Md Pervez Uddin Emon

Md Pervez Uddin Emon একদিন আমিও সফল হবো,
শুধু সময়ের অপেক্ষা

20/04/2025
♦️ জ*রা*য়ুতে (বা যো*নিপথে) চুলকানির অনেক কারণ থাকতে পারে। সাধারণত এটি কোনো সংক্রমণ, অ্যালার্জি বা ত্বকের জ্বালাপোড়ার কার...
16/04/2025

♦️ জ*রা*য়ুতে (বা যো*নিপথে) চুলকানির অনেক কারণ থাকতে পারে। সাধারণত এটি কোনো সংক্রমণ, অ্যালার্জি বা ত্বকের জ্বালাপোড়ার কারণে হয়ে থাকে। নিচে কিছু সাধারণ কারণ দেওয়া হলো:

1. ইস্ট ইনফেকশন (Candida) – ছত্রাকজনিত সংক্রমণ, এতে সাদা ঘন স্রাব ও চুলকানি হয়।

2. ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস – যো*নিপথে ব্যাকটেরিয়ার ভারসাম্য বিঘ্নিত হলে হয়, এতে স্রাবের গন্ধ বদলে যায় ও চুলকানি হয়।

3. ট্রাইকোমোনিয়াসিস – যৌ*নবাহিত একটি পরজীবী সংক্রমণ, এতে হলুদ-সবুজ স্রাব, দুর্গন্ধ ও চুলকানি হতে পারে।

4. অ্যালার্জি বা র‍্যাশ – সাবান, পারফিউম, স্যানিটারি প্যাড বা টয়লেট পেপারের রাসায়নিক পদার্থ থেকে অ্যালার্জি হতে পারে।

5. ত্বকের রোগ – যেমন একজিমা বা সোরিয়াসিস।

6. মেনোপজ পরবর্তী পরিবর্তন – ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে যোনিপথ শুষ্ক হয়ে চুলকানি হতে পারে।

আপনার করণীয়:
√√গোপনাঙ্গ সবসময় পরিষ্কার ও শুকনা রাখুন।
√√সুগন্ধি সাবান বা স্প্রে এড়িয়ে চলুন।
√√যদি চুলকানির সাথে স্রাবের গন্ধ বা রং বদলায়, ব্যথা বা জ্বালাপোড়া হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আর্টিকেলটি শুধুমাত্র তথ্যমূলক। যেকোন ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন।
Credit: B-Positive

একটি রসুনের টুকরো সারারাত কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, আর সকালে উঠে দেখুন কী চমৎকার তার রেজাল্ট!স্বাদ ছাড়াও রসুন শরীরের গর...
22/02/2025

একটি রসুনের টুকরো সারারাত কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, আর সকালে উঠে দেখুন কী চমৎকার তার রেজাল্ট!

স্বাদ ছাড়াও রসুন শরীরের গরম, রোগ প্রতিরোধ এবং সংক্রমণ নিরাময়ের জন্য প্রমাণিত হয়েছে! এখানে রসুনের কিছু অপ্রত্যাশিত স্বাস্থ্য এবং সৌন্দর্যে ব্যবহারের গুনাগুণ বর্ণিত হয়েছেঃ-

১। চুল ঝরে পড়ার হাত থেকে বাঁচায়ঃ এক কোয়া রসুনের টুকরো কেটে মাথার তালুতে ঘষুন। রসুনে থাকা প্রাকৃতিক তেল চুল পড়ার হাত থেকে রক্ষা করে এবং চুলের গোড়া মজবুত করে।

২। রসুনের চা ঠান্ডা লাগা এবং সর্দি থেকে বাঁচায়ঃ রসুন চা সবচেয়ে সুস্বাদু চা হয়। রসুন চা তৈরি করতে দুটো রসুনের কোয়ার সাথে লবঙ্গ ফুটন্ত জলে দিন, আপনার স্বাদ অনুযায়ী আদা ও মধু যোগ করুন। আপনি ১০ মিনিটের মধ্যেই ভাল বোধ করবেন।

৩। রসুন ত্বকের ফুসকুরি দূর করতে সাহায্য করেঃ কিছু রসুনের তেল ফুসকুরি ওলা ত্বকে লাগান এবং চক্রাকারে ম্যাসাজ করুন। এটি অস্বস্তি থেকে মুক্ত এবং ঐ এলাকাটি মসৃণ করে এবং ফুসকুরি মুক্ত করে তুলবে।

৪। রসুন কানের ব্যাথা দূর করেঃ কানের ব্যাথা খুবই কষ্টকর। একটি রসুনের কোয়া কানে দিয়ে রাখুন সারা রাত আর দেখুন পরের দিন কেমন তাজা অনুভব করবেন যা আগে কখনও করেননি।

