Md Atikul Islam Asik

Md Atikul Islam Asik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Atikul Islam Asik, Digital creator, Hatibandha.

❣️🫀☺️
10/06/2025

❣️🫀☺️

10/06/2025

❣️☺️

🫀❣️
10/06/2025

🫀❣️

Fast month achieve book as well as medal ❣️😊
10/06/2025

Fast month achieve book as well as medal
❣️😊

"These pictures will remain as memories."Fast month 🫀❣️
10/06/2025

"These pictures will remain as memories."

Fast month

🫀❣️

10/06/2025

❣️

01/05/2025

কর্ম দিবস (১লা মে)

শ্রমই শক্তি, শ্রমই উন্নয়নের মূল।
এই দিনে স্মরণ করি সেইসব অক্লান্ত পরিশ্রমী মানুষদের,
যারা আমাদের সমাজ, অর্থনীতি আর জীবনকে
আপন ঘামে গড়ে তোলে।

১৮৮৬ সালের শিকাগো আন্দোলন থেকে শুরু,
দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি থেকে
আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস।

চলো,
শ্রমের মর্যাদা দিই,
ন্যায্য অধিকার নিশ্চিত করি।

শুভ কর্ম দিবস।
#কর্ম_দিবস
#শ্রমিক_দিবস


#শ্রমের_মর্যাদা
#শুভ_কর্ম_দিবস
#১লা_মে
#শ্রমিকের_অধিকার

আমি মনে করি, আমার এই উত্তর অঞ্চলে একজন সত্যিকারের নেতা বা অভিভাবক নেই😅আমাদের এখানে এমন একজন মানুষ থাকা দরকার ছিল, যিনি ক...
24/04/2025

আমি মনে করি, আমার এই উত্তর অঞ্চলে একজন সত্যিকারের নেতা বা অভিভাবক নেই😅

আমাদের এখানে এমন একজন মানুষ থাকা দরকার ছিল, যিনি কেবল পদ-পদবির নেতা নন, বরং মানুষের মন বোঝার মতো একজন অভিভাবক হতেন। যিনি আমাদের রাস্তাঘাট উন্নয়ন করতেন, দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়াতেন, কারও বিপদ দেখলে ঘরে বসে না থেকে ছুটে যেতেন সাহায্য করতে।

আমাদের দরকার ছিল এমন একজন, যার কাছে গিয়ে আমরা মনের কথা খুলে বলতে পারতাম। যার মধ্যে থাকত সহানুভূতি, দায়িত্ববোধ আর নেতৃত্বের সত্যিকারের গুণ। এমন একজন, যাকে কোনো বিপদে পড়লে গিয়ে বললে তিনি কথা শুনেই দায়িত্ব নিয়ে এগিয়ে যেতেন, আমাদের পাশে দাঁড়াতেন।

কিন্তু দুঃখজনকভাবে, এখন তেমন একজন নেতার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করছি। এখানে অনেকেই আছেন, কিন্তু কেউই সেই ভূমিকা পালন করেন না। একজন প্রকৃত নেতা সমাজের অভিভাবক, যিনি নিজের মানুষের দুঃখ-কষ্ট নিজের মতো করে অনুভব করেন।

আমরা এমন একজন নেতার জন্য অপেক্ষা করছি—যিনি জনগণের ভালোবাসায় নেতা হবেন, কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেবেন, এবং সত্যিকার অর্থেই "মানুষের প্রতিনিধি" হয়ে উঠবেন।

#উত্তরবঙ্গ
#উন্নয়ন_হোক_সবার
#সচেতনতা

আশ্চর্য 🤔
23/04/2025

আশ্চর্য 🤔

23/04/2025

উত্তরবঙ্গ: উন্নয়নের আলো থেকে বঞ্চিত এক জনপদ

বাংলাদেশের উত্তরাঞ্চল—রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ আরও অনেক জেলা—দীর্ঘদিন ধরেই থেকে গেছে উন্নয়ন ও অগ্রগতির বাইরে।

রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থা:
অনেক জায়গায় এখনো কাঁচা রাস্তা, বর্ষায় চলাচল দুর্বিষহ। শহরের সঙ্গে গ্রামের সড়ক সংযোগ দুর্বল, পাকা রাস্তার অভাবে রোগী, কৃষিপণ্য, শিক্ষার্থীদের চলাফেরায় নানান ভোগান্তি পোহাতে হয়।

রেললাইন ও পরিবহন:
রেলপথ থাকলেও তা অনেকাংশে জরাজীর্ণ ও সময়োপযোগী নয়। ট্রেনের সংখ্যা কম, পরিষেবা অপ্রতুল। পর্যাপ্ত বাস সার্ভিসও নেই, যা এই অঞ্চলের মানুষকে যোগাযোগে পিছিয়ে রাখছে।

চিকিৎসা ও হাসপাতাল ব্যবস্থা:
উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলোর অধিকাংশেই রয়েছে চিকিৎসক ও আধুনিক সরঞ্জামের অভাব। অনেক রোগীকে বাধ্য হয়ে ঢাকায় যেতে হয়, যা সময় ও খরচ—দু’দিক থেকেই কষ্টকর।

পানীয় জলের সমস্যা:
বিশেষ করে চরাঞ্চলে নিরাপদ পানির বড় সংকট রয়েছে। অনেক পরিবার এখনো নদীর জল বা অগভীর নলকূপের পানি ব্যবহার করে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

শিক্ষা ও কর্মসংস্থান:
উচ্চ শিক্ষার সুযোগ সীমিত, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার অভাব রয়েছে। আর শিল্প-কারখানা না থাকায় কাজের খোঁজে তরুণেরা বাধ্য হয়ে শহরমুখী হচ্ছে।

উত্তরবঙ্গের মানুষ শুধু ভোট নয়, উন্নয়নও চায়। সময় এসেছে এই অবহেলার অবসান ঘটানোর।
উন্নয়নের আলো যেন রাজধানী থেকে চরাঞ্চল পর্যন্ত সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই হোক আমাদের সম্মিলিত চাওয়া।

আসলে উত্তরবঙ্গ সম্পর্কে যত কথাই বলি, শেষ হবে না

#উত্তরবঙ্গ #অবহেলিত_জনপদ #উন্নয়ন_হোক_সবার #সচেতনতা #বাংলাদেশ

Address

Hatibandha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Atikul Islam Asik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share