23/04/2025
উত্তরবঙ্গ: উন্নয়নের আলো থেকে বঞ্চিত এক জনপদ
বাংলাদেশের উত্তরাঞ্চল—রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ আরও অনেক জেলা—দীর্ঘদিন ধরেই থেকে গেছে উন্নয়ন ও অগ্রগতির বাইরে।
রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থা:
অনেক জায়গায় এখনো কাঁচা রাস্তা, বর্ষায় চলাচল দুর্বিষহ। শহরের সঙ্গে গ্রামের সড়ক সংযোগ দুর্বল, পাকা রাস্তার অভাবে রোগী, কৃষিপণ্য, শিক্ষার্থীদের চলাফেরায় নানান ভোগান্তি পোহাতে হয়।
রেললাইন ও পরিবহন:
রেলপথ থাকলেও তা অনেকাংশে জরাজীর্ণ ও সময়োপযোগী নয়। ট্রেনের সংখ্যা কম, পরিষেবা অপ্রতুল। পর্যাপ্ত বাস সার্ভিসও নেই, যা এই অঞ্চলের মানুষকে যোগাযোগে পিছিয়ে রাখছে।
চিকিৎসা ও হাসপাতাল ব্যবস্থা:
উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলোর অধিকাংশেই রয়েছে চিকিৎসক ও আধুনিক সরঞ্জামের অভাব। অনেক রোগীকে বাধ্য হয়ে ঢাকায় যেতে হয়, যা সময় ও খরচ—দু’দিক থেকেই কষ্টকর।
পানীয় জলের সমস্যা:
বিশেষ করে চরাঞ্চলে নিরাপদ পানির বড় সংকট রয়েছে। অনেক পরিবার এখনো নদীর জল বা অগভীর নলকূপের পানি ব্যবহার করে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
শিক্ষা ও কর্মসংস্থান:
উচ্চ শিক্ষার সুযোগ সীমিত, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার অভাব রয়েছে। আর শিল্প-কারখানা না থাকায় কাজের খোঁজে তরুণেরা বাধ্য হয়ে শহরমুখী হচ্ছে।
উত্তরবঙ্গের মানুষ শুধু ভোট নয়, উন্নয়নও চায়। সময় এসেছে এই অবহেলার অবসান ঘটানোর।
উন্নয়নের আলো যেন রাজধানী থেকে চরাঞ্চল পর্যন্ত সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই হোক আমাদের সম্মিলিত চাওয়া।
আসলে উত্তরবঙ্গ সম্পর্কে যত কথাই বলি, শেষ হবে না
#উত্তরবঙ্গ #অবহেলিত_জনপদ #উন্নয়ন_হোক_সবার #সচেতনতা #বাংলাদেশ