23/08/2024
আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই আপনি বন্যায় আক্রান্ত মানুষদের সাহায্য করছেন। কোন ভিখারী শ্রেণিকে নয়।আপনি লাখ টাকার মালিক কোটি টাকার মালিক, আপনি কেন দশ টাকা দান করবেন । মসজিদে তো দানের সময় একাই একটা এসি দেন টাইলস দেন, যাকাতের সময় টাকা দিয়ে ধুম উঠায় ফেলেন কারণ সবাই আপনাকে দানবীর বলবে মসজিদের কমিটিতে আপনার অবস্থান থাকবে। এইসব লোক দেখানো কারবার বন্ধ করেন। দেশের জরুরি অবস্থায় সাহায্য করাও সওয়াবের কাজ। সুতরাং ছাত্ররা সাহায্যের জন্য আসলে ন্যূনতম সাহায্যটুকু করবেন অবশ্যই ভালো ব্যবহার করবেন তারাও ভিখারি না। আসুন সবাই আমরা সাহায্য করি তাদের সাহায্যর জন্য হাত বাড়িয়ে দেই। সামর্থ্যে অনুযায়ী টাকার পরিমাণ বাড়িয়ে দেই । দান করলে আপনি গরিব হয়ে যাবেন না অবশ্যই উত্তম প্রতিদান পাবেন।