Voice Of Hatia

Voice Of Hatia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Of Hatia, Hatiya.

হাতিয়ার একটা মাত্র টিম হিসেবে  টিম-অ্যাইল্যান্ড পুরা বাংলাদেশ ব্যাপী সব ভার্সিটির স্টুডেন্টদের অংশগ্রহনে একটা অ্যাড মেকি...
26/08/2025

হাতিয়ার একটা মাত্র টিম হিসেবে টিম-অ্যাইল্যান্ড পুরা বাংলাদেশ ব্যাপী সব ভার্সিটির স্টুডেন্টদের অংশগ্রহনে একটা অ্যাড মেকিং কম্পিটিশন অংশগ্রহণ করেছে।
সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে ওদের সাপোর্ট করুন!

হাতিয়ায় ফেরি এবং নদীভাঙ্গনরোধে স্থায়ী ব্লকের দাবিতে আগামীকাল সকাল ১০টায় চলে আসুন জাতীয় প্রেসক্লাবের সামনে।চলে আসুন প্রিয়...
08/08/2025

হাতিয়ায় ফেরি এবং নদীভাঙ্গনরোধে স্থায়ী ব্লকের দাবিতে আগামীকাল সকাল ১০টায় চলে আসুন জাতীয় প্রেসক্লাবের সামনে।
চলে আসুন প্রিয় জন্মভূমি দ্বীপ হাতিয়ার টানে,বুঝে নিন আপনাদের অধিকার

10/04/2025

আলহামদুলিল্লাহ
আরো একটি সফলতা

তমরদ্দি লঞ্চঘাটে কোন প্রকার নছিমন ( টম টম) গাড়ির সিন্ডিকেট আর নেই।

ব্যবসায়ীরা যেকোন নছিমন অথবা নিজস্ব গাড়ি দিয়ে মাল পরিবহন করিতে পারবেন।

ঠিক এভাবেই প্রতিটি সিন্ডিকেট থেকে হাতিয়ার মানুষকে আলোর পথ দেখাবো, ইনশাআল্লাহ ✊✊

কেউ যদি বাধা দেয় কোস্টগার্ড এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ধন্যবাদ হাতিয়া কোস্টগার্ড়

আদেশক্রমে :
বাংলাদেশ কোস্টগার্ড কন্টিনজেন্ট হাতিয়া।
01769-443235

ধন্যবাদ 💙
09/04/2025

ধন্যবাদ 💙

দীর্ঘ ত্যাগ,তিতিক্ষা ও প্রচেষ্টার পর তীব্র নদী ভাঙনপ্রবণ আমার জন্মভূমি দ্বীপ হাতিয়ার যুগ যুগ ধরে বঞ্চিত ও শোষিত জনগণের জন্য একটি সুখবর নিয়ে আসতে পেরেছি।এতে সাধারণ জনগণের ভূমি হারানোর দুঃখ কষ্ট অনেকাংশেই লাঘব হবে,ইনশাআল্লাহ।

অতিদ্রুত বর্ষার পূর্বেই হাতিয়ার ৪ টি ইউনিয়নের মারাত্মক ঝুঁকিপূর্ণ জায়গায় জিওব্যাগ ও সিমেন্টব্যাগ পেলে হাতিয়ার ভূমি রক্ষার জন্য পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জরুরী ভিত্তিতে ৮ কোটি টাকার স্পেশাল বরাদ্দ আনতে সক্ষম হয়েছি।বর্ষায় পূর্বেই কাজগুলো বাস্তবায়ন করা হবে,ইনশাআল্লাহ।

হাতিয়ার ইতিহাসে প্রথমবারের মত নদীভাঙনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য গত ফেব্রুয়ারী মাসে হাতিয়ার ৭ টি জায়গায় গণশুনানির আয়োজন করে সরাসরি জনম দুঃখী জনগণের কথা শুনে ব্যবস্থা নেওয়ার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ম্যামকে অনুরোধ করেছিলাম।পরবর্তীতে আমার হাতিয়ার যুগ যুগ ধরে বঞ্চিত জনগণের চাহিদা অনুযায়ী নোটশীট রেডি করে পানি উন্নয়ন বোর্ডের ও পানিসম্পদ মন্ত্রণালয়ের টপ টু বটম প্রতিটি অফিসে যোগাযোগ করে কাজটি বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছিলাম।

আপাতত এই ৪ টি স্পট ছাড়াও আরো ১২ টি স্পটে জরুরী ভিত্তিতে জিওব্যাগ পেলে হাতিয়ার ভূমিগুলো রক্ষা করা হবে,ইনশাআল্লাহ।খুব দ্রুতই এই কাজগুলোও বাস্তবায়ন করা হবে।

হাতিয়াতে স্থায়ী ব্লকবাদ তৈরি করে নদীভাঙন রোধের জন্য ইতোমধ্যে DPP রেডি করা হয়েছে।অতি দ্রুতই যেন স্থায়ী ব্লকবাদ নির্মাণের প্রজেক্টটি চূড়ান্ত করা যায়,সে প্রচেষ্টা চলমান রাখছি।এই প্রজেক্টটি বিগত ৫ বছর ধরে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে।

