24/04/2025
হাতিয়ায় ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক শিক্ষক কর্তৃক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ছাত্রনেতা মোঃ রাজু উদ্দিন বুড়িরচর শহীদ আলী আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও ৫নং রেহানিয়া গ্রামের বাসিন্দা মোঃ রাতুল উদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটে ২০ মার্চ সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে আহত রাজুকে বিদ্যালয়ের একটি কক্ষে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়।
আহত রাজু উদ্দিন বলেন, “স্কুলে আসার পর তোহা স্যার হঠাৎ আমার দিকে তেড়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে বেত দিয়ে মারেন এবং পরে মাথা বিল্ডিংয়ের সঙ্গে আঘাত করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহপাঠী মোঃ প্রান্ত জানান, “আমরা কিছু বুঝে উঠার আগেই স্যার রাজুকে মারধর শুরু করেন। আমরা ভয় পেয়ে চুপ ছিলাম।”
এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মোঃ ওসমান গনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ ও বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রে রাজুকে মারধর করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করছি।”
অভিযুক্ত শিক্ষক তোহা স্বীকার করে বলেন, “সে আমাদের স্কুলের ছাত্র এবং আমি তাকে শাস্তি দিয়েছি, এটা সত্য। তবে এটি রাজনৈতিক নয়, বিদ্যালয়ে চলমান অনিয়মের কারণেই এমনটা হয়েছে। কেউ ঘটনাটি রাজনীতিকরণ করার চেষ্টা করছে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নোমান বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”