হাতিয়ার খবর

হাতিয়ার খবর লোকাল রাজনীতি, জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা ও হাতিয়ার নিজস্ব প্রতিবেদক এর মাধ্যমে প্রাপ্ত সকল প্রতিবেদন ও আর্টিকেলসমূহ পড়তে সঙ্গেই থাকুন।

🙂
14/09/2025

🙂

আপনার মূল্যবান মন্তব্য দিন 🫡
23/06/2025

আপনার মূল্যবান মন্তব্য দিন 🫡

15/06/2025

ই*রান হিজ/রায়লীদের জামা কাপড় ও পরার টাইম দিচ্ছেনা, লেংটা করে রাস্তায় নামায় দিছে - যা তাড়াতাড়ি বাংকারে যা 😁

13/06/2025

জাহাজমারা বাজার বিএনপি' র দুই গ্রুপের সংঘর্ষ...

29/05/2025

একদিকে হাতিয়ার সঙ্গে পুরো বাংলাদেশের নৌ চলাচল বন্ধ অন্যদিকে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি, গতকাল রাতে আবার নিঝুমদ্বীপে ঘটল এক মর্মান্তিক ঘটনা যেখানে একজন নারীর গলাকাটা লাশ পাওয়া যায় তারঅই বাড়ির পুকুরে।
আল্লাহ সহায় হোন।

Breaking news 😱আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা সাগরে সৃষ্ট লঘুচাপটি সকালের মধ্যে নিন্মচাপে পরিনত হয়েছে। ইতোমধ্যে নিম্মচাপের প...
29/05/2025

Breaking news 😱
আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা

সাগরে সৃষ্ট লঘুচাপটি সকালের মধ্যে নিন্মচাপে পরিনত হয়েছে। ইতোমধ্যে নিম্মচাপের প্রভাবে সারাদিন দেশের উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া বইছে।পাশাপাশি জোয়ারের পানি স্বাভাবিক এর চেয়ে বেড়েছে। নিম্মচাপটি ধীরে ধীরে দেশের দিকে এগিয়ে আসায় দেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সকল প্রকার নৌযান চলাচল ঝুকিপূর্ণ হবে। আজকে ইতোমধ্যে যেসকল নৌযান যাত্রা শুরু করে মাঝনদীতে কিংবা সাগরে আছেন তারা খুবই সতর্কভাবে নিরাপদ আশ্রয়ে সরে যান।পাশাপাশি আগামীকাল সকাল থেকে দেশের ভিতরে সকল প্রকার যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ রাখা উচিত হবে। নয়ত ভারী বৃষ্টি ঝড়ো হাওয়া এবং নদী অধিক উত্তাল থাকার কারনে যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে। সকল প্রকার মাছ ধরার নৌকা এবং ট্রলার আপাতত চলাচল না করার জন্য অনুরোধ করা হলো।
শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন।
#হাতিয়ার_খবর

04/05/2025

হাতিয়ায় বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটছে। ভিখারিনী সেজে বাড়ি বাড়ি গিয়ে একাকি গৃহবধু দেখলেই ভিক্ষা নেয়ার সময় মুখে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে অলংকার ও ঘরের সব টাকা পয়সা আত্মসাৎ করছে।
সবাই সাবধান থাকুন, এবং জনস্বার্থে শেয়ার করে দিন।

হাতিয়ায় ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধেনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক শিক্ষক কর্তৃক ছাত্রদল নেতাকে মা...
24/04/2025

হাতিয়ায় ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক শিক্ষক কর্তৃক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ছাত্রনেতা মোঃ রাজু উদ্দিন বুড়িরচর শহীদ আলী আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও ৫নং রেহানিয়া গ্রামের বাসিন্দা মোঃ রাতুল উদ্দিনের ছেলে।

ঘটনাটি ঘটে ২০ মার্চ সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে আহত রাজুকে বিদ্যালয়ের একটি কক্ষে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়।

আহত রাজু উদ্দিন বলেন, “স্কুলে আসার পর তোহা স্যার হঠাৎ আমার দিকে তেড়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে বেত দিয়ে মারেন এবং পরে মাথা বিল্ডিংয়ের সঙ্গে আঘাত করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহপাঠী মোঃ প্রান্ত জানান, “আমরা কিছু বুঝে উঠার আগেই স্যার রাজুকে মারধর শুরু করেন। আমরা ভয় পেয়ে চুপ ছিলাম।”

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মোঃ ওসমান গনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ ও বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রে রাজুকে মারধর করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করছি।”

অভিযুক্ত শিক্ষক তোহা স্বীকার করে বলেন, “সে আমাদের স্কুলের ছাত্র এবং আমি তাকে শাস্তি দিয়েছি, এটা সত্য। তবে এটি রাজনৈতিক নয়, বিদ্যালয়ে চলমান অনিয়মের কারণেই এমনটা হয়েছে। কেউ ঘটনাটি রাজনীতিকরণ করার চেষ্টা করছে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নোমান বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

19/04/2025

বহুবছর পরে এপ্রিল মাসে মনে রাখার মতো একটি বৃষ্টি বলয় দেখলো বাংলাদেশ। দেশের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস হলো বৃষ্টি বহুল।
তবে ২১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত এপ্রিল তার আসল রূপ দেখাবে।বেশকিছু স্থানে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০°সেলসিয়াস পর্যন্ত।

হাজার মানুষ সমবেত হয়েছে ফি*লি*স্তিনের সমর্থনে, প্রতিবাদ জানাচ্ছেন হিজraইল এর নির্যাতনের বিরুদ্ধে। বক্তৃতা রাহছেন অনেক তৌ...
07/04/2025

হাজার মানুষ সমবেত হয়েছে ফি*লি*স্তিনের সমর্থনে, প্রতিবাদ জানাচ্ছেন হিজraইল এর নির্যাতনের বিরুদ্ধে। বক্তৃতা রাহছেন অনেক তৌহিদী জনতা।
স্থানঃ জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠ

07/04/2025

ভাসানচর হাতিয়ার ছিল, হাতিয়ার থাকবে।
আব্দুল হান্নান মাসউদ..
এছাড়া তিনিসকলকে দল মত নির্বিশেষে প্রতিবাদ ও প্রয়োজনীয় অফিসে একসাথে কর্মসূচী নেয়ার আহবান জানান।

সাবধান!  সাবধান!  সাবধান!ফিliস্থিn ইস্যুকে কেন্দ্র করে ফ্যসিস্টরা আমেরিকান দূতাবাস ঘেরাও করার উস্কানি দিচ্ছে, সাবধান।
07/04/2025

সাবধান! সাবধান! সাবধান!
ফিliস্থিn ইস্যুকে কেন্দ্র করে ফ্যসিস্টরা আমেরিকান দূতাবাস ঘেরাও করার উস্কানি দিচ্ছে, সাবধান।

Address

Hatiya
3890

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাতিয়ার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share