উল্লেখ্য যে,বিগত ১০ বছরে কেবল নলচিরা ইউনিয়নে নলচিরা ঘাটে ২৫০ মিটার জিওব্যাগ ও চরঈশ্বরের বাংলাবাজারে অল্পকিছু জিওব্যাগ ডাম্পিং করা ছাড়া হাতিয়াতে কোন Protective work এর কাজ বাস্তবায়ন হয়নি।

আমার দ্বীপ হাতিয়াবাসী নদী ভাঙন থেকে স্থায়ীভাবে যেন মুক্তি পায়,সেজন্য আমার প্রচেষ্টা ও লড়াই জারি থাকবে,ইনশাআল্লাহ।

সকলের দোয়াপ্রার্থী।

কথা দিয়েছিলাম সুখবর নিয়ে আসবো।
আনন্দ মিছিলের প্রস্তুতি নিন।❣️

ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার  চরঈশ্বর ইউনিয়নের অংশ, এটা নিয়ে বাড়াবাড়ি সহ্য করা হবে না কঠিন হস্তে প্রতিরোধ ...
07/04/2025

ভাসানচর
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের অংশ, এটা নিয়ে বাড়াবাড়ি সহ্য করা হবে না কঠিন হস্তে প্রতিরোধ করা হবে এ বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকবো প্রিয় চরঈশ্বর ইউনিয়ন বাসী। ইনশাআল্লাহ

১. নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে একটি আধুনিক ফেরি চালু করা এবং এই রুটে২. চরচেঙ্গা-তমরুদ্দি-চেয়ারম্যান ঘাট রুটে সি-ট্রাক পুন...
14/10/2024

১. নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে একটি আধুনিক ফেরি চালু করা এবং এই রুটে
২. চরচেঙ্গা-তমরুদ্দি-চেয়ারম্যান ঘাট রুটে সি-ট্রাক পুনরায় চালু করা।
৩. প্রাইভেটভাবে একটি স্টিমার চালানোর অনুমতি প্রদান করা।
৪. চট্টগ্রাম-হাতিয়া রুটে প্রতিদিন জাহাজ চালানের ব্যবস্থা করা।
৫. ঘাট কেন্দ্রিক সবধরণের নৈরাজ্য বন্ধ করা।
৬. ঢাকা-হাতিয়া আরও দুটি লঞ্চ

আল্লাহর রহমতে এই দাবী গুলো বাস্তবায়ন হলে এত স্পীড বোট নিঝুমদ্বীপে কি ঘাট করবে?

মালেশিয়া তে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রোবোটিকস ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতেছে বাংলাদেশের টিম "Team Atlas"৷ তাদের...
24/09/2024

মালেশিয়া তে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রোবোটিকস ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতেছে বাংলাদেশের টিম "Team Atlas"৷ তাদের প্রোজেক্ট এর নাম ছিলো " Agrover"৷ এই টিমকে সার্বিক সহযোগিতা করেছে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়৷ আমরা গর্বের সাথে তাদেরকে অভিনন্দন জানাই৷

আমাদের গর্বকে আরো বেশি বাড়িয়েছে আমাদের কাহন৷ সে এই দলের অন্যতম সদস্য হিসেবে কাজ করেছে৷ কাহন আমাদের হাতিয়ার সন্তান৷

05/09/2024

ইতিহাসের সেরা সিদ্ধান্ত ছিলো, পরশু নয় কালকেই, লং মার্চ টু ঢাকা!

-৩৬জুলাই
এক মাস পার হলো।

ছাত্র-জনতার সফল গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহী...
04/09/2024

ছাত্র-জনতার সফল গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে "শহীদী মার্চ"।

সময়: বিকাল ৩:৩০ ঘটিকা, রোজ বৃহস্পতিবার। তারিখ:০৫-০৯-২০২৪ খ্রিস্টাব্দ।

স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, হাতিয়া, নোয়াখালী

বন্যার্তদের সহায়তায় আমাদের হাতিয়ার শিক্ষার্থীদের অনেকগুলো টিম কাজ করছে৷ নিলয়, তাওহিদ রা সহ ওদের এই টিমকে যেকোন সাহায্যের...
24/08/2024

বন্যার্তদের সহায়তায় আমাদের হাতিয়ার শিক্ষার্থীদের অনেকগুলো টিম কাজ করছে৷ নিলয়, তাওহিদ রা সহ ওদের এই টিমকে যেকোন সাহায্যের জন্য উদ্ধার কাজে আপনারা সাপোর্ট করুন৷

যোগাযোগের ঠিকানা:

নিলয়- 01646069836
( বিকাশ,নগদ পারসোনাল)

হৃদয় - 01799567997
( বিকাশ,পারসোনাল )

Voice Of Hatia
Voice Of Hatia
Gen Z revolution (Hatiya)
Social Stars (Hatia)

Address

Hatiya
3890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Hatia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share