তিনি নোবেল পাননি, কিন্তু মানবতাকে বোঝেন।
✨ তিনি জানেন মতপ্রকাশের স্বাধীনতা মানে কী।
✨তিনি কথার নয়, বাস্তব কাজের জাদুকর।

🇧🇩 বাংলাদেশ
আজ তোমার মাটির গন্ধে বারুদের ঝাঁঝ,
তোমার আকাশে ধোঁয়া আর শোকের ছায়া।
যে স্বপ্ন ছিল শান্তির,
সে স্বপ্ন ভেঙে গেছে রক্তের স্রোতে।

আমরা ভেবেছিলাম—
তুমি হবে নিরাপদ, স্বপ্নময় এক দেশ।
কিন্তু বাস্তব আজ আমাদের কাঁদায়।

বাংলাদেশ, তুমি আমাদের মা,
তোমার বুকে শুধু চাই শান্তি আর ভালোবাসার সবুজ পতাকা—
রক্ত নয়। ❤️




😓
06/09/2025

😓

স্মৃতি হিসাবে রেখে দিলাম 📸আমিএই ছবিগুলার মধ্যে যত পোস্ট দিয়েছি , এগুলো আমি একটাও নিজে করি নাই  ।ছোট ভাই ,আমাকে যেরকম কর...
06/09/2025

স্মৃতি হিসাবে রেখে দিলাম 📸
আমিএই ছবিগুলার মধ্যে যত পোস্ট দিয়েছি , এগুলো আমি একটাও নিজে করি নাই ।
ছোট ভাই ,আমাকে যেরকম করতে বলছে ।
আমি সেরকমই করছি😎

04/09/2025
Help!
04/09/2025

Help!

পঞ্চগড়✨💚কাঞ্চনজঙ্ঘা 🗻❣️✨💚
03/09/2025

পঞ্চগড়✨💚
কাঞ্চনজঙ্ঘা 🗻❣️✨💚

01/09/2025

যদি চিঠি না...ই লিখো,
কেন লিখবে না তাই লিখো।

—মির্জা গালিব

Address

Hatibandha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atikul Islam Asik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share