Nur Alom

Nur Alom Welcome to my official Facebook Page!

Step 1 : Open ChatGPTStep 2 : Upload photoStep 3 : Prompt as per request (Comment Below)
26/05/2025

Step 1 : Open ChatGPT
Step 2 : Upload photo
Step 3 : Prompt as per request
(Comment Below)

স্যারের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি 💝🎁
15/05/2025

স্যারের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি 💝🎁

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি- গভর্নিং বডির সম্মানিত সভাপতি একজন জীবন্ত কিংবদন্তি “প্রফেসর কাজী মো: নুরুল ইসলাম ফারুকী” স্যারের ৮৪তম জন্মবার্ষিকীর শুভক্ষণে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টভূক্ত সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা স্যারের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।
বাংলাদেশে শিক্ষা উন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে এই মহান শিক্ষাবিদের অবদান অনস্বীকার্য।
স্যারের প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান হলো:
১. ঢাকা কমার্স কলেজ
২. বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (BUBT)
৩. প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট
৪. প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি
৫. প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ
৬. প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল
৭. প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভোকেশনাল শাখা)
৮. পিকেএফএসসি শিশুকানন (প্রাথমিক শাখা)
৯. কাজী হাসানুজ্জামান অজিউল্লাহ মাদ্রাসা
১০. বায়তুল মামুর কমপ্লেক্স
১১. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাত্র হল
১২. ডা. কাজী জোহরা বেগম ছাত্রী হল
১৩. লালমাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

প্লানিং চলতেছে 🥱কারো মতামত থাকলে কমেন্ট জানাবেন 🫡
11/05/2025

প্লানিং চলতেছে 🥱
কারো মতামত থাকলে কমেন্ট জানাবেন 🫡

আসলে আমি তোমাকে- মনে না করে থাকতে পারি না.. 🤍
10/05/2025

আসলে আমি তোমাকে- মনে না করে থাকতে পারি না.. 🤍

💌 📸
06/05/2025

💌 📸

শুভ নববর্ষ ১৪৩২ 🎁আলোর রোদের মতো উজ্জ্বল হোক নতুন সকাল,পুরনো দিনের সব গ্লানি মুছে যাক নব আনন্দে।ফুলের ঘ্রাণে, হৃদয়ের টানে...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২ 🎁
আলোর রোদের মতো উজ্জ্বল হোক নতুন সকাল,
পুরনো দিনের সব গ্লানি মুছে যাক নব আনন্দে।
ফুলের ঘ্রাণে, হৃদয়ের টানে আর ভালোবাসার স্পর্শে
রাঙিয়ে উঠুক প্রতিটি মুহূর্ত।

নতুন বছরের প্রতিটি দিন হোক শান্তি, প্রেম আর সম্ভাবনায় ভরা।
চলো আমরা গড়ি এক নতুন স্বপ্ন, নতুন পথচলা, নতুন গল্প!

হৃদয়ের গভীর ভালোবাসা ও শুভকামনা জানাই সবাইকে।

#শুভনববর্ষ১৪৩২ #নতুনশুরু

নতুন বছরের পথচলা হোক প্রযুক্তির সাথে ⚡শুভ নববর্ষ ১৪৩২ 💝🎁
14/04/2025

নতুন বছরের পথচলা হোক প্রযুক্তির সাথে ⚡
শুভ নববর্ষ ১৪৩২ 💝🎁

🎉 শুভ নববর্ষ ১৪৩২ 🎉

নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর এক টুকরো রঙিন ভালোবাসা।

প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।

আসুন, পুরনো গ্লানি ভুলে আমরা একসাথে গড়ি নতুন দিনের আশাবাদী ভবিষ্যৎ।
নতুন বছরে সবার জীবন হোক আনন্দময়, সুস্থ ও সফলতায় ভরপুর।

"এসো হে বৈশাখ, এসো এসো..." 🌸

#শুভ_নববর্ষ১৪৩২

বাংলায় কিছু শব্দ আছে খুব গভীর। যেমন-মায়া, পিছুটান কিংবা অপেক্ষা।কত মানুষ আছে ঠিক সময়ের অপেক্ষা করতে করতে ঠিক জায়গায় পৌছা...
10/04/2025

বাংলায় কিছু শব্দ আছে খুব গভীর। যেমন-মায়া, পিছুটান কিংবা অপেক্ষা।

কত মানুষ আছে ঠিক সময়ের অপেক্ষা করতে করতে ঠিক জায়গায় পৌছাতে পারেনা,
ভুল মানুষের অপেক্ষায় কত ঠিক মানুষ কে দূরে সরিয়ে দেয়।
একবার মন ভাঙলে এরা অপেক্ষা করে সেই মানুষ টাকে ভুলার এবং নিজেকে গভীর ভাবে জানার।

জানতে জানতে একসময় টের পায়, সেই মানুষ টাকে তারা এখনো ভালবাসে,
কত প্রহরের অপেক্ষা গেল, সেই মানুষ টাকে আর ভোলা হয়নি।

মানুষ জানেনা, কিছু অপেক্ষা শেষ হতে সন্ধ্যা না, বয়স শেষ হয়ে যায়।
অপেক্ষা দরকারি, তবে অপেক্ষা মারাত্মক ও 🌸

আগামীকাল থেকে তাঁহার (🧟‍♂️) ছোট বোন এর এসএসসি পরীক্ষা।  সকলের দোয়া কামনা করছি 🧐
09/04/2025

আগামীকাল থেকে তাঁহার (🧟‍♂️) ছোট বোন এর এসএসসি পরীক্ষা। সকলের দোয়া কামনা করছি 🧐

Address

Hatiya

Alerts

Be the first to know and let us send you an email when Nur Alom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Alom:

Share