Paradox Publications

Paradox Publications Newly establish publication company in Dhaka

11/09/2024
আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর লেখা অসংখ্য...
25/05/2024

আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর লেখা অসংখ্য কবিতা থেকে ১৯২৫ সালের ডিসেম্বর মাসে (বাংলা ১৩৩২ সালের পৌষ মাসে প্রকাশিত) প্রকাশিত “সাম্যবাদী” গ্রন্থ থেকে “পাপ” শিরোনামের দীর্ঘ কবিতার সংক্ষিপ্ত রূপ তুলে ধরছি।
“সাম্যবাদী” গ্রন্থের ১০টি কবিতার শধ্যে উল্লেখযোগ্য বিখ্যাত ও বহুলপঠিত কবিতাগুলো হচ্ছে: সাম্যবাদী, মানুষ, নারী, পাপ, কুলি-মজুর।
৯৯ বছর আগে কবির লেখা কবিতার বক্তব্যের সাথে ভিন্নমত প্রকাশের সুযোগ এখনও কি আছে? একজন কবির চিন্তা-ভাবনা, যোগ্যতা, দক্ষতা এবং দুরদর্শিতার পরিচয় বহন করে তাঁর লেখা।

পাপ
কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই-
যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
এ পাপ-মুলুকে পাপ করেনি ক’ কে আছে পুরুষ-নারী?
আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!
*** *** *** *** *** *** *** *** ***
বিশ্ব পাপস্থান
অর্ধেক এর ভগবান, আর অর্ধেক শয়তান!
ধর্মান্ধরা শোনো,
অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!
*** *** *** *** *** *** *** *** ***
এ-দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য-ছালা!
হেথা সবে সম পাপী,
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি!

(সাম্যবাদী গ্রন্থে থেকে সংক্ষেপিত)

* কবিতা আবৃত্তির অডিও দিতে গিয়েও থেমে গেলাম। এর আগে ফেসবুক ‘কপিরাইট’-এর অজুহাত দিয়ে কবিগুরুর গান ‘মিউট’ করে দিয়েছিলো!

সুপ্রিয় কবি ও সুহৃদ,আগামী ১ জুন ২০২৪, শনিবার বিকেল ৫.৩০টায় মহাখালীস্থ রাওয়া ক্লাবের লেভেল-৫ এ কাব্যলোকের ৪৫তম আয়োজন। এবা...
18/05/2024

সুপ্রিয় কবি ও সুহৃদ,
আগামী ১ জুন ২০২৪, শনিবার বিকেল ৫.৩০টায় মহাখালীস্থ রাওয়া ক্লাবের লেভেল-৫ এ কাব্যলোকের ৪৫তম আয়োজন। এবারের বিষয়: “বন্ধু আমার”। অংশগ্রহণকারীদের জন্য প্রকাশিত সংকলন উপহার দেয়া হবে। এছাড়া, ডিনারের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে আসন সংখ্যা ৫০ জনে সীমিত থাকবে। দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানাই।
রেজিস্ট্রেশন লিঙ্ক: https://shorturl.at/Czk3r
- নুরুল্লাহ মাসুম, সম্পাদক, কাব্যলোক কালচারাল ট্রাস্ট।

প্যারাডক্স পাবলিকেশন্স এর বইগুলো অন-লাইনে কিনতে ভিজিট করুন:
25/04/2024

প্যারাডক্স পাবলিকেশন্স এর বইগুলো অন-লাইনে কিনতে ভিজিট করুন:

প্যারাডক্স পাবলিকেশন্স এর সকল অরিজিনাল বই সংগ্রহ করুন রকমারি ডট কম থেকে। প্যারাডক্স পাবলিকেশন্স এর বইসমূহ হাতে ....

প্যারাডক্স পাবলিকেশন্স এর বইগুলো অন-লাইনে কিনতে ভিজিট করুন:
25/04/2024

প্যারাডক্স পাবলিকেশন্স এর বইগুলো অন-লাইনে কিনতে ভিজিট করুন:

"বইফেরী" অনলাইনে বই কেনা-বেচা এবং পড়ার একটি আদর্শ মার্কেটপ্লেস। বাংলাদেশে সর্বপ্রথম আমরাই দিচ্ছি অনলাইনে জেনুইন ...

https://shorturl.at/bdpH3 লিঙ্কে ক্লিক করে নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর লিখে পেমেন্ট করুন। ঘরে পৌঁছে যাবে গ্রন্থটি।
06/03/2024

https://shorturl.at/bdpH3 লিঙ্কে ক্লিক করে নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর লিখে পেমেন্ট করুন। ঘরে পৌঁছে যাবে গ্রন্থটি।

অনুষ্ঠানে যোগদানের জন্য রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: http://shorturl.at/imTV9
14/02/2024

অনুষ্ঠানে যোগদানের জন্য রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: http://shorturl.at/imTV9

আজ সন্ধ্যায় ইফতেখার, শহীম ইমাম ও জিয়াউল হোসেনের সাথে আমি। "ষড়ৠতুর কাব্য" প্রকাশনা চূড়ান্ত কর্মকান্ড নিয়ে আলোচানায়।
25/01/2024

আজ সন্ধ্যায় ইফতেখার, শহীম ইমাম ও জিয়াউল হোসেনের সাথে আমি। "ষড়ৠতুর কাব্য" প্রকাশনা চূড়ান্ত কর্মকান্ড নিয়ে আলোচানায়।

প্রকাশিতব্য “ষড়ঋতুর কাব্য” গ্রন্থে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের ১৩৬ জন কবির ৪৪৫টি কবিতা প্রকাশিত হচ্ছে। গ্রন্থটির সূচিপত্র স...
21/01/2024

প্রকাশিতব্য “ষড়ঋতুর কাব্য” গ্রন্থে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের ১৩৬ জন কবির ৪৪৫টি কবিতা প্রকাশিত হচ্ছে। গ্রন্থটির সূচিপত্র সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো। যারা কাব্যলোকের ৪৪তম আয়োজনে উপস্থিত থাকতে পারবেন না, কুরিয়ারযোগে তারা গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন।

Address

9/33-B, Eastern Plaza
Hatirpool
1205

Telephone

01937590930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paradox Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paradox Publications:

Share

Category