Ajgor Hossain

Ajgor Hossain সবকিছুর আগে একজন মানুষের মতো মানুষ হতে চাই

Hatiya Dwip Govt. College  শহীদ মিনার ❤️📷 Ajgor Hossain Likson
30/07/2025

Hatiya Dwip Govt. College
শহীদ মিনার ❤️
📷 Ajgor Hossain Likson

কমলার দিঘি পর্যটন কেন্দ্র হাতিয়া নোয়াখালী। 📷 Ajgor Hossain Likson
30/07/2025

কমলার দিঘি পর্যটন কেন্দ্র
হাতিয়া নোয়াখালী।
📷 Ajgor Hossain Likson

কমলার দিঘি পর্যটন কেন্দ্র। হাতিয়া নোয়াখালী।  📷 Ajgor Hossain Likson
30/07/2025

কমলার দিঘি পর্যটন কেন্দ্র।
হাতিয়া নোয়াখালী।
📷 Ajgor Hossain Likson

মাশাআল্লাহ 😍😍
30/07/2025

মাশাআল্লাহ 😍😍

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

©Ma'ruf Raihan Khan

💜🌸
02/07/2025

💜🌸

  🌸
02/07/2025

🌸

  very good person 🌻
02/07/2025

very good person 🌻

আচ্ছা বলুন তো মাত্র ৪ ঘণ্টার মধ্যে ২২ জন সৈ*নিকের পক্ষে কতো মানুষকে ব্রাশফা*য়ার করে হ*ত্যা করা সম্ভব?ভাবছেন হয়ত ৩০০ থেকে...
20/05/2025

আচ্ছা বলুন তো মাত্র ৪ ঘণ্টার মধ্যে ২২ জন সৈ*নিকের পক্ষে কতো মানুষকে ব্রাশফা*য়ার করে হ*ত্যা করা সম্ভব?
ভাবছেন হয়ত ৩০০ থেকে ৪০০ মানুষ, আরো বেশী হলে ৬০০ কিংবা ৭০০ মানুষ ! তারচেয়ে বেশী হলে হাজার খানেক! মাথাটা ঘুরছে নির্ঘাত?
না সংখ্যা এতো কম নয়। সংখ্যাটা প্রায় ১০ - ১২ হাজারের বেশী। জ্বী। অবিশ্বাস্য মনে হলেও সংখ্যাটা এমনই। মুক্তিযুদ্ধ তো বটেই গোটা পৃথিবীতে স্বল্প সময়ে একক স্থানে সর্ববৃহৎ গণহ*ত্যা চুকনগর গণহ*ত্যা।
২০ই মে ১৯৭১। দিনটি ছিলো বৃহস্পতিবার। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর।
খুলনা ও বাগেরহাট থেকে ভদ্রা নদী পাড়ি দিয়ে নেমেছে মানুষের ঢল। উদ্দেশ্য প্রাণ বাঁ*চানোর তাগিদে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়া!
সকাল এগারোটার কাঁটা ছুঁয়েছে ঘড়ি। পাকিস্তান সে*নাবা*হিনীর দুটি দল একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে "কাউতলা" নামক একটি স্থানে এসে থামে। পাতখোলা বাজার থেকে তারা একটানা গু*লি চালানো শুরু করে। পরবর্তীতে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয় । বিকেল তিনটা চলতে থাকে পা*শবিক এই হ*ত্যাকান্ড। সেই ভদ্র নদীর পানি যমে গিয়েছিলো র*ক্ত বন্যায় স্বাধীনতার বহু বছর পরেও সেই নদীর মাছ কেউ খায়নি।
যে মাটিতে হয়েছিলো সর্বকালের সর্ব নিকৃষ্ট গণহ*ত্যা, সেই শহীদে ভেজা বাংলার মাটিতে আজো চলে পাকিস্তান প্রীতি! বীরাঙ্গনা আর শহীদদের সংখ্যা বিতর্ক করে চলে জগতের সর্ব নি*কৃষ্ট প্র*হসন! আর কতটা নিচে নামবো আমরা?
.
আজ ২০ মে, চুকনগর গণহ*ত্যা দিবস। বিনম্র শ্রদ্ধা জানাই শহীদদের প্রতি।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা হে মহান নেতা।লোক মুখে শুনেছি, আপনি শিক্ষিত মানুষদের মূল্যায়ন করতেন। মুক্তিযুদ্ধকা...
18/05/2025

প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা হে মহান নেতা।
লোক মুখে শুনেছি, আপনি শিক্ষিত মানুষদের মূল্যায়ন করতেন।
মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক ওয়ালী উল্লাহ ।
হাতিয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ।
সাবেক সংসদ সদস্য
সাবেক উপজেলা চেয়ারম্যান ।

12/05/2025

🌸🌸

12/05/2025

সাল, একাত্তর।
কুষ্টিয়া জেলার জীবন নগর থানার সানহুদা গ্রাম। দুইজন বিবাহিত যুবতী, যাদের বয়স আঠার পার হলো সদ্য। এক দুপুরে দেখা গেল দুইজন যুবতীই নগ্ন ছুটে বেড়াচ্ছে গ্রামের এদিক-ওদিক। পেছন পেছন রাইফেল হাতে ছুটছে মিলিটারির দল। বন্দুক সামনে রেখে তারা এই দুই যুবতীকে সম্পূর্ণ নগ্ন করে সারা গ্রাম ঘুরালো, ধর্ষণ করল, তারপর অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখলো সন্ধ্যার দিকে।

এই বীভৎস ঘটনা ছাপা হয়েছিল তৎকালীন ভারত থেকে প্রকাশিত যুগান্তর পত্রিকায় 'পাকিস্তানে নারীত্বের চরম লাঞ্ছনা' শিরোনামের একটা প্রতিবেদনে, মে মাসের বারো তারিখ। আর অক্টোবরের পঁচিশ তারিখ যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন জানিয়েছিল, ঢাকার একটি সামরিক ক্যান্টনমেন্টে আটকে রাখা হয়েছে পাঁচশো তেষট্টিজন নারী। যাদের প্রত্যেকেই প্রেগন্যান্ট৷ গর্ভপাত করানো সম্ভব না। এই রিপোর্ট লিখেছিলেন, ডান কলিন। স্বচক্ষে দেখা ঘটনা তার।

যারা ক্রিকেট খেলায় পাকিস্তান সাপোর্ট করে, একসময় আমি তাদের আনফ্রেন্ড করে দিতাম। এখন করি না। পুরো বিষয়টা রাজনীতির বাইরে থেকে দেখার চেষ্টা করি৷ নিছক একটা খেলা। টাইম পাস। বিনোদন। যে যেমন ইচ্ছে পক্ষ নিক, যে কারোর। শুধু আমি নিতে পারি না পক্ষ। না বাবর আজমের সঙ্গে আমার শত্রুতা, না আফ্রিদি, না ওদের ক্রিকেট বোর্ড। ওদের জনসাধারণের উপরও আমার কোনো ক্ষোভ নাই, ঘৃণা নাই।

আমি শুধু 'পাকিস্তান' দেশটাকে ঘৃণা করি। প্রচণ্ড ঘৃণা। এই যে একটা ট্রমা ওরা দিয়ে গেল, পাকিস্তানের সরকার ও আপামর জনসাধারণ সবাই যদি বাংলাদেশের জমিনে হাত রেখে ক্ষমা চায়, চোখের পানি ফেলে, মন থেকে অনুতপ্ত হয়- তারপরও এই ট্রমা যাবে না। তারপরও 'পাকিস্তান' নাম শুনলেই আমার চোখে ভেসে উঠবে দুইজন নগ্ন যুবতী। যারা প্রাণভয়ে ছুটছে গ্রামের একটা মেঠোপথ ধরে। পেছন পেছন বন্দুক হাতে ছুটছে একদল শুয়োর। যারা ও যাদের এই দেশীয় উত্তরসূরীরা আজও মনে করে, এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার!
©

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ajgor Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajgor Hossain:

Share