05/10/2024
আজ ৫ ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস।
বিশ্ব শিক্ষক দিবসে, সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা!
শিক্ষক হচ্ছে সমাজ ও দেশ গড়ার কারিগর।
কিন্তু এই কারিগরদেরকে আমাদের রাষ্ট্র ব্যবস্হা কি সঠিক মর্যাদা দিতে পেরেছে?
নিশ্চয়ই না!
আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, ১৩ তম গ্রেডে বেতন পেয়ে থাকেন।
১৩ তম গ্রেডে যারা আছেন, তারা তৃতীয় শ্রেণির মর্যাদাসমপন্ন ব্যাক্তি। আমাদের দেশে শিক্ষকদের মর্যাদা দেওয়ার যদি এই হালত হয়,তাহলে জাতির উন্নতি হবে কিভাবে!
আমি মনে করি,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড এবং প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদান করা হলে,সন্মানের সাথে সাথে তাদের জীবনমানের ও উন্নতি হবে।
শিক্ষার পরিবেশের ও উন্নতি হবে।
আমাদের দেশের এমপিও ভুক্ত হাই স্কুল গুলোতে
যে সব শিক্ষকবৃন্দ শিক্ষকতা করেন,উনারা বি. এড
ব্যতীত ১১ তম গ্রেডে, বি. এড করা থাকলে ১০ ম গ্রেডে বেতন পেয়ে থাকেন।উনাদের ক্ষেত্রে গ্রেড ঠিক থাকলে ও উনারা ভালো একটা এমাউন্ট পান না।
কারণ হচ্ছে, উনাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় না!
সরকারের উচিত উনাদেরকে বাড়ি ভাড়ার পরিমান বাড়িয়ে দিয়ে উনাদের জীবন মানের উন্নতি ঘটানো।
পাশাপাশি ছাত্র- ছাত্রীদের থেকে স্কুল কর্তৃপক্ষ মাসিক যে বেতন নিয়ে থাকে,সেখান থেকে প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষকদের জন্য যদি বেতনের ১০% বরাদ্দ দেওয়া হয়, সেটি উত্তম হবে।
কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষকদের বেতন কাঠামো মোটামুটি ভালোই আছে। কলেজের ক্ষেত্রে ও এম.পি ও ভুক্ত কলেজ গুলোতে, কলেজ ফান্ড থেকে শিক্ষকদের বেতনের ১০% হারে প্রদান করলে উনাদের ও জীবন মানের উন্নতি হবে।
সর্বোপরি বলতে চাই,শিক্ষকদেরকে যেভাবেই হোক সমাজের, রাষ্ট্রের মর্যাদার আসনে নিয়ে আসতে হবে। তাহলেই জাতির কল্যান হবে!
A U Nayem