৫। ডাইবেটিসের সাথে যুদ্ধ করতে সাহায্য করে রসুনঃ রসুন শরীরে উচ্চ ইনসুলিনের উৎপাদন কম করে। আর শরীরে অধিক গ্লুকোজের মাত্রা কমায়। একজন ডাইবেটিক রোগীর রোজ রসুন খাওয়া দরকার, চা বা রান্নার মধ্যে দিয়ে ।

৬। রসুন রক্ত চাপ কমায়ঃ যদি হাইপারটেনশান রোগী দৈনিক ২-৩ টে করে রসুন চেবায়, তবে তাদের রক্তচাপের মাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে যায়

৭। গাঁঠের ব্যথা থেকে মুক্তি দেয় রসুনঃ যেখানেই ব্যথা হয়, সহজেই রসুনের তেল দিয়ে ম্যাসাজ করুন এবং ব্যথা এবং অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করুন। প্রতিদিন এটি ব্যবহার করলে অস্টিওপরোসিস, অস্টিওমালিয়া এবং আর্থ্রাইটিসের এর মত রোগের ব্যথাও কমাতে।

অনলাইন সংগৃহীত তথ্য

🟥 স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকান...
22/02/2025

🟥 স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদার দিয়ে দিয়েছে সোডিকার্ব। রোগীর রক্তে সোডিয়াম কম থাকলে এটি প্রেসক্রাইব করা হয়। অর্থাৎ দুটো একেবারেই ভিন্ন জাতের দুটো ওষুধ।

রোগীর ছেলে দোকানদারকে বলল, 'পাওয়ার' তো মেলে না। দিয়েছে ৫০ মিগ্রা, আপনি দিলেন ৬০০ মিগ্রা। ওষুধওয়ালা দারুণ একটা উত্তর দিয়েছে। বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৬০০ মিগ্রার বদলে ৫০ মিগ্রা লিখেছে। এই ওষুধ ৬০০ মিগ্রা ছাড়া হয় না। বেচারা আর কী করবে, সে ওষুধই নিয়ে এসেছে।

ওষুধটা আমাদের হাতে পড়াতে নাহয় পরিবর্তন করতে পাঠানো গেছে। ধরুন এই রোগীকে ছুটির কাগজে আমরা এই ওষুধটি লিখে দিয়েছি। আর রোগী প্রতিদিন সোডিকার্ব খেয়ে যাচ্ছে। কল্পনা করা যায়?

আজকেরই আরেক ঘটনা। রোগীকে আনতে দেওয়া হয়েছে Ancor (2.5 mg), রোগীকে দিয়ে দিয়েছে Fincor (10 mg)। রোগীকে বলেছে এই ওষুধ তো ২.৫ হয় না, ১০-ই হয়। অথচ একটা বিটা ব্লকার আরেকটা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর এন্টাগনিস্ট।

এটা শুধু আজকের ঘটনা বললাম। এমন যে কতো ঘটনা...

এক রোগীকে হার্ট ফেইলিওরের জন্য এমপাগ্লিফলোজিন দেওয়া হয়েছে। দোকানদার জিজ্ঞেস করেছে, আপনার কি ডায়াবেটিস আছে? রোগী বললেন, না। দেখেন ডাক্তার আপনাকে ডায়াবেটিসের ওষুধ দিয়ে রেখেছে। রোগীদের ওষুধের দোকানদারদের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সে ঐ ওষুধ বন্ধই করে দিয়েছে। আর খায়নি। বারবার হসপিটালাইজেশান।

ঠিক একই ঘটনা বহুবার ঘটেছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে। তাদেরকে মেটফরমিন দেওয়া হলে ওষুধের দোকানদাররা ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিয়েছে বলে ভয় দেখিয়ে দেয়।

মক্সাক্লাভ ৩৭৫ মিগ্রা দেওয়া হয়েছে। এটি এন্টিবায়োটিক। ৩৭৫ দেখে দোকানদার দিয়ে দিয়েছে জেনোল ৩৭৫। যা একটা শক্তিশালী ব্যথার ওষুধ। আর বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৩ বেলা লিখেছে। এটা ২ বেলা খাওয়ার ওষুধ।

হাই প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ খেয়ে ব্লাড প্রেশার ১১০/৭০ মিমি মার্কারি। ফার্মেসিওয়ালা জিজ্ঞেস করেছে আপনি কি এখনও ওষুধ খান? হ্যাঁ। হায়হায় করে উঠেছে ফার্মেসিওয়ালা। এই প্রেশারে ওষুধ খেলে তো মরবেন মিয়া। ঐ দোকানওয়ালাকে কে বোঝাবে, অনেকদিন প্রেশারের ওষুধ খেয়েই বিপি কন্ট্রোলে আছে। সেই থেকে রোগীর ওষুধ বন্ধ। এরপর এসেছে ২২০/১২০ মিমি মার্কারি বিপি নিয়ে।

এক বাচ্চার এক দিনের ডায়রিয়া। বিশ্বাস করবেন কি-না জানি না, ফার্মেস

Address

Hatiya

Telephone

+8801641110071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Pervez Uddin Